ইতিমধ্যেই ফ্রান্সে শুরু হয়ে গিয়েছে কান ফিল্ম ফেস্টিভ্যাল (Cannes Film Festival)। ১৬ মে শুরু হয়েছে এই অনুষ্ঠান চলবে আগামী ২৭ মে পর্যন্ত। আর এই চলচ্চিত্র উৎসবেই প্রদর্শিত হবে এই বাংলার, বলা ভালো এই শহরের একটি ছেলের শর্ট ফিল্ম।
৭৬ তম কান ফিল্ম ফেস্টিভ্যালে একমাত্র ভারতীয় ছবি আনুষ্ঠানিক ভাবে প্রতিযোগিতায় নেমেছে সেটা হল কলকাতার একটি ছেলের মারাঠি ছবি, নাম নেহেমিচ। এই ছবিতে সাক্ষী দীঘি, ভক্তি মাকারণ্ড আথাওয়ালে এবং গান্ধারা গুলওয়েলকরকে দেখা যাবে। এই শর্ট ফিল্মে তুলে ধরা হবে পিরিয়ডসের নানা কথা। এখানে 'আমায় একটি কাক ছুঁয়ে ফেলেছে' এই কথাটিকে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে।
পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রাক্তনী যুধাজিৎ বসু (Yudhajit Basu) এবং তাঁর সহ লেখক পৃথ্বিজয় গঙ্গোপাধ্যায়ের ছবি নেহেমিচ প্রতিযোগিতায় নামবে কান ফিল্ম ফেস্টিভ্যালে। এটা সেখানকার লা সিনেফ বিভাগে প্রতিযোগিতা করবে আরও ১৪টি ফিকশন এবং দুটো অ্যানিমেশন ছবির সঙ্গে। বিশ্বের বিভিন্ন ফিল্ম স্কুলের তরফে ২০০০ -এর বেশি আবেদন জমা পড়েছিল এবার। তার মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে তাঁর এই ছবিটিকে।
এই ছবিতে দেখা যাবে মহারাষ্ট্রের গাদচিরোলি জেলায় এক মহিলার মৃত্যু ঘটেছে। মাসের সেই বিশেষ দিনগুলোতে তিনি যখন আলাদা 'মাসিক কুঁড়ে ঘরে' একা থাকতেন তখন তবে মৃত্যু হয়। যুধাজিৎ অত্যন্ত দক্ষতার সঙ্গে রিসার্চ করে ছবি তুলে ধরতে চেয়েছেন যে এখনও নেপাল এবং মহারাষ্ট্রে কীভাবে মহিলাদের পিরিয়ড হলে তাঁদের অশুচি মনে করা হয়, এক ঘরে করে রাখা হয়। এখানে আমার পিরিয়ড হয়েছে কথাটিও উল্লেখ করা হয় না। উল্টে বলা হয়, 'আমার কাক ছুঁয়ে ফেলেছে।' এটা যেন একটা কোড ওয়ার্ড। পরিচালক জানিয়েছেন তিনি অনেককে জিজ্ঞেস করার পরও এর অর্থ বুঝতে পারেননি যে কেন পিরিয়ডকে কাকের সঙ্গে তুলনা করা হয়। আর সেই কারণেই এই প্রশ্নটিকে তিনি তাঁর ছবিতে তুলে ধরতে চেয়েছেন।
এই ছবিতে একই সঙ্গে মহামারীর প্রেক্ষাপটকে তুলে ধরতে চাওয়া হয়েছে। তিনি বোঝাতে চেয়েছেন এই মহিলারা যাঁরা বছরের পর বছর ধরে মাসের একটা বিশেষ সময় এক ঘরে হয়ে থাকেন আজ তাঁদের মতো গোটা বিশ্ব একটা রোগের কাছে হেরে যে যার মতো এক ঘরে হয়ে গিয়েছে। এই ছবিতে অত্যন্ত দক্ষতার সঙ্গে বেদনাদায়ক কোনও ছবি এবং রক্তের দাগ লাগা বেড কভারের ছবিকে এড়িয়ে যাওয়া হয়েছে।