বাংলা নিউজ > বায়োস্কোপ > Viral Video: স্টেশনে দাঁড়িয়ে অবলীলায় একটার পর একটা গান গাইছেন এক তরুণ, ভাইরাল হল ভিডিয়ো

Viral Video: স্টেশনে দাঁড়িয়ে অবলীলায় একটার পর একটা গান গাইছেন এক তরুণ, ভাইরাল হল ভিডিয়ো

হাসনাবাদ স্টেশনে উদাত্ত কণ্ঠে গান তরুণের

Viral Video: রানু মণ্ডল থেকে ভুবন বাদ্যকারের স্মৃতি ফেরাল অমিত। স্টেশনে দাঁড়িয়ে একটার পর একটা গান গেয়ে মুগ্ধ করলেন সকলকে। দেখুন সেই ভিডিয়ো।

বছরের শুরুতেই ফের গান গেয়ে ভাইরাল হলেন এক যুবক। নিছকই বন্ধুদের সঙ্গে মিলে হাসনাবাদ স্টেশনের প্ল্যাটফর্মে গান গাইছিলেন তিনি। তখনই তাঁর গান শুনে অনেকে সেখানে দাঁড়িয়ে পড়েন। কেউ কেউ আবার সেটার ভিডিয়ো করেন। পরবর্তীকালে সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্ট করা হলে নিমেষে ভাইরাল হয় সেই পোস্ট।

যাঁর গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর নাম অমিত ঘোষাল। একটি সোয়েট শার্ট এবং টুপি পরে অবলীলায় একটার পর একটা গান গেয়ে যান তিনি। হিন্দি ছবির জনপ্রিয় গান হোক বা বাংলা ব্যান্ডের সবই দরাজ কণ্ঠে গেয়ে চলে তিনি।

সোশ্যাল মিডিয়ার কল্যাণে আরও একটি ট্যালেন্টের সন্ধান পেল বাংলা। এদিন তাঁকে ‘আজা নাচলে’ ছবির ‘ওরে পিয়া’ গানটি গাইতে দেখা যায়। সরগমের জায়গাটি তিনি এতটাই সুন্দর করে গেয়েছেন যে সকলেই মুগ্ধ হয়েছেন।

এরপর তাঁকে ‘রা-ওয়ান’ ছবি থেকে ‘ভারে নয়না’ গাইতে শোনা যায়। এবং সব শেষে গান রূপম ইসলাম তথা ফসিলসের ‘ভূত আর তিলোত্তমা’। স্টেশন চত্বরে তাঁর গান শুনতে বেশ ভিড় জমে যায়।

সাধারণ মানুষ তো বটেই। বহু সেলেবরাও এই পোস্টটি শেয়ার করেছেন। অনেকেই তাঁকে উৎসাহ দিয়েছেন। অমিত ঘোষাল বারাসাতের বাসিন্দা। তাঁর একটি ইউটিউব চ্যানেল আছে।

তবে এই প্রথমবার নয়, এর আগেও খুব সাধারণভাবেই এমনই এক ভাইরাল ভিডিয়ো থেকেই দুই রত্নকে খুঁজে পেয়েছিল দেশ। দুজনেই দারুন জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এক রানু মণ্ডল, দুই ভুবন বাদ্যকার। এবার কি তবে অমিত ঘোষালের পালা? রানু মণ্ডল হিমেশ রেশামিয়ার সঙ্গে একটি ছবিতে গান গেয়েছিলেন। অন্যদিকে ভুবন বাবুর কাঁচা বাদাম গত বছর সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল।

বায়োস্কোপ খবর

Latest News

কাকলির প্রচারে ‘থিম সং’, বানালো তৃণমূল ছাত্র পরিষদ আগে শুধু লেগে মারতাম তারপর...-কীভাবে বোলারদের ত্রাস হয়ে উঠেছেন, জানালেন হেড কিলো কিলো সোনা গায়ে পরতেন ‘বাপ্পিদা’, সেই সমস্ত গয়না এখন কার কাছে আছে জানেন খুঁজে বার করতে হয় ডিম! ইস্টার পালনের নানা অজানা নিয়ম ও তাৎপর্য অনেকেই জানেন না পিয়ার প্রাক্তন, অনুপমের উপর ‘নজরদারি’ পরমব্রতর; জানাজানি হতেই কী করলেন নায়ক? রাজা রামমোহন রায়ের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্র রায়কে গুলিয়ে ফেলেছেন মোদী, দাবি মহুয়ার Health Care: শরীরকে ভিতর থেকে দূষণ মুক্ত করতে এই ডিটক্স পানীয় পান করুন মমতার 'মৃত্যুঘণ্টা বাজিয়ে' বিস্ফোরক অভিজিৎ, 'এই মোদীর পরিবার?' প্রশ্ন TMC-র ‘মূল্য যাই চোকাতে হোক…’, পিলিভিটের প্রতি আবেগঘন চিঠি বরুণের এপ্রিল মাসে কবে কোন গ্রহ ট্রানজিট করবে, তার কী প্রভাব পড়বে, জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.