জন্মদিনের আগের দিন সন্ধ্যায় আমির তাঁর নতুন সম্পর্কের কথা জানিয়েছেন সকলকে। তারপর থেকেই নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাট নিয়ে সোশ্যাল মিডিয়া হয়েছে উত্তাল। এরই মধ্যে আমির খানের জন্মদিন উপলক্ষে সকলে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন, যার মধ্যে রয়েছেন কিরণ রাও। প্রাক্তন স্বামীকে উদ্দেশ্যে করে একটি স্পেশাল পোস্ট করেন তিনি।
কিরণের পোস্টে কী আছে?
কিরণ আমিরের সাথে বেশ কিছু ছবি শেয়ার করে লিখেছেন, 'জন্মদিনের শুভেচ্ছা আমাদের জীবনের VIP-কে। তোমার হাসি, আলিঙ্গন এবং সবসময়ের সাপোর্টের জন্য ধন্যবাদ। আমরা তোমাকে অনেক অনেক ভালোবাসি।'
আরও পড়ুন: যিশুর সঙ্গে বিচ্ছেদের চর্চা তুঙ্গে, তার মাঝে দোলের দিন কাকে মিস করছেন নীলাঞ্জনা?
আরও পড়ুন: দোলে জামাল কুদু গানে নাচ বনি-কৌশানির, সামনে বসে উৎসাহ দিলেন কে?
আমিরের নতুন প্রেমিকা
উল্লেখ্য, জন্মদিনের একদিন আগে আমির মিডিয়ার সামনে নিশ্চিত করেছেন যে তিনি গৌরীর সাথে সম্পর্কে আছেন। আমির এবং গৌরী দুজনেই জানিয়েছেন যে তাঁদের ২৫ বছর আগে দেখা হয়েছিল, কিন্তু তারপর আর তাঁদের কথা হয়নি, কিন্তু কয়েক বছর আগে আবার তাঁদের মধ্যে কথাবার্তা শুরু হয়। আমির জানান, যে তাঁরা ১৮ মাস ধরে একসাথে আছেন।
আমির জানিয়েছেন যে তিনি গৌরীকে এই শোবিজের জগতের জন্য প্রস্তুত করেছেন এবং তাঁর জন্য ব্যক্তিগত নিরাপত্তারক্ষীও নিয়োগ করেছেন। সবকিছু নিশ্চিত করার পরেই তিনি গৌরীকে সকলের সামনে নিয়ে এসেছেন।
আরও পড়ুন: শিশুদের সঙ্গে রং খেললেন রচনা, বাড়িতে পোষ্যদের সঙ্গেই হইচই মিমির! দোলে কী করলেন মানালি?
আরও পড়ুন: লাল রঙে রঙিন হলেন সাহেব-সুস্মিতা, ছবি দেখে কী বললেন অনুরাগীরা?
উল্লেখ্য, গৌরী বেঙ্গালুরুতে থাকেন এবং তাঁর আগে বিয়ে হয়েছিল। তাঁর ৬ বছরের একটা ছেলেও আছে। আমিরের পরিবার এবং সন্তানরা গৌরীর সাথে দেখা করেছেন। সবাই খুব খুশি। অন্যদিকে আমির প্রেমিকাকে সর্বসমক্ষে এনে বলেছেন, ‘এতদিনে ভুবন তাঁর গৌরিকে পেল। ’