ভারতের অন্যান্য শহরের মতোই কলকাতাতেও প্রান্তিক লিঙ্গের মানুষেরা নিজেদের অধিকারের দাবিতে নানা সময় সরব হয়েছেন। সমাজে ধীরে ধীরে বদল এলেও এখনও অনেক ক্ষেত্রেই ছুঁতমার্গ দেখা যায় রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে। কিন্তু এদিন যে ঘটনার কথা প্রকাশ্যে এসেছে সেটা শুনে শিউরে উঠেছেন অনেকেই।
কী ঘটেছে?
এদিন প্রিয়দর্শনীন চিত্রাঙ্গদা নামক একজন প্রোফাইলের তরফে এই ভয়াবহ ঘটনার বিবরণ দিয়ে পোস্ট করা হয়। সেখানেই তিনি লেখেন, 'কলকাতা নিরাপদ নয় প্রান্তিক এবং রূপান্তরকামী মানুষদের জন্য। আজ যোধপুর পার্কের রিলায়েন্স স্মার্ট পয়েন্টের কাছে একটা ভিড় রূপান্তরকামী এক পুরুষের উপর হামলা করে। তাঁর চুল টানা হয়। তাঁকে ধরে টানা হেঁচড়া করে। হেলমেট দিয়ে মারা হয়।'
আরও পড়ুন: জমাটি অ্যাকশনেও দুর্বল প্রথম ভাগ, শিউরে ওঠা সেকেন্ড হাফে তাক লাগালেন ভিকি! কেমন হল ছাবা?
তিনি এদিন আরও জানান আরও বেশি সংখ্যক পুরুষ এবং মহিলা ডেকে তাঁরা সেই রূপান্তরকামী মানুষদের উপর আরও অত্যাচার চালায়। গোটা ঘটনায় নীরব দর্শক হয়ে থাকে উক্ত প্রতিষ্ঠান, এমনটাই অভিযোগ প্রিয়দর্শিনীর। তিনি জানিয়েছেন এটা প্রথম ঘটনা নয়। আগেও এক জিনিস ঘটেছে।
তাঁর কথায়, এটাই পুরুষতন্ত্র। এই সমাজ তাঁদের চুপ করিয়ে রাখতে, মুছে ফেলতে চায় তাঁদের। কিন্তু তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে তাঁরা সেটা হতে দেবেন না। অনেকেই এদিন এই ঘটনা জানতে পেরে কমেন্ট বক্সেই প্রতিক্রিয়া জানিয়েছেন। জানিয়েছেন তাঁরা পাশে আছেন।
আরও পড়ুন: ২ মাসের শিশুর ১৬ কোটির ইনজেকশন নিয়ে মজা! ভাইরাল সময় রায়নার পুরনো ভিডিয়ো, নেটপাড়া বলছে, ‘অমানবিক’
অভিনেতা তথা বাচিক শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় লেখেন, 'এসব কী!' কেউ আবার লেখেন, 'শুনেই তো গায়ে কাঁটা দিল। কী ভয়ঙ্কর।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'তোমাদের পাশে আছি। ভীষণ খারাপ লাগল শুনে।'