চলতি বছর ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করার জন্য গুজরাট উপস্থিত হয়েছেন আমির খান। গুজরাটের কেভাদিয়ায় বিশ্বের সবথেকে উঁচু মূর্তি স্ট্যাচু অফ ইউনিটির সামনে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। ভাইরাল হওয়া ভিডিয়োয় আমিরকে দেখা যায় বল্লভ ভাই প্যাটেলকে স্যালুট করতে।
সংবাদ সংস্থা ANI - এর পোস্ট করা একটি ভিডিয়োয় দেখা যায়, এটি সাদা পোশাক পরে দাঁড়িয়ে রয়েছেন আমির খান। হাত ভাঁজ করে উপস্থিত সকল অতিথিদের সঙ্গে আলাপচারিতা সারছেন তিনি। এরপরই শুরু হয়ে যায় পতাকা উত্তোলন পর্ব। উপস্থিত অতিথিদের সঙ্গে তিনিও গিয়ে ওঠেন জাতীয় সংগীত।
আরও পড়ুন: 'মূর্ছনা অভ্যাস করি, রুট নোট এক রেখে...' অরিজিৎ বলতেই রহমান কোন গানের ইতিহাস প্রকাশ্যে আনলেন?
আরও পড়ুন: নিজের পিন্ডদান করে হয়েছেন সন্ন্যাসী, নামও বদলেছে, আর কি কখনও সিনেমা করবেন? কী বললেন মমতা কুলকার্নি?
গুজরাট তথ্যের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকেও এই ইভেন্টের বেশ কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে। ছবিগুলির মধ্যে একটিতে দেখা যায়, আমির খান স্ট্যাচু অফ ইউনিটির সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং একদৃষ্টে মূর্তির দিকে তাকিয়ে রয়েছেন। ছবিগুলি পোস্ট করে ক্যাপশন লেখা রয়েছে,# statue of unity - এ আমির খান। দা বলিউড আইকন স্ট্যাচু অফ ইউনিটি কমপ্লেক্সে ভারতের ঐক্যকে সম্মান জানাচ্ছেন। স্বাধীনতা পরবর্তী একতার যাত্রা যাতে আরও দৃঢ় হয়, তার জন্যই তাঁর এই অনুষ্ঠানে উপস্থিত থাকা।
প্রসঙ্গত, এই মুহূর্তে আমির নিজের ছেলের আসন্ন সিনেমার প্রচার নিয়ে ভীষণ ব্যস্ত। খুশি কাপুর এবং জুনেদ খান অভিনীত লাভিয়াপ্পা সিনেমাটি একটি অদ্ভুত প্রেম কাহিনীর গল্পের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। এমন একটি প্রেম কাহিনী যে আপনি বিশ্বাসের ওপর তৈরি হলেও পরে দেখা যায় সেই বিশ্বাসের ভিত একেবারেই নড়বড়ে।
আরও পড়ুন: দগ্ধ জিভে আওড়াচ্ছেন ভারতের সংবিধানের প্রস্তাবনা, হাঁটছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে! হঠাৎ কী হল মিঠুনের?
আরও পড়ুন: ‘লোকে বলছে সইফের উপর হামলার দিন পার্টিতে মজে, মাতাল ছিলেন করিনা’! গুঞ্জনে মুখ খুললেন টুইঙ্কল
উল্লেখ্য, আমির নিজে সর্বশেষ অভিনয় করেছিলেন ‘লাল সিং চাড্ডা’ সিনেমায়। তবে এই বছরের মাঝামাঝি সময়ে' সিতারে জামিন পার' নামক একটি সিনেমা নিয়ে আসতে চলেছেন আমির খান। সিনেমাটি ২০০৭ সালের ‘তারে জামিন পর’ সিনেমার সিক্যুয়েল হতে চলেছে।