সাতপাকে বাঁধা পড়লেন অনুরাগ কন্যা। দীর্ঘদিনের প্রেমিক শেন গ্রেগোয়ারের গলায় মালা দিলেন আলিয়া। প্রকাশ্যে এল আলিয়ার বিয়ের ছবি। প্যাস্টেল লেহেঙ্গায় নজর কাড়লেন তিনি।
আরও পড়ুন: কল্কি ২৮৯৮ এডি থেকে হীরামান্ডি: ২০২৪ -এর IMDB -এর সবথেকে জনপ্রিয় ভারতীয় সিনেমা - সিরিজ কোনগুলো?
আরও পড়ুন: বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অনুরাগ - কন্যা, শেনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন আলিয়া, দেখুন বিয়ের ছবি
আলিয়া এবং শেনের বিয়ে
আলিয়া কাশ্যপ তাঁর বিয়ের দিন গোলাপি ফ্লোরাল লেহেঙ্গা পরেছিলেন। সঙ্গে তিনি মানানসই জড়োয়ার গয়না পরেছিলেন। মাথায় ছিল হালকা গোলাপি রঙের ওড়না। আলিয়া এদিন যে লেহেঙ্গা পরেছিলেন সেটা ডিজাইন করেছেন তরুণ তাহিলানি। মেহেন্দির দিন আলিয়া এবং শেন দুজনেই পরেছিলেন সবুজ রঙের পোশাক।
এদিন যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে আলিয়া তবে ব্রাইডসমেডের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলেছেন। তারপর তাঁদের সঙ্গেই হেঁটে তিনি ছাদনাতলায় ঢোকেন। বরকে দেখেই হেসে গড়িয়ে পড়েন অনুরাগ কন্যা।
শুধুই কি তাই? এদিন শেনের গলায় মালা দিয়েই তাঁকে চুমু খান আলিয়া। ধরেন জড়িয়েও। বন্ধুর বিয়েতে খুশি কাপুর পরেছিলেন হালকা সবুজ রঙের লেহেঙ্গা
প্রসঙ্গত মেয়ের বিয়ের নিয়ে অনুরাগ কাশ্যপ জানিয়েছেন, 'উফ গত চারদিন ধরে আমি হুঁশে নেই।' অনুরাগ কাশ্যপ নিজেও মেয়ের মেহেন্দির দিন সবুজ পোশাক পরেছিলেন।
আলিয়ার বিয়ের বিভিন্ন অনুষ্ঠানে একাধিক তারকাকে দেখা যায়। সঙ্গীতে এসেছিলেন অনুরাগের দ্বিতীয় স্ত্রী কালকি কোচলিন। এছাড়া প্রিয় বন্ধু আলিয়ার সমস্ত প্রাক বিবাহ অনুষ্ঠানে হাজির ছিলেন খুশি কাপুর। তিনি আলিয়ার বিয়ের সমস্ত অনুষ্ঠানের ছবি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এছাড়া ইমতিয়াজ আলিও আলিয়ার এই বিশেষ দিনে হাজির ছিলেন। বাদ যাননি খুশি কাপুরের চর্চিত প্রেমিক বেদাং রায়না।
আলিয়া এবং শেনের প্রসঙ্গে
আলিয়া কাশ্যপ একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে অনুরাগ কন্যার। একটি ডেটিং অ্যাপের মাধ্যমে শেনের সঙ্গে আলাপ, সেখান থেকে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দুজনে।