বছরের শুরুতেই বড় পর্দায় পা রাখতে চলেছেন জুনায়েদ খান। 'মহারাজ'-এর হাত ধরে গত বছর বি-টাউনে পা রাখেন আমির-পুত্র। তাঁর সাবলীল অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন সিনে-প্রেমিরা। এবার জুনায়েদ শ্রীদেবী-কন্যা খুশি কাপুরের সঙ্গে তার 'লাভিয়াপা'র হাত ধরে দিয়ে বড় পর্দায় ধরা দেবেন। কিছু দিন আগেই প্রকাশ্যে এসেছিল ছবির গান। এবার মুক্তি পেল ছবির ট্রেলার। ট্রেলার লঞ্চের সময় জুনায়েদের বাবা আমির ছেলে ও প্রাক্তন স্ত্রী রিনার সম্পর্কে নানা কথা ভাগ করে নিয়েছেন। একজন বাবা হিসাবে যে সব সময় ছেলের পাশে থাকতে পারেননি তা নিয়েও দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু তারপরও ছেলে এত ভালোমানুষ হয়েছে, তাঁর কৃতিত্বের জন্যও অত্যন্ত গর্ব প্রকাশ করেছেন আমির।
আমির বলেন, ‘আমার ভালো লাগছে যে, জুনায়েদ নিজের কেরিয়ার নিজের মতো করে তৈরি করতে শুরু করেছে। আমি খুব খুশি যে, জুনায়েদ ওঁর নিজের শর্তে ক্যারিয়ার শুরু করেছে।’ দঙ্গল খ্যাত তারকা জানিয়েছেন যে, বছরের পর বছর ধরে তিনি তাঁর কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকতেন যে, প্রাক্তন স্ত্রী রিনা-সহ জুনায়েদ ও মেয়ে ইরার পাশে সেভাবে থাকতে পারেননি।
আরও পড়ুন: ‘টেনশনে দিন কাটছে…’, বছরের শুরুতেই দুঃসংবাদ দিলেন 'জগদ্ধাত্রী'র সাংভি প্রেরণা! হঠাৎ কী হল তাঁর?
তারমধ্যে আবার ছোটবেলায় ডিসলেক্সিয়ায় ভুগেছিলেন জুনায়েদ। কিন্তু তার পরও সে নিজেকে যে জায়গায় প্রতিষ্ঠা করেছে তা দেখে আমির খুশি। তিনি বলেন, ‘আমি গর্বিত যে জুনায়েদ নিজে সবটা বুঝতে শিখেছে। আমার মা আমাকে যে শিক্ষা দিয়েছিল তার প্রতিফলিত আমি ওঁর মধ্যে দেখতে পাই।’
তামিল ছবি 'লাভ টুডে'- এর রিমেক ‘লাভিয়াপা’। এই ছবি জেন জি সম্পর্কের গল্প বলবে। তবে খুব গম্ভীর ভাবে নয়, এতে থাকবে হাস্যরসের ছোঁয়াও। অদ্বৈত চন্দন পরিচালিত ছবিটিতে জুনায়েদ এবং খুশি ছাড়াও রয়েছেন আশুতোষ রানা, গ্রুশা কাপুর, তানভিকা পার্লিকার এবং কিকু শারদা। অদ্বৈত চন্দন এর আগে আমির খানের ছবি ‘লাল সিং চাড্ডা’র পরিচালনা করেছিলেন। ফ্যান্টম এবং এজিএস এন্টারটেইনমেন্ট দ্বারা প্রযোজিত, লাভিয়াপা শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।
আরও পড়ুন: 'প্রেম এলে এবছর একাধিক প্রেমও করতে পারি তবে….', মাতৃত্ব থেকে কেরিয়ার, খোলামেলা আড্ডায় স্ব্স্তিকা
প্রসঙ্গত, ১৯৮৬ সালে ১৮ এপ্রিল রিনা দত্তর সঙ্গে আমিরের বিয়ে হয়। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। উইকিপিডিয়া অনুযায়ী জুনায়েদ খানের জন্ম ১৯৯৩ সালের ২ জুন। আমির-রিনার বিচ্ছেদের সময় জুনায়েদের বয়স ছিল মাত্র ১১।