অক্ষয় কুমারের প্রথম মারাঠী ছবির সেটে বড় দুর্ঘটনা। দুর্গ থেকে পড়ে মৃত্যু হয় এক কুশলীর। জানা যাচ্ছে মহারাষ্ট্রের কোলাপুরে পানালা দুর্গে চলছিল ছবির শ্যুটিং। পানালা দুর্গের সজ্জা কোঠি থেকে ১০০ ফুট নিচে পড়ে যান নগেশ প্রশান্ত খোবারে। মাথায় গুরুতর চোট লাগে তাঁর। জানা যাচ্ছে টানা ১০ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এরপর ২৮ মার্চ মৃত্যু হয় নগেশ প্রশান্ত খোবারের।
কোলাপুরে 'বেদত মারাঠা বীর দৌদলে সাত' ছবির শ্যুটিং করছেন অক্ষয় কুমার। ছবির পরিচালক মহেশ মঞ্জরেকর। আর অক্ষয় অভিনয় করছেন ছত্রপতি শিবাজি মহারাজের চরিত্রে। জানা যাচ্ছে ছবির প্রয়োজনে আনা ঘোড়ার যত্ন নেওয়ার জন্য আনা হয়েছিল নগেশ প্রশান্ত খোবারেকে। সূত্রে খবর মোবাইলে ব্যস্ত হয়ে পড়েন তিনি। অন্যমনস্ক হওয়ার কারণেই দুর্গ থেকে পড়ে যান। শুধু মাথায় নয়, নগেশের বুকেও আঘাত লাগে বলে খবর।
আরও পড়ুন-শুধু প্রস্থেটিকে চেহারা বদলালেই হবে, অভিনয়টাতেও বদল দরকার! হচ্ছে কই?: অম্বরীশ
আরও পড়ুন-সুহানাকে অগস্ত্যর চুমু, শাহরুখ কন্যার সঙ্গে অমিতাভের নাতির প্রেম তবে জমে উঠেছে?
আরও পড়ুন-'আদিলের ও আমার ডিভোর্সটা হয়েই যাচ্ছে, খুব শীঘ্রই আমি মুক্তি পাব', বলছেন রাখি
এদিকে ঘটনায় প্রযোজনা সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নগেশ প্রশান্ত খোবারের পরিবার। তাঁদের দাবি প্রযোজনা সংস্থা হাসপাতাল খরচ দেবে বলে জানালেও তা শেষপর্যন্ত দেয়নি। যদিও এবিষয়ে প্রযোজনা সংস্থার তরফে এখনও কিছু জানানো হয়নি।