বাংলা নিউজ > বায়োস্কোপ > Viral Video: স্টেশনে দাঁড়িয়ে অবলীলায় একটার পর একটা গান গাইছেন এক তরুণ, ভাইরাল হল ভিডিয়ো

Viral Video: স্টেশনে দাঁড়িয়ে অবলীলায় একটার পর একটা গান গাইছেন এক তরুণ, ভাইরাল হল ভিডিয়ো

হাসনাবাদ স্টেশনে উদাত্ত কণ্ঠে গান তরুণের

Viral Video: রানু মণ্ডল থেকে ভুবন বাদ্যকারের স্মৃতি ফেরাল অমিত। স্টেশনে দাঁড়িয়ে একটার পর একটা গান গেয়ে মুগ্ধ করলেন সকলকে। দেখুন সেই ভিডিয়ো।

বছরের শুরুতেই ফের গান গেয়ে ভাইরাল হলেন এক যুবক। নিছকই বন্ধুদের সঙ্গে মিলে হাসনাবাদ স্টেশনের প্ল্যাটফর্মে গান গাইছিলেন তিনি। তখনই তাঁর গান শুনে অনেকে সেখানে দাঁড়িয়ে পড়েন। কেউ কেউ আবার সেটার ভিডিয়ো করেন। পরবর্তীকালে সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্ট করা হলে নিমেষে ভাইরাল হয় সেই পোস্ট।

যাঁর গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর নাম অমিত ঘোষাল। একটি সোয়েট শার্ট এবং টুপি পরে অবলীলায় একটার পর একটা গান গেয়ে যান তিনি। হিন্দি ছবির জনপ্রিয় গান হোক বা বাংলা ব্যান্ডের সবই দরাজ কণ্ঠে গেয়ে চলে তিনি।

সোশ্যাল মিডিয়ার কল্যাণে আরও একটি ট্যালেন্টের সন্ধান পেল বাংলা। এদিন তাঁকে ‘আজা নাচলে’ ছবির ‘ওরে পিয়া’ গানটি গাইতে দেখা যায়। সরগমের জায়গাটি তিনি এতটাই সুন্দর করে গেয়েছেন যে সকলেই মুগ্ধ হয়েছেন।

এরপর তাঁকে ‘রা-ওয়ান’ ছবি থেকে ‘ভারে নয়না’ গাইতে শোনা যায়। এবং সব শেষে গান রূপম ইসলাম তথা ফসিলসের ‘ভূত আর তিলোত্তমা’। স্টেশন চত্বরে তাঁর গান শুনতে বেশ ভিড় জমে যায়।

সাধারণ মানুষ তো বটেই। বহু সেলেবরাও এই পোস্টটি শেয়ার করেছেন। অনেকেই তাঁকে উৎসাহ দিয়েছেন। অমিত ঘোষাল বারাসাতের বাসিন্দা। তাঁর একটি ইউটিউব চ্যানেল আছে।

তবে এই প্রথমবার নয়, এর আগেও খুব সাধারণভাবেই এমনই এক ভাইরাল ভিডিয়ো থেকেই দুই রত্নকে খুঁজে পেয়েছিল দেশ। দুজনেই দারুন জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এক রানু মণ্ডল, দুই ভুবন বাদ্যকার। এবার কি তবে অমিত ঘোষালের পালা? রানু মণ্ডল হিমেশ রেশামিয়ার সঙ্গে একটি ছবিতে গান গেয়েছিলেন। অন্যদিকে ভুবন বাবুর কাঁচা বাদাম গত বছর সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল।

বন্ধ করুন