বাংলা নিউজ > বায়োস্কোপ > Tollywood Actor: বেঞ্চের মধ্যমণিকে চিনতে পারছেন? সহপাঠীদের সঙ্গে একফ্রেমে টলিউডের কোন দাপুটে অভিনেতা?

Tollywood Actor: বেঞ্চের মধ্যমণিকে চিনতে পারছেন? সহপাঠীদের সঙ্গে একফ্রেমে টলিউডের কোন দাপুটে অভিনেতা?

পরমব্রত চট্টোপাধ্যায়ের অদেখা ছবি

Tollywood Actor: টলিউডের এই বিখ্যাত অভিনেতার স্কুলবেলার ছবি প্রকাশ্যে এল। বর্তমানে বহু নারীর ক্রাশের ছোটবেলার ছবি দেখে মুগ্ধ সকলে। আপনি দেখুন তো চিনতে পারলেন কিনা এক কিশোরকে।

একদল স্কুল পড়ুয়া বসে আছে একসঙ্গে। কিন্তু এঁদের মধ্যমণি কে চিনতে পারছেন? সে কি পারলেন না? আচ্ছা একটু হিন্ট দিচ্ছি, দেখুন তো এবার পারেন কিনা। ইনি টলিউডের একজন নামকরা অভিনেতা। না, কেবল অভিনেতা ভুল হবে। তিনি একজন পরিচালকও বটে! আবার গানটিও মন্দ গান না। সমান্তরাল ছবির একটি গান তাঁর গলায় ভীষণই বিখ্যাত হয়েছিল। এবার পারলেন চিনতে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, ইনি হলেন পরমব্রত চট্টোপাধ্যায়।

ফেসবুকে অভিনেতার এই ছবিটি রীতিমত ভাইরাল হয়েছে। এখানে তাঁকে স্কুলের পোশাকে বসে থাকতে দেখা যাচ্ছে তাঁর সহপাঠীদের সঙ্গে। তাঁর পরনে রয়েছে ছাই রঙের প্যান্ট এবং শার্ট। ডান হাতে একটি ঘড়ি পরে আছেন তিনি। পর্দার একদা ফেলুদার এই ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়েছে। তখন কেউ ভেবেছিল আজকের দিনে এই অভিনেতা টলিউড টু বলিউড সর্বত্র চুটিয়ে কাজ করবেন! পাবেন অসীম পরিচিতি? হয়তো না। কিন্তু এখন তাঁর এই স্কুলবেলার ছবি দেখে মুগ্ধ হয়েছে তাঁর সমস্ত অনুরাগীরা।

অভিনেতার এই ভাইরাল হওয়া ছবিতে তাঁর অগণিত ভক্তরা কমেন্ট করেছেন। কারও মতে পরমব্রত চট্টোপাধ্যায়ের মুখের আদল নাকি এতটুকু বদলায়নি। কেউ কেউ অবশ্য ছবি দেখার পরও সন্দিহান ছিলেন তাই প্রশ্ন করেছেন, 'ইনি কি পরম দা?'

পরমব্রত চট্টোপাধ্যায় নাকি এখন অভিনয় জগতে যতটা ফ্যামাস ততটাই নাকি তিনি ফেমাস ছিলেন তাঁর স্কুলেও। তবে এই ভাইরাল হওয়া ছবিটি নিয়ে অভিনেতা কিছুই জানাননি এখনও।

পরমব্রত চট্টোপাধ্যায়ের নতুন ছবি হাওয়া বদল ২ আসছে। হাওয়া বদল ছবিটি দর্শকদের মধ্যে বিপুল জনপ্রিয় হয়েছিল। মাঝে বেশ কয়েক বছরের বিরতি রেখে এই ছবির দ্বিতীয় ভাগ আসছে। জানা গিয়েছে শীঘ্রই নাকি এই ছবির কাজ শুরু হবে। অন্যদিকে ইশা সাহার সঙ্গে প্রথমবার জুটি বেঁধে প্রথমবার বড়পর্দায় কিছুদিন আগে ধরা দিয়েছিলেন ঘরে ফেরার গান ছবিতে। যদিও বক্স অফিসে তেমন সাড়া পায়নি এই ছবি।

এছাড়া তাঁকে আগামীতে পুলিশের ভূমিকায় দেখা যাবে। শিবপুর ছবিতে তাঁকে দেখা যাবে, এটি একটি পলিটিক্যাল থ্রিলার ঘরানার ছবি। এখানে উঠে আসবে ৮০ এর দশকের রাজনৈতিক প্রেক্ষাপটের কথা। পরমব্রত চট্টোপাধ্যায় এই ছবির অফিসিয়াল পোস্টার পোস্ট করে জানান, ২০২৩ এর গরমে আসছে শিবপুর। তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় এই ছবির অফিসিয়াল পোস্টার পোস্ট করেন। সেখানে লেখেন, 'শিবপুরের অফিসিয়াল পোস্টার প্রকাশ্যে এল। এই গ্রীষ্মেই মুক্তি পাচ্ছে ছবিটি।'

বন্ধ করুন