বাংলা নিউজ > বায়োস্কোপ > একসঙ্গে মুক্তি! ‘লগান’-এর থেকে ৩ গুণ বেশি ব্যবসা করেছিল ‘গদর’, জানালেন আমির খান

একসঙ্গে মুক্তি! ‘লগান’-এর থেকে ৩ গুণ বেশি ব্যবসা করেছিল ‘গদর’, জানালেন আমির খান

আমির খান-ফাইল ছবি

‘গদর: এক প্রেম কথা’ সুনামির মতো এসেছিল, মত আমিরের!

বক্স অফিসে ক্ল্যাশ করেছিল  আমির খানের ‘লগান’ আর সানি দেওলের ‘গদর: এক প্রেম কথা’। সম্প্রতি ‘লগান’ ছবির ২০ বছর পূর্তি উপলক্ষে এক দেওয়া এক সাক্ষাৎকারে এই দুই হিট ছবির বক্স অফিস ক্ল্যাশ নিয়ে কথা বলেন আমির। জানান, ঠিক কেমন ছিল সেই মুখোমুখি যুদ্ধ!

আমিরের মতে, ‘‘আমার মনে হয় দুটো কিংবা তাঁর বেশি ছবি একদিনে বক্স অফিসে মুক্তি পেলেও ভালো ব্যবসা করতে পারে যদি সেগুলো ভালো ছবি হয়। সানি দেওল আর আমার ইতিহাস আছে। ‘দিল’ আর ‘ঘায়েল’ একইদিনে মুক্তি পেয়েছিল। আর দুটো ছবিই ভালো ব্যবসা করেছিল। ‘গদর’ আর ‘লগান’-এর ক্ষেত্রেও তো সেরকমটাই হয়েছিল। আমার ‘রাজা হিন্দুস্তানি’ ছবির মুক্তির সময়তেও সানির একটা ছবি মুক্তি পেয়েছিল। আমার এখন আর নাম মনে নেই।’’

আমির জানান এই দুই ছবির একসঙ্গে মুক্তি পাওয়ার কথা জানতে পেরেই আশুতোষ গোয়ারিকরকে সাবধান করে দিয়েছিলেন আমির। সে প্রসঙ্গে জানান, ‘আমি আশুকে বলেছিলাম, খেয়াল রেখো গদর কিন্তু ভালো ছবি হবে! আমাদেরও তৈরি থাকতে হবে’।তবে স্ক্রিপ্ট শুনেই আমির নিশ্চিত ছিলেন ‘লগান’ও খুব ভালো ছবি হতে চলেছে। আমিরের কথায়, ‘কিন্তু আমি ভাবতে পারিনি গদর একটা মনস্টার ছবি হবে। লগানের থেকে ৩-৪ গুণ বড় ছবি গদর। লোক ট্রাক ভাড়া করে ছবি দেখতে এসেছিল। গদর ছিল একটা সুনামির মতো। আর লগান যদি একটুও খারাপ হতো, তাহলে আমরা দাঁড়াতেই পারতাম না। এটা ভালো যে দুটো ছবিই দর্শকের প্রশংসা পেয়েছে। ভালো ব্যবসা করেছে। গদরের থেকে লাগান বক্স অফিসে কম সাফল্য পেলেও সকলের মন জয় করে নিয়েছিল।’

বন্ধ করুন
Live Score