কদিন আগেই মুক্তি পেয়েছে খাদান ছবিটির প্রি-ট্রেলার লঞ্চ। সেখানেই হাজির ছিলেন দেবের এক বিশেষ ভক্ত। প্রি-ট্রেলার লঞ্চের শেষে অভিনেতার সঙ্গে দেখা হতেই কী কাণ্ড ঘটালেন সেই ব্যক্তি?
কী ঘটেছে খাদান ছবির প্রি-ট্রেলার লঞ্চে?
এদিন টলি অনলাইনের তরফে একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে খাদান ছবিটির প্রি-ট্রেলার লঞ্চে দেবের এক বিশেষ ভাবে সক্ষম ভক্ত এসেছিলেন। খাদান ছবিটির প্রি-ট্রেলার লঞ্চের পর তিনি দেবের সঙ্গে দেখা করেন। শুধু দেখা নয়, রীতিমত আনন্দ এবং উচ্ছ্বাসে ফেটে পড়েন সেই ব্যক্তি। ভক্তের থেকে এত ভালোবাসা পেয়ে আবেগঘন হয়ে পড়েন খোদ অভিনেতাও। তিনিও সেই ব্যক্তিকে বুকে টেনে জড়িয়ে ধরেন। তাঁদের এদিন একসঙ্গে ক্যামেরার জন্য পোজ দিতেও দেখা যায়।
জানা গিয়েছে দেবের সঙ্গে দেখা করবেন বলেই সেই ব্যক্তি খাদানের প্রিট্রেলারে হাজির হয়েছিলেন। তিনি সেই ব্যারাকপুর থেকে এসেছিলেন এদিনের এই অনুষ্ঠানে।
কে কী বলছেন?
এই ভিডিয়ো ভাইরাল হতেই এক ব্যক্তি লেখেন, 'দুজনের চোখে যেন স্পষ্ট ভালো লাগার এই মুহূর্তটা এবং আনন্দে আবেগঘন হয়ে যাওয়াটা।' আরেকজন লেখেন, 'একজন ভালো মনের মানুষ। নিষ্পাপ আত্মা।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'কী ভীষণ মাটির মানুষ। ভালো থাকুন আপনি।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'আপনি এমনি এমনি সুপারস্টার নন। এই কারণেই।'
খাদান ছবিটি প্রসঙ্গে
খাদান ছবিটি এই মাসে অর্থাৎ ডিসেম্বরের ২০ তারিখ মুক্তি পাবে। মুখ্য ভূমিকায় থাকবেন দেব এবং যিশু। সঙ্গে অন্যান্য চরিত্রে থাকবেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। সদ্যই ছবির দুটো গান মুক্তি পেয়েছে হায় রে বিয়ে এবং রাজার রাজা। প্রকাশ্যে এসেছে একাধিক চরিত্রদের লুক। ছবিতে অনির্বাণ চক্রবর্তীকে দেখা যাবে মান্ডির চরিত্রে। অন্যদিকে ইধিকা পাল থাকবেন লতিকার চরিত্রে। বরখা এবং স্নেহাকে যথাক্রমে দেখা যাবে যমুনা এবং রেখার চরিত্রে। ছবিটির পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলিয়েছে।