আরজি কর মেডিকেল কলেজে এক তরুণী ডাক্তারের মৃত্যুকে ঘিরে উত্তাল গোটা বাংলা। প্রতিবাদে সামিল সাধারণ থেকে তারকারা। শুধু নৃশংস ভাবে খুনই করা হয়নি তাঁকে, ধর্ষণও করা হয়। আর সেকথা জানার পর থেকেই শান্ত থাকতে পারছে না কেউ! তবে প্রতিবাদের ভাষা এমন হোক, তা বোধহয় কেউই চান না!
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল। যেখানে এক মহিলা সামনে জড়ো হওয়া পুলিশ ও সেনাকর্মীদের দিকে তাকিয়ে প্রতিবাদে সরব হয়েছে। তবে তিনি প্রতিবাদের ভাষা হিসেবে এমনকিছু শব্দ ব্যবহার করেছেন, যা সুস্থ সমাজে কাম্য নয় কখনোই।
একা আসেননি তিনি, কোলে ছোট্ট ছেলে। আর নিজের সন্তানকে কোলে নিয়েই তিনি চিৎকার করে বলছেন, ‘আপনারা বিক্ষোভ করুন। পুলিশকে দেওয়া অর্ডার মানবেন না। বিবেক জাগান আপনারা। নাহলে নিজেদের সন্তানকে গিয়ে রেপ (ধর্ষণ) করুন। নিজের মেয়েকে গিয়ে রেপ করুন। কারণ আপনারাও এক-একটা ধর্ষক। ম্যাডাম আপনিও ধর্ষক (এক মহিলা পুলিশ অফিসারকে উদ্দেশ্য করে)। যান আপনাদের বাড়ির মেয়েকে ধর্ষণে সহায়তা করুন। যাদের বাড়িতে ছোট ছোট মেয়ে আছে, তারা সবাই বাড়ি গিয়ে সন্তানদের ধর্ষণ করুন। আপনারাই ধর্ষক। যারা মুখে কুলুপ এটে থাকে তারাই ধর্ষক।’
‘এই চক্রান্তের বিরুদ্ধে আপনারা সরব হতে পারছেন না, লজ্জা-ধিক্কার। যখন বাড়িতে আপনাদের সন্তানরা জিজ্ঞাসা করবে না, রেপ মানে কী? দেবেন উত্তরটা। কেন ডাক্তার আন্টিকে মরতে হল। এই ছোট বাচ্চাটা (নিজের কোলের ছেলেকে দেখিয়ে) ডাক্তার আন্টিকে মারল কে, কী জবাব দেব? আপনি পারবেন জবাব দিতে? (নিজের বাচ্চাকে দেখিয়ে) এই বাচ্চাটাকে একটু বলুন না রেপ মানে কী।’, বলতে থাকেন সেই মহিলা।
যদিও নিজেদের তদন্তের জন্য কলকাতা পুলিশকে তিরস্কার জানিয়েছে আদালত। এমনকী, তাদের হাত থেকে তদন্তভার তুলে দেওয়া হয়েছে শাসক দলের হাতে। অভিযোগ, প্রমাণ নয়ছয় করেছেন তাঁরা। বিনীত গোয়েলের দিকে উঠছে আঙুল। এমনকী, ১৪ অগস্ট আরজি কর মেডিকেল কলেজে হওয়া দুস্কৃতীদের ভাঙচুর বন্ধ করতেও ব্যর্থ হয় পুলিশ। উলটে নিরীহ আন্দোলনকারীদের দিকে কাঁদানে গ্যাস ছোড়ারও অভিযোগে বিদ্ধ তাঁরা। তবে সেই মানুষগুলোর পরিবার, বিশেষ করে ফুলের মতো কন্যা সন্তানদের এভাবে বলা আদৌ কি সঠিক, প্রশ্ন তুলে দিল এই ভিডিয়ো।
বি.দ্র.- এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।