আমির খানের মেয়ে আইরা খান, তার পোশাকের জন্য ট্রোলড হয়েছিলেন যখন তিনি বিশ্ববিখ্যাত পপ তারকা নিক জোনাসের সঙ্গে দেখা করেছিলেন। ২০২৩ সালে নীতা মুকেশ আম্বানি সাংস্কৃতিক কেন্দ্রের (NMACC) দেখা হয়েছিল আইরা আর নিকের। খুব সাধারণ পোশাকে পৌঁছে যাওয়ার জন্য বাবাকেই দোষী করেন আমির কন্যা। তাঁর দাবি, সেটা যে ওরকম জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হতে পারে, তা তাঁকে জানাননি আমির।
ইরা দোষ দিলেন আমির
NMACC-এর উদ্বোধনে আমিরের সঙ্গে হাজির হয়েছিলেন আইরা। পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এবার তাঁকে বলতে শোনা গেল, ‘আমি জানতাম না নিক জোনাস সেখানে থাকবেন। অনুষ্ঠানের আমন্ত্রণের ক্ষেত্রে আমার বাবা ভালো করে কমিউনিকেশন করেন না। তিনি শুধু ফোন করে বলেন, 'আরে, আমাদের এটার জন্য যেতে হবে। চসে আসো'। তিনি আমাকে ড্রেস কোডের ব্যাপারে কিছু বলেননি। তাই আমরা আমাদের মতো পোশাক পরে যাই, আর তারপর নিজেদের পোশাকের কারণে ট্রোলড হই। আমি জানতামই না যে, এরকম একটা ঝাঁ চকচকে ইভেন্টে যাচ্ছি আমি। ওখানে গিয়েই তাই আমার অভিব্যক্তি ছিল,'ওহ মাই গড'! ’
আইরা আরও জানান, তিনি কখনো কাউকে ছবির জন্য অনুরোধ করে বিরক্ত করতে চান না। তবে নিক ব্যতিক্রমী। আমির কন্যা নিজের মন্তব্য যোগ করেন, ‘আমি তার কাছে গিয়ে বললাম, 'আরে আমি এটা করি না। আমি লোকজনের কাছে যাই না এবং একটি ছবি জিজ্ঞাসা করি না কারণ আমি জানি এটি কতটা বিরক্তিকর। তবে আমার বেস্ট ফ্রেন্ড ঠিক করেছিল ও আনাকেই বিয়ে করবে। তাই ওর জন্য আমার আসলে ছবিটা তুলতেই হবে।’
নিক যে কতটা কুল, তা বলতে শোনা যায় এরপর আইরাকে। কারণ ছবি তুলে আমির কন্যার দাবি তিনি আবহাওয়ার আপডেট-সহ কিছু বোকা বোকা প্রশ্নও করেন প্রিয়াঙ্কার বরকে। আর সেগুলোর জবাবাও এসেছিল।
সেই ভাইরাল ছবি সম্পর্কে
২০২৩ সালে এই অনুষ্ঠানের পরে, আইরা খান তাঁর ইনস্টাগ্রামে নিক জোনাসের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ তাঁর ফ্যাশন সেন্সের জন্য তাঁকে ট্রোল করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘কীসব পরে নিকের পাশে দাঁড়িয়েছে, জঘন্য’। আরেকজন লিখেছিলেন, ‘ওর একটা স্টাইলিস্ট দরকার।’
এনএমএসিসি-র সেই উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের তারকারা তো ছিলেনই, সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া, পেনেলোপে ক্রুজ, টম হল্যান্ড, জেনডেয়া এবং জিজি হাদিদের মতো আন্তর্জাতিক তারকারাও উপস্থিত ছিলেন।