আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে পথে নেমেছে সাধারণ মানুষ। স্কুল, কলেজের ছাত্র ছাত্রীদেরও পথে নামতে দেখা গিয়েছে। তেমন একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যে অন্যতম হল এটি। এখানে বেশ কিছু কলেজ ছাত্রীকে পুলিশ, সরকার এবং অপরাধীদের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে মমতাকে একহাত নিলেন জিতু, বললেন, 'ভোটে জিতেছেন মানেই যা ইচ্ছে আইন তৈরি করবেন?'
কী দেখা যাচ্ছে ভাইরাল ভিডিয়োতে?
সম্প্রতি যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে বেশ কিছু কলেজ ছাত্রী জড়ো হয়েছে পথে। তাঁদের মধ্যে একজন মূল স্লোগান তুলছেন। বাকিরা তাঁর সঙ্গে গলা মেলাচ্ছেন। সেই ছাত্রী বলে ওঠেন , 'দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে? পথে এসে লড়তে হবে। ধিক ধিক ধিক্কার মানুষ রূপে জানোয়ার।' একই সঙ্গে তাঁরা We want justice বা justice for RG Kar স্লোগানও দেন।
আরও পড়ুন: ২০০৯ সালে যৌন নিগ্রহের শিকার হন, ১৫ বছর পর ইমেল মারফত রণজিতের নামে পুলিশে অভিযোগ দায়ের শ্রীলেখার
এদিন তাঁদের এই ভিডিয়ো এক ব্যক্তি পোস্ট করে লেখেন, 'কতটা ক্ষোভ, ঘৃণা, নিরাশার জ্বালা পাঁজরে দীর্ঘদিন ধরে সহ্য করলে তবে এই অভিব্যক্তি সম্ভব! তিলোত্তমার বিচার হোক। যে যেখানে লড়ে যায় আমাদেরই লড়া।'
আরও পড়ুন: 'সামনে দেখলে থুতু ছেটাবেন', আরজি করের বিচার চেয়ে পথে নেমে কাদের নিশানা করলেন মীর?
আরও পড়ুন: টলিউড আদতে 'মিষ্টি মোড়কে যৌনপল্লি', দাবি ঋতাভরীর, মমতার কাছে কী আবেদন করলেন 'ফাটাফাটি' অভিনেত্রী?
প্রসঙ্গত মঙ্গলবার, ২৭ অগস্ট ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান চলছে। ইতিমধ্যেই প্রতিবাদী মিছিলের সঙ্গে পুলিশের দফায় দফায় খণ্ড যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। বিক্ষোভকারীদের কোথাও কোথাও ব্যারিকেড ভাঙতে দেখা যায়। কোথাও আবার তাঁদের ছোঁড়া ইটে মাথা ফাটে পুলিশের। পুলিশও তাঁদের পিছু হটাতে কাঁদানে গ্যাস ছোঁড়ে। বাদ যায়নি জল কামান, লাঠি চার্জ।