সদ্যই শনিবার টলিউডের এক কেশসজ্জা শিল্পী আত্মহত্যার চেষ্টা করেন। অভিযোগ করেন গিল্ডের তরফে তাঁকে হেনস্থা করা হচ্ছিল। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এদিন জানা যায় এক অভিনেত্রীকে হেনস্থা করেন এক টেকনিশিয়ান। ঠিক কী ঘটেছে?
আরও পড়ুন: হেয়ার স্টাইলিস্টকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ! গিল্ডের ১১ সদস্যের নামে দায়ের হল FIR
কী জানা গেল?
শুক্রবার ২০ সেপ্টেম্বর একটি মেগা সিরিয়ালের নায়িকাকে হেনস্থা করেন এক টেকনিশিয়ান। নায়িকাদের জন্য যে বাথরুম থেকে এদিন সেখানেই গিয়েছিলেন তিনি, এমনটাই জানা গিয়েছে। তখনই একটি ফাটল দিয়ে সেই নায়িকার গোপনে ভিডিয়ো তোলার চেষ্টা করেন সেই অভিযুক্ত টেকনিশিয়ান। এরপর নায়িকা অভিযোগ করতেই শোরগোল পড়ে যায়।
যদিও জানা যায়, প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সম্ভব হয়নি। শনিবারও বন্ধ হয়ে যায় কাজ। এমন অভিযোগ ওঠার পরই আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছেন অভিযুক্তের সদস্য পদ খারিজ করে দেওয়া হয়েছে।
অন্যদিকে ব্লুজ প্রোডাকশন হাউজের কর্ণধার তথা এই সিরিয়ালের প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, তিনি অসুস্থ। তাঁর জ্বর হয়েছে। বাড়িতেই ছিলেন তিনি। তবে খবর পেতেই শ্যুটিং বন্ধ করে দেন দিন। নায়িকাও বিধ্বস্থ হয়ে পড়েন। তবে তিনি কিছুটা ধাতস্থ হওয়ার পর রবিবার থেকে পুনরায় শ্যুটিং শুরু হয়। যদিও প্রযোজক জানান অভিযুক্ত টেকনিশিয়ান বহুদিন ধরেই কাজ করছেন, কখনই তাঁর এমন আচরণ এর আগে তাঁরা দেখেননি।
আরও পড়ুন: KBC-তে শ্রেয়ার কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত শুনে মুগ্ধ অমিতাভ!
প্রসঙ্গত শনিবার গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহননের চেষ্টা করেন এক কেশসজ্জা শিল্পী। অভিযোগ কর্মক্ষেত্রে হেনস্থার শিকার হয়েছেন তিনি। রবিবার হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এই কেসের। গিল্ডের ১১ জন কর্মকর্তার বিরুদ্ধে এদিন অভিযোগ দায়ের করা হয় যে তাঁরাই কর্মক্ষেত্রে কেশ সজ্জা শিল্পীকে হেনস্থা করেছিলেন। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়ে গিয়েছে বলেও জানানো হয় পুলিশের তরফে। আত্মহননের চেষ্টার আগে সেই শিল্পী তাঁর সহকর্মীদের উদ্দেশ্যে একটি অডিও বার্তাও দেন। সেখানেই তিনি জানান যে তিনি একটি অন্যায় করায় তাঁকে ৩ মাস সাসপেন্ড করা হয়। তিনি সেটা মেনেও নেন। এই ৩ মাসে তাঁর অনেক দেনা হওয়ায় অসুস্থ বরের চিকিৎসা এবং মেয়ের পড়াশোনার খরচ চালাতে তিনি বাইরে কাজ শুরু করেন। কিন্তু তাঁকে সেই কাজ করতে দেওয়া হয়নি। বলা হয় গিল্ড থেকে যা দেওয়া হবে সেই কাজ করতে হবে। এমন অবস্থায় তিনি আত্মহত্যা করতে যান বলেই জানান।