গণেশ চতুর্থী চলে গিয়েছে। ৭ সেপ্টেম্বর ছিল গণেশ চতুর্থী। কিন্তু বাপ্পা এবং তাঁকে ঘিরে হইচই এখনও চলছে। কেবল মুম্বই নয়, বাংলারও বিভিন্ন প্রান্তে ধুমধাম করে চলছে সিদ্ধিদাতার পুজো। বিভিন্ন ধরনের জিনিস উৎসর্গ করা হচ্ছে তাঁকে। এর মধ্যে অবশ্যই রয়েছে তাঁর পছন্দের লাড্ডু এবং মোদক। কিন্তু তাই বলে ৫০০ কিলোর মোদক উৎসর্গ করা হল গণেশকে! কোথায় ঘটল এমনটা?
কী ঘটেছে?
পশ্চিমবঙ্গের একটি জায়গায় মিষ্টির দোকানে ৫০০ কিলোর লাড্ডু বানানো হয়েছে। ANI এর তরফে সেই বিশালাকার লাড্ডুর ছবি প্রকাশ্যে আনা হয়েছে। এই লাড্ডুর উপরে আবার একটা ছোট্ট গণেশের মূর্তি রাখা হয়েছে। শুধুই কি তাই? এই লাড্ডুকে সাজানোর জন্য ব্যবহার করা হয়েছে কাজু বরফি, বিভিন্ন ড্রাই ফ্রুটস যেমন কাজু, ইত্যাদি। ভাবছেন কোথায় ঘটেছে এটা? কলকাতার ভবানীপুর এলাকায় এমনটা ঘটেছে।
আরও পড়ুন: এ যেন অন্য প্রতিবাদ! নেই স্লোগান, নেই নড়াচড়া, পথে বসে হীরক রাজার দেশে দেখল বনগাঁ
এই বিষয়ে মিষ্টির দোকানের মালিক জানিয়েছেন, 'আমাদের উৎসবের মরশুম শুরু হয় গণেশ চতুর্থী দিয়ে। তাই এটা একটা খুব ভালো দিন যেদিন নতুন কিছু শুরু করা যায়। আমাদের দোকান প্রায় ১৪০ বছরের পুরোনো। আমরা গণেশকে উৎসর্গ করার জন্য এই ৫০০ কিলোর লাড্ডু বানিয়েছি।'
তবে কেবল বাংলায় নয়। গুজরাটে এই উৎসব উপলক্ষে লাড্ডু খাওয়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। যদিও এটাই প্রথমবার নয়। তাঁরা এই প্রতিযোগিতা ১৬ বছর ধরে একটানা চলে আসছে। এই বছর তাতে ৪৯ জন অংশ নিয়েছেন। এঁদের মধ্যে ৩৩ জন পুরুষ, ৬ জন মহিলা এবং ১০ জন শিশু আছেন। এখানে প্রতিযোগিতার জন্য যে লাড্ডু রাখা হয় সেগুলো এক একটা ১০০ গ্রাম ওজনের।