'ইশক'-এর পর আরও একবার নতুন ছবিতে জুটি বাঁধছেন বলিপাড়ার অন্যতম দুই তারকা অজয় দেবগন-আমির খান? ৯ নভেম্বর ‘তেরে ইয়ার হুঁ ম্যায়’ ছবির মহরৎ-এ মিলল তেমনই ইঙ্গিত। আর সেই ছবির মহরতে আমন্ত্রিত হয়ে পুরনো 'ইশক'-এর স্মৃতিতে ফিরে গেলেন দুই তারকা।
প্রসঙ্গত ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল অজয় দেবগন- আমির খান অভিনীত ছবি 'ইশক'। যি ছবিতে নায়িকা ছিলেন কাজল ও জুহি চাওয়া। ছবি ছিল ব্লকবাস্টার। যদিও তারপর থেকে আমির-অজয়কে আর কোনও ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। তবে এবার তাঁরা জুটি বাঁধতে চলেছেন। নতুন ছবি ‘তেরে ইয়ার হুঁ ম্যায়’ মহরৎ-এ এসে আমিরকে নিয়ে মজা করতে ছাড়লেন না অজয়।
এদিন দুই তারকার মনে পড়ে যায় পুরনো সেই শিম্পাঞ্জির দৃশ্যের কথা। অজয় বলেন, ‘সেই শিম্পাঞ্জির দৃশ্যটি মনে আছে? শিম্প আসলে আমায় আক্রমণ করেছি।’ এমন কথা শুনে হেসে ফেলেন আমির। অজয় ফের বলেন, ‘বেশ মজায় হয়েছিল কিন্তু। আর আমার গায়ে জল কে ছিটিয়েছিল? এটা হল ও (আমিরকে দেখিয়ে) এরপর ও মেয়েদের মতো দৌড়ে ছিল।’ আমি তখনই বাধা দিয়ে বলেন, ‘আসলে ও আমাকে বাঁচিয়েছিল। ও আমাকে চলন্ত গাড়ি থেকে নামিয়েছিল, সমস্ত স্টান্ট নিজেই করেছিল।’
বহুদিন পর একসঙ্গে কাজ করা দেখা করার বিষয়ে আমির বলেন, ‘আমাদের প্রায় দেখা হয় এমনটা নয়। তবে দেখা হয়, সেই সাক্ষাতে উষ্ণতা থাকে, ভালোবাসা থাকে। আমি সত্যিই ওকে (অজয়কে) খুব পছন্দ করি।’ এমন কথায় অজয় ফের বলেন, ‘আমি শুধু আমিরকে বলেছিলাম, ইশক-এর সেটে আমরা বেশ মজা করে কাজ করেছিলাম। আমাদের আবারও তেমন কিছু করা উচিত। একথা শোনা মাত্রই আমির রাজি হয়ে গেল। ও বলল হ্যাঁ, অবশ্যই করা উচিত।’
আরও পড়ুন-হৃত্বিকের স্টাইলে! বলিউডি কায়দায় 'খাদান'-এর 'রাজার রাজা' হয়ে দেখা দিলেন দেব, সামনে এল ঝলক…
অজয়-আমিরের এই কথাবার্তা শুনেই অনুরাগীরা অনেকেই ধরে নিয়েছেন, খুব শীঘ্রই হয় 'ইশক'-এর সিকুয়্যাল আনবেন অজয়-আমির। এদিনের অনুষ্ঠানে দর্শকাসন থেকে অনেকেই চেঁচাতে শুরু করেন ইশক-২ চাই। ‘তেরে ইয়ার হুঁ ম্যায়’-ছবিটি প্রযোজনা করছেন ইন্দ্র কুমার। পরিচালনা করবেন মিলাপ জাফরি। আর এই ছবির হাত ধরেই ডেবিউ করতে চলেছেন প্রযোজক পরিচালক ইন্দ্র কুমারের ছেলে আমন। ইন্দ্রকুমারের সঙ্গে আমির-অজয়ের পরিচিতি বহু পুরনো, তাই ছবির মহরৎ-এর আমন্ত্রণ রক্ষা করতে তাঁরা পৌঁছে গিয়েছিলেন।