বাংলা নিউজ > বায়োস্কোপ > Cannes Film Festival 2023- মেনস্ট্রুয়েশন নিয়ে বিশেষ বার্তা, কানে ভারতের হয়ে লড়বে কলকাতার ছেলের সিনেমা

Cannes Film Festival 2023- মেনস্ট্রুয়েশন নিয়ে বিশেষ বার্তা, কানে ভারতের হয়ে লড়বে কলকাতার ছেলের সিনেমা

কানে ভারতের হয়ে লড়বে কলকাতার ছেলের সিনেমা

Cannes Film Festival 2023- ১৬ মে শুরু থেকে শুরু হয়ে গিয়েছে ২০২৩ সালের কান ফিল্ম ফেস্টিভ্যাল। এবারের এই চলচ্চিত্র উৎসবে কলকাতার একটি ছেলের শর্ট ফিল্ম প্রতিযোগিতায় সামিল হবে।

ইতিমধ্যেই ফ্রান্সে শুরু হয়ে গিয়েছে কান ফিল্ম ফেস্টিভ্যাল (Cannes Film Festival)। ১৬ মে শুরু হয়েছে এই অনুষ্ঠান চলবে আগামী ২৭ মে পর্যন্ত। আর এই চলচ্চিত্র উৎসবেই প্রদর্শিত হবে এই বাংলার, বলা ভালো এই শহরের একটি ছেলের শর্ট ফিল্ম।

৭৬ তম কান ফিল্ম ফেস্টিভ্যালে একমাত্র ভারতীয় ছবি আনুষ্ঠানিক ভাবে প্রতিযোগিতায় নেমেছে সেটা হল কলকাতার একটি ছেলের মারাঠি ছবি, নাম নেহেমিচ। এই ছবিতে সাক্ষী দীঘি, ভক্তি মাকারণ্ড আথাওয়ালে এবং গান্ধারা গুলওয়েলকরকে দেখা যাবে। এই শর্ট ফিল্মে তুলে ধরা হবে পিরিয়ডসের নানা কথা। এখানে 'আমায় একটি কাক ছুঁয়ে ফেলেছে' এই কথাটিকে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে।

পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রাক্তনী যুধাজিৎ বসু (Yudhajit Basu) এবং তাঁর সহ লেখক পৃথ্বিজয় গঙ্গোপাধ্যায়ের ছবি নেহেমিচ প্রতিযোগিতায় নামবে কান ফিল্ম ফেস্টিভ্যালে। এটা সেখানকার লা সিনেফ বিভাগে প্রতিযোগিতা করবে আরও ১৪টি ফিকশন এবং দুটো অ্যানিমেশন ছবির সঙ্গে। বিশ্বের বিভিন্ন ফিল্ম স্কুলের তরফে ২০০০ -এর বেশি আবেদন জমা পড়েছিল এবার। তার মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে তাঁর এই ছবিটিকে।

এই ছবিতে দেখা যাবে মহারাষ্ট্রের গাদচিরোলি জেলায় এক মহিলার মৃত্যু ঘটেছে। মাসের সেই বিশেষ দিনগুলোতে তিনি যখন আলাদা 'মাসিক কুঁড়ে ঘরে' একা থাকতেন তখন তবে মৃত্যু হয়। যুধাজিৎ অত্যন্ত দক্ষতার সঙ্গে রিসার্চ করে ছবি তুলে ধরতে চেয়েছেন যে এখনও নেপাল এবং মহারাষ্ট্রে কীভাবে মহিলাদের পিরিয়ড হলে তাঁদের অশুচি মনে করা হয়, এক ঘরে করে রাখা হয়। এখানে আমার পিরিয়ড হয়েছে কথাটিও উল্লেখ করা হয় না। উল্টে বলা হয়, 'আমার কাক ছুঁয়ে ফেলেছে।' এটা যেন একটা কোড ওয়ার্ড। পরিচালক জানিয়েছেন তিনি অনেককে জিজ্ঞেস করার পরও এর অর্থ বুঝতে পারেননি যে কেন পিরিয়ডকে কাকের সঙ্গে তুলনা করা হয়। আর সেই কারণেই এই প্রশ্নটিকে তিনি তাঁর ছবিতে তুলে ধরতে চেয়েছেন।

এই ছবিতে একই সঙ্গে মহামারীর প্রেক্ষাপটকে তুলে ধরতে চাওয়া হয়েছে। তিনি বোঝাতে চেয়েছেন এই মহিলারা যাঁরা বছরের পর বছর ধরে মাসের একটা বিশেষ সময় এক ঘরে হয়ে থাকেন আজ তাঁদের মতো গোটা বিশ্ব একটা রোগের কাছে হেরে যে যার মতো এক ঘরে হয়ে গিয়েছে। এই ছবিতে অত্যন্ত দক্ষতার সঙ্গে বেদনাদায়ক কোনও ছবি এবং রক্তের দাগ লাগা বেড কভারের ছবিকে এড়িয়ে যাওয়া হয়েছে।

বায়োস্কোপ খবর

Latest News

অত ইংরেজি বুঝি না! টালার প্রাক্তন ওসির পাশে দাঁড়ানোর পরে সাফাই CPIM কাউন্সিলরের মাঠে বুঝি, মাঠের বাইরের নয়:- রোহিতের কমিউনিকেশন স্টাইল নিয়ে ঋষভ পন্ত গায়ে উর্দি, মাথায় জোকারের টুপি, TMC নেতার জন্মদিনের পার্টিতে হাজির পুলিশ কর্মী শুক্রর তুলায় প্রবেশ, ৫ রাশির জীবনে বাড়বে প্রেম, দেখুন সাপ্তাহিক প্রেম রাশিফল আগামী সপ্তাহে আরও একটা নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে পণ্ড হতে পারে পুজোর প্রস্তুতি আরজি কর নিয়ে প্রতিবাদ এবার ইন্ডিয়াজ বেস্ট ডান্সারের মঞ্চে, মন্ত্রমুগ্ধ বিচারকার ভয় পেয়েছে বলে নির্লজ্জশ্রী আমাদের ট্যাক্সের টাকায় ২১টা আইনজীবী পুষছে: অপূর্ব দিল্লিতে ট্রাক চালকের সঙ্গে মারামারি করেছিলেন গৌতম গম্ভীর- আকাশ চোপড়ার বড় দাবি ছুটি কাটাতে কিমকে নিমন্ত্রণ, নজরে পাকিস্তান, ট্রাম্পকে ‘মারতে চাওয়া’ রায়ান কে? ভাদ্রপদ পূর্ণিমাকে কেন বিশেষ মানা হয়? জেনে নিন এই দিন স্নান দান পুজোর শুভ সময়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.