বাংলা নিউজ > বায়োস্কোপ > Aamir Khan attends FIFA World Cup: কাতারে আমির, সঙ্গে কিরণ আর আজাদা! খান-পুত্র ব্রাজিল না আর্জেন্তিনার সাপোর্টার?

Aamir Khan attends FIFA World Cup: কাতারে আমির, সঙ্গে কিরণ আর আজাদা! খান-পুত্র ব্রাজিল না আর্জেন্তিনার সাপোর্টার?

ওয়ার্ল্ড কাপ দেখতে গেলেন আমির খান, কিরণ রাও, আজাদ রাও খান। 

কাতারে আমির খানের সঙ্গে দেখা গেল আজাদ রাও খান আর কিরণ রাও-কে। পুরনো বউ আর ছেলে নিয়ে চুটিয়ে উপভোগ করলেন ম্যাচ। রইল একাধিক ছবি আর ভিডিয়ো। 

কাতারে চলা ফিফা ওয়ার্ল্ড কাপে যোগ দিলেন আমির খান। সঙ্গে ছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাও আর ছেলে আজাদ খান। তাঁদের সম্প্রতি দেখা গিয়েছিল মুম্বই এয়ারপোর্টে, আর এবার নিজেদের ছোট্ট ট্রিপ সেরে ফিরলেন শহরে।

একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর মধ্যে একটায় দেখা গেল কিরণ আর আজাদের সঙ্গে সেলফি তুলছেন তিনি কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে। বেইজ রঙের টি-শার্ট আর কালো কোয়াটার প্যান্টে দেখা মেলে তাঁর। আজাদকে দেখা গেল আর্জেন্তিনার পতাকা গায়ে জড়িয়ে ছবির জন্য পোজ দিতে। কিরণকে দেখা গেল খালো পোশাকে।

আমিরের একাধিক ছবিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ভক্তদের সব আবদার মেনে নিচ্ছেন, সকলের সঙ্গে ছবিও তুলছেন। এক আমির-ভক্ত লিখেছেন, ‘কী সুন্দর হাসিখুশি দেখাচ্ছে আমিরকে। বোঝাই যাচ্ছে খুব উপভোগ করেছে ওরা।’ আরেকজন লিখেছেন, ‘শেষ কয়েকটা মাস আমার আমিরকে দেখে মনে হয়েছে ওঁ যেন খুব চিন্তিত-বিরক্ত কোনও বিষয় নিয়ে। এখন আবার সামলে উঠেছে সম্ভবত। মেয়ের এনগেজমেন্টের পর অনেকটা ফ্রি লাগছে।’

আমিরকে শেষ দেখা গিয়েছে ‘লাল সিং চাড্ডা’-তে, যা হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক। আমিরের সঙ্গে এই ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন করিনা কাপুর খান। তবে বক্স অফিসে সেভাবে চলেনি এই ছবি। বলা ভালো মুখ থুবরে পড়ে। আর তারপরই আমির জানান একটা ছোট্ট ব্রেক নিতে চান অভিনয়ের থেকে।

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট জানান, 'আমি যখন অভিনেতা হিসেবে কোনও ছবিতে কাজ করি আমি তখন সম্পূর্ণভাবে জীবনের বাকি সব কিছু ভুলে যাই। আমার লাল সিং চাড্ডার পর আরও একটি ছবি করার কথা ছিল, চ্যাম্পিয়ন বলে। ওটার স্ক্রিপ্ট ভীষণ সুন্দর ছিল। গল্পও খুব সুন্দর। কিন্তু আমার মনে হচ্ছে আমার কিছুদিন বিরতি নেওয়া উচিত। আমার মা, পরিবার, সন্তানদের সঙ্গে সময় কাটানো উচিত।'

 

বন্ধ করুন