খুব তাড়াতাড়ি আমির-পুত্রর সঙ্গে শ্রীদেবী-কন্যা খুশি কাপুরকে বড় পর্দায় দেখা যাবে। 'লাভিয়াপা'র রাফ কাট দেখার পর খুশি কাপুরকে দেখে তাঁর মা প্রয়াত শ্রীদেবীর সঙ্গে তুলনা করলেন আমির। নিজেকে শ্রীদেবীর খুব বড় ভক্ত বলেও জানান আমির। তিনি বলেন, ‘আমি সবসময়ই শ্রীদেবীর সঙ্গে কাজ করতে চেয়েছি।'
খুশি ও শ্রীদেবীর মধ্যে মিল খুঁজে পেলেন আমির
আমির এই ছবি নিয়ে তাঁর প্রাথমিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘আমি রাফ কাট দেখেছি। ছবিটা আমার সত্যি খুব ভালো লেগেছে, বেশ বিনোদনমূলক একটা ছবি। স্মার্ট ফোনের কারণে আজকাল আমাদের জীবন যে বদলে গিয়েছে তা তো বলাই বাহুল্য। কিন্তু এর ফলে ঘটে নানা নিত্যনতুন ঘটনা। আমাদের জীবনে ঘটতে থাকা এইসব আকর্ষণীয় জিনিসগুলি নিয়েই এই ছবি। ছবির সব কলাকুশলীরাই বেশ ভালো কাজ করেছেন। যখন আমি খুশিকে (খুশি কাপুর) ছবিতে দেখি, তখন আমার মনে হয়েছিল আমি যেন শ্রীদেবীকে দেখছি। ওর এনার্জি ছিল দেখার মতো। আমি শ্রীদেবীর একজন বড় ভক্ত।’
আরও পড়ুন: নবনীতার সঙ্গে বিয়ে ভেঙেছে, 'নতুন শুরু'-র আগে হঠাৎ কী ইচ্ছে জিতুর?
শ্রীদেবীর প্রশংসায় পঞ্চমুখ আমির
শ্রীদেবীর প্রশংসা করে আমির বলেন, 'আমি শ্রীদেবীর অনেক বড় ভক্ত। আমি সবসময়ই ওঁর সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। তিনি একজন গুণী শিল্পী ছিলেন। ক্যামেরা তাঁর দিকে ঘুরলেই সঙ্গে সঙ্গে তিনি তাঁর আসল প্রতিভা দেখাতে শুরু করতেন। ওঁর মধ্যে একটা বিষয় ছিল, আর রাফ কাট দেখতে দেখতে খুশির অভিনয়ের সেই বিষয়টা লক্ষ্য করলাম। ওঁদের অভিনয়ের ধরনে অনেক মিল পেয়েছি।
খুশি সম্পর্কে
খুশি প্রয়াত শ্রীদেবী এবং প্রযোজক বনি কাপুরের ছোট মেয়ে। ২০২৩ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া জোয়া আখতারের পরিচালনায় 'দ্য আর্চিস' দিয়ে অভিনয় জগতে পা রাখেন তিনি। শাহরুখ খান এবং গৌরী খানের মেয়ে সুহানা খান এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাও 'দ্য আর্চিস'-এর হাত ধরে বলিউডে ডেবিউ করেন।
আরও পড়ুন: প্রেম থেকে ব়্যাকেট, শাটলকর্ক, পদক! পিভি সিন্ধুর বিয়ের সাজে ফুটে উঠল জীবনের গল্প
লাভইয়াপা সম্পর্কে
‘লাভইয়াপা’ একটি রম-কম সিনেমা। এই ছবির হাত ধরেই জুনায়েদ ও খুশি প্রথম বারের মতো বড় পর্দায় আসতে চলেছে। ‘মহারাজ’-এর হাত ধরে অভিনয়ের জগতে পা রাখেন জুনায়েদ। সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত ও শর্বরী।
আগামী ৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি। পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন। এটি প্রযোজনা করেছে ফ্যান্টম স্টুডিও এবং এজিএস এন্টারটেইনমেন্ট। নির্মাতাদের মতে, ‘লাভইয়াপা একটি প্রেম, জটিলতা ও মজার ছবি।’