সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অনুরাগ কাশ্যপের মেয়ে। তিনি তাঁর দীর্ঘদিনের প্রেমিকের গলায় মালা দিতে চলেছেন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রাক বিবাহ অনুষ্ঠান। এদিন আইবুড়োভাত খেলেন আলিয়া কাশ্যপ। কারা এসেছিলেন সেই অনুষ্ঠানে?
আলিয়া কাশ্যপের আইবুড়োভাত
অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়ার প্রাক বিবাহ অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। আলিয়া তবে প্রেমিক শেন গ্রিগরকে বিয়ে করতে চলেছেন। আর সেই উপলক্ষ্যে এদিন তাঁর ব্রাইডাল শাওয়ার থুড়ি আইবুড়োভাতের আয়োজন করা হয়েছিল। শনিবার সেই অনুষ্ঠানে হাজির ছিলেন তাঁর একাধিক বন্ধু। এসেছিলেন খুশি কাপুর।
খুশি কাপুর এদিন বন্ধুর আইবুড়োভাতের একাধিক ছবি পোস্ট করেছেন। সেখানেই দেখা গিয়েছে এদিনের থিমের রং ছিল গোলাপি। আলিয়া পরেছিলেন একটি সাদা লম্বা ড্রেস। সঙ্গে নেকলেস পরেছিলেন। অন্যদিকে বাকিরা পরেছিলেন গোলাপি রঙের পোশাক। খুশি কাপুর নিজে পরেছিলেন একটি অফ শোল্ডার গোলাপি গাউন পরেছিলেন। দেখা যাচ্ছিল তাঁর হাতের ট্যাটু। গলায় সরু একটা নেকলেস এবং হাতে রিস্টলেট পরেছিলেন।
খুশি কাপুর এদিন আলিয়ার আইবুড়োভাতের ছবি পোস্ট করে লেখেন, 'বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল।'
কে কী বলছেন?
এক ব্যক্তি খুশির এই পোস্টে মন্তব্য করে লেখেন, 'পুরো কটন ক্যান্ডির মতো লাগছে আপনাকে।' আরেকজন লেখেন, 'হ্যালো বার্বি।' বন্ধুর এই পোস্টে মন্তব্য করতে ভোলেননি আলিয়া। লেখেন, 'ওহ হো! কী দারুণ!'
শীঘ্রই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন আলিয়া। তার আগে আইবুড়োভাত ছাড়াও ইতিমধ্যেই তাঁর ব্যাচেলর পার্টি সহ অন্যান্য প্রাক বিবাহ অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। সেসব অনুষ্ঠানের একাধিক ছবি খুশি কাপুর পোস্ট করেছেন। এছাড়া বিয়ের আগে সদ্যই সোমবার গিয়ে বাবা অনুরাগ কাশ্যপের সঙ্গে গিয়ে সুজিত সরকারের সদ্য মুক্তি পাওয়া ছবি আই ওয়ান্ট টু টক দেখে এসেছেন। বাবা মেয়ের সেই ছবি মেয়েকে নিয়ে দেখে এসে একটি আবেগঘন পোস্ট লেখেন পরিচালক।