২০০৭ সালে একটি ছোট্ট শিশুকে নিয়ে তৈরি হয়েছিল একটি সিনেমা। নাম ছিল, ‘তারে জমিন পর’। প্রতিযোগিতার ভিড়ে যে ছেলেটি কোথাও যেন হারিয়ে যাচ্ছিল, তাকে সঠিক রাস্তা দেখাতে সাহায্য করেছিল তার শিক্ষক রাম শংকর ওরফে আমির খান। এবার এই অসাধারণ সিনেমার দ্বিতীয় পর্ব আসতে চলেছে বড় পর্দায়।
হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সঙ্গে একটি সাক্ষাৎকারে আমির খান জানান, ‘তারে জামিন পর’ যে গল্পের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, ‘জামিন তারে পার’ অনেকটাই একই রকম গল্পের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তবে এই দুটি সিনেমার মধ্যে প্রধান পার্থক্য হল ‘তারে জামিন পর’ সিনেমাটি আপনাকে কাঁদায়, কিন্তু এই সিনেমাটি আপনাকে হাসাতে বাধ্য করবে।
(আরও পড়ুন: ‘কেরিয়ারের শুরুর দিকে হতে হয়েছিল অপমানিত’, ভিকি প্রসঙ্গে বললেন শ্যাম কৌশল)
আমির খান আরও বলেন, ‘এই সিনেমাটি 'তারে জামিন পার' সিনেমা থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। ‘তারে জামিন পর’ সিনেমায় যেমন ঈশানকে দেখানো হয়েছিল, যে কিছু মানসিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছিল। ‘সিতারে জামিন পর’ সিনেমায় ঠিক একই রকম ১০ জন মানুষের কথা দেখানো হবে, যারা ঠিক প্রায় একই রকম চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাবে।
(আরও পড়ুন: পুরনো কর্মস্থলে গিয়ে অভ্যর্থনা পেতেই আবেগতাড়িত পঙ্কজ, চোখে জল নিয়ে বললেন, ‘একদিন এই হোটেলে কাজ করেছি…’)
‘সিতারে জামিন পর’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা ২০২৩ সালের অক্টোবর মাসেই করে দেওয়া হয়েছিল।আর এস প্রসন্ন পরিচালিত এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন আমির খান, দর্শিল সাফারি এবং জেনেলিয়া দেশমুখ। ২০১৮ সালের স্প্যানিশ চলচ্চিত্র ‘চ্যাম্পিয়ন’- এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই সিনেমাটি।