এতদিন কানাঘুষোয় শোনা যাচ্ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনী নিয়ে ছবি হতে চলেছে। তাঁর চরিত্রে কাকে দেখা যাবে রণবীর কাপুর নাকি আয়ুষ্মান খুরানা এই নিয়ে কম জল্পনা চলেনি। এবার তার মধ্যেই জানা গেল আরও এক চমকপ্রদ তথ্য। আমির খান নাকি প্রাক্তন ভারতীয় খেলোয়াড় যুবরাজ সিংয়ের আত্মজীবনীর স্বত্ব কিনে নিয়েছেন। তার মানে কি আগামীতে যুবরাজ সিংয়ের বায়োপিক আসতে চলেছে?
যুবরাজ সিংয়ের বায়োপিক আনছেন আমির?
ফিল্মফেয়ারের তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে আমির খান যুবরাজ সিংয়ের আত্মজীবনীর স্বত্ব কিনে নিয়েছেন। ফলে আগামীতে যে তাঁর জীবন থেকে খেলার জগতে তাঁর উত্থান সবটা নিয়েই একটি ছবি হতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: সুশান্তের কেসে শেষ অভিযুক্তকেও ছেড়ে দিল বম্বে হাইকোর্ট, তিন বছর পর জামিন পেলেন অনুজ
আরও পড়ুন: দীপাবলিতে দ্বিতীয় সন্তানের ছবি পোস্ট, গোটা পরিবারকে নিয়ে আলোর উৎসবে মাতলেন জিৎ
শত বাধা বিপত্তি, প্রতিকূলতা পেরিয়ে যুবরাজের যে উত্থান, একটা দুর্দান্ত ক্রিকেট কেরিয়ার থেকে ক্যানসারের বিরুদ্ধে তাঁর লড়াই, ২০১১ এর বিশ্বকাপে তাঁর দুর্দান্ত একটা ইনিংস সবটাই অনেককে উৎসাহ দেয়। এবার তাই মনে করা হচ্ছে আমির খান তাঁর জীবনের এই জানা এবং একই সঙ্গে অজানা গল্পগুলো পর্দায় তুলে ধরতে চলেছেন। আমির খান বরাবরই ছক ভাঙা, একটু অন্য ধরনের ছবি করে থাকেন। এটাও যেন তার ব্যতিক্রম নয়।
যুবরাজ সিংয়ের বায়োপিক আসছে এই কথা জানার পর যে তাঁর ভক্তদের মধ্যে উন্মাদনার শেষ থাকবে না সেটা বলাই বাহুল্য। কিন্তু এখন দেখার পালা এটাই যে এই খবর সত্যি হলে যুবরাজের জীবনীকে কীভাবে আমির সেলুলয়েডের পর্দায় ফুটিয়ে তোলেন।
প্রসঙ্গত আমির খানকে শেষবার লাল সিং চাড্ডা ছবিতে দেখা গিয়েছিল। করিনা কাপুর ছিলেন তাঁর বিপরীতে। বক্স অফিসে এই ছবির ভরাডুবি হওয়ার পর থেকে তিনি আপাতত সাময়িক বিরতি নিয়েছেন। তবে প্রযোজনার কাজ সহ অন্যান্য কাজ করছেন তিনি। অভিনয় থেকে সরে মিস্টার পারফেকশনিস্ট আপাতত তাঁর পরিবারকে বেশি সময় দিচ্ছেন।