আর কিছুদিনের মধ্যেই সংসার পর্ব শুরু হয়ে যাবে অনুরাগ কাশ্যপ কন্যার। বিয়ের তোড়জোড় একেবারে তুঙ্গে। গতকাল লাল পোশাকে প্রি ওয়েডিং উদযাপন করেছেন অনুরাগ কাশ্যপ কন্যা। এবার হবু স্বামীর সঙ্গে গায়ে হলুদ পর্ব উদযাপন হল বন্ধু-বান্ধব এবং পরিবারের উপস্থিতিতে।
ব্যাচেলর পার্টি থেকে শুরু করে গায়ে হলুদ পর্ব, সর্বত্র আলিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন প্রিয় বন্ধু খুশি কাপুর। প্রি ওয়েডিং অনুষ্ঠানের বেশ কিছু ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন খুশি। সেই সমস্ত ছবি ইতিমধ্যেই হয়েছে ভাইরাল।
আরও পড়ুন: 'পুরো কৃতিত্ব করণ জোহরের…' কাল হো না হো মুক্তির ২১ বছর পর কেন এমন বললেন পরিচালক
আরও পড়ুন: বড় ব্যস্ত গোবিন্দা! বাবাকে কাছে পেতে শেষে এই কাজ করেন টিনা, নিজেই করলেন খোলসা
এবার মেয়ের গায়ে হলুদ পর্বের ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন অনুরাগ। রবিবার অর্থাৎ ৮ ডিসেম্বর নিজের বাসভবনেই হলদি অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুরাগ হলদি সেরিমানির বেশ কিছু ছবি নিজের Instagram অ্যাকাউন্টে পোস্ট করেছেন।
অনুরাগের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, পরিবার এবং বন্ধুদের সঙ্গে হলুদ পোশাক পরে মধ্যমণি হয়ে বসে রয়েছেন আলিয়া এবং শেন। একে অপরকে জড়িয়ে ধরে রেখেছেন তাঁরা। হবু, স্বামী স্ত্রীর সারা শরীর গাঁদা ফুলে আবৃত। তবে শুধু স্বামী স্ত্রী নন, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়ার প্রিয় বন্ধু খুশি কাপুরও।
আলিয়ার গায়ে হলুদ পর্বে প্রত্যেককে দেখা গেছে হলুদ রঙের পোশাক পরে থাকতে। বিশেষ করে খুশির পোশাকটি বেশি নজর কেড়েছে সকলের। প্রথম দিন থেকেই বন্ধুর খুশির আনন্দে শামিল হয়েছিলেন খুশি।
তবে শুধু বিয়ের ছবি নয়, এর আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, আলিয়ার ব্যাচেলর পার্টির বেশ কিছু ছবি যেখানে আলিয়াকে তাঁর মহিলা বন্ধুদের সঙ্গে আনন্দ করতে দেখা যায়।
আরও পড়ুন: 'ও আমার সন্তান ছিল..', ভিখারি গোবিন্দর মৃত্যুতে শোকে কাতর পাপিয়া, সমব্য়াথী শ্রুতি
প্রসঙ্গত, মেয়ের বিয়ের বেশ কিছুদিন আগেই মেয়েকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করেছিলেন অনুরাগ। অভিষেক বচ্চন অভিনীত ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমাটি দেখেন অনুরাগ। মেয়ের বিয়ের আগে এটাই ছিল বাবা মেয়ের শেষ কোয়ালিটি টাইম। এবার মেয়ে নতুন করে জীবন শুরু করবে।
অভিষেক বচ্চনের অভিনয়ের প্রশংসা করে অনুরাগ একটি পোস্ট করে লিখেছিলেন, অসাধারণ অভিনয় দেখলাম। বাবা এবং মেয়ের সম্পর্ক যে কতটা গভীর, তা আরও একবার প্রমাণ হল এই সিনেমা থেকে। খুব ভালো লাগলো সিনেমাটি দেখে।