আমির খানের ছেলে জুনায়েদ খান সদ্যই বলিউডে পা রেখেছেন। তিনি মহারাজ ছবিটির মাধ্যমে আত্মপ্রকাশ করলেন। আর সেই ছবিই দারুণ সফল হয়েছে। দারুণ সাড়া পেয়েছে সবার থেকে। আর সেই উপলক্ষ্যে এদিন আমির খান এবং রিনা খান একটি সাকসেস পার্টি দিলেন। আর সেখানে এই ছবির গোটা টিম উপস্থিত ছিল।
মহারাজ ছবির জন্য সাকসেস পার্টি
মহারাজ ছবিতে জুনায়েদের অভিনয়ের প্রশংসা সকলেই করেছেন। দর্শক থেকে শুরু করে সমালোচক, এমনকি তারকারাও আমির পুত্রের অভিনয়ের প্রশংসা করেছেন। আর সেই উপলক্ষ্যে এবং ছবির সাফল্যের জন্য বুধবার ৩১ জুলাই সাকসেস পার্টি দিলেন আমির খান। সেখানে ইমরান খান এবং তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটনকে উপস্থিত থাকতে দেখা গিয়েছে।
এছাড়া সেখানে জয়দীপ অহলাওয়াট, শালিনী পাণ্ডে, প্রমুখ উপস্থিত ছিলেন। বাদ যাননি ছবির পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা। এদিন আমিরকে অল হোয়াইট লুকে দেখা গিয়েছে। মিস্টার পারফেকশনিস্টের সঙ্গে একাধিক ছবি শেয়ার করে সিদ্ধার্থ এদিন লেখেন, 'ওঁর ভক্ত আজীবন থাকব। ওঁকে তখনও ভালোবাসতাম, এখনও ভালোবাসতাম। আমির খান।' তিনি এদিন দর্শকদেরও ধন্যবাদ জানিয়েছেন তাঁর ছবিকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য।
প্রসঙ্গত মহারাজ ছবিটি নেটফ্লিক্সের সেরা ১০ ছবির মধ্যে আছে। এটি ১৫২.৩ মিলিয়ন মিনিট ভিউজ পেয়েছে। আর এটা ১৯ থেকে ২৫ জুলাইয়ের মধ্যেই পেয়েছে।
মহারাজ ছবিতে জুনায়েদকে একজন সাংবাদিক এবং সোশ্যাল রিফরমারের চরিত্রে অভিনয় করেছেন। আর জয়দীপ একজন ধার্মিক নেতার চরিত্রে অভিনয় করেছেন। গল্পে এই নেতার মুখোশ খুলে দেয় জুনায়েদ । সৌরভ শাহের বইয়ের উপর নির্ভর করে এই ছবিটি বানানো হয়েছে।