আর কিছুদিন পরেই ৬০ বছরে পা দেবেন আমির খান। তার আগেই এদিন পরিচয় করালেন তাঁর নতুন প্রেমিকা গৌরীর সঙ্গে। জানালেন গত ১৮ মাস ধরে একসঙ্গে রয়েছেন তাঁরা। ২৫ বছর ধরে চেনেন একে অন্যকে। কিন্তু কে এই গৌরী স্প্র্যাট?
আরও পড়ুন: শাহিদ-করিনার মান-অভিমান মিটতেই তুঙ্গে 'জব উই মেট ২' -র চর্চা! কবে আসছে সিক্যুয়েল?
কে এই গৌরী স্প্র্যাট?
গৌরী স্প্র্যাট বেঙ্গালুরুর বাসিন্দা বলেই জানা গিয়েছে। তিনি আদতে আমির খানের কর্মচারী। আমির খানের প্রোডাকশন হাউজে কাজ করেন এই মহিলা। বর্তমানে অভিনেতার সঙ্গে একসঙ্গেই থাকেন তিনি।
জানা গিয়েছে গৌরী স্প্র্যাটের যমজ সন্তান আছে। মানি কন্ট্রোলের তরফে একটি রিপোর্টে এমনি তথ্য প্রকাশ্যে আনা হয়েছে।
আমির খান এদিন জানিয়েছেন তিনি এই সম্পর্কে কমিটেড। শুধু তাই নয় তিনি ভীষণ খুশিও গৌরীর সঙ্গে এই সম্পর্কে থেকে। তাঁর পরিবারের সঙ্গে প্রেমিকার আলাপ করিয়েছেন বলেও জানিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। তাঁরাও তাঁদের এই সম্পর্ক মেনে নিয়েছেন এবং ভীষণ খুশি যে তাঁরা প্রেম করছেন।
আরও পড়ুন: 'একটা বি গ্রেড অভিনেত্রী', কংগ্রেস নেতার রোষের মুখে মাধুরী! কিন্তু কেন?
তবে এদিন আমির খান জানিয়েছেন গৌরীর সঙ্গে তিনি প্রেম করলেও তাঁর বর্তমান প্রেমিকা নাকি মোটেই তাঁর ছবি খুব একটা দেখেনি। খালি দঙ্গল এবং লগান দেখেছেন।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, চলতি বছরের গোড়ার দিকে একবার রটে গিয়েছিল যে আমির নাকি এক রহস্যময়ী নারীর সঙ্গে প্রেম করছেন। যদিও তখন জানা যায়নি কে তিনি। এবার জন্মদিনের ঠিক মুখেই প্রেমিকার পরিচয় প্রকাশ্যে আনলেন মিস্টার পারফেকশনিস্ট। তিনি নাকি ইতিমধ্যেই পরিবার ছাড়া প্রেমিকার সঙ্গে আলাপ করিয়েছেন দুই ঘনিষ্ট বন্ধু শাহরুখ খান এবং সলমন খানের সঙ্গে।
আগামী ১৪ মার্চ জন্মদিন আমির খানের। ৬০ বছর হবে তাঁর এই বছর। তাঁকে শেষবার লাল সিং চাড্ডা ছবিতে দেখা গিয়েছিল।