সম্প্রতি ছেলের প্রথম সিনেমা Loveyapa সিনেমার প্রচারে বিগ বসের মঞ্চে এসেছিলেন আমির খান। তবে শুধু আমির নন, সিনেমার প্রচারে এসেছিলেন জুনেদ খান এবং খুশি কাপুরও। সলমন ও আমিরকে এক মঞ্চে দেখে রীতিমতো নস্টালজিয়ায় ভেসে গেলেন দর্শকরা।
আমির এবং সলমন ১৯৯৪ সালে ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন। সেই ছবিতে ছিলেন রবিনা ট্যান্ডন এবং করিশ্মা কাপুর। সেই রোম্যান্টিক কমেডি আজও মানুষের মনে থেকে গিয়েছে। বহু বছর পর ফের আরও একবার এক মঞ্চে আমির-সলমন, তৈরি হল সেই আইকনিক মুহূর্ত।
আরও পড়ুন: ‘তোমার সাইজ কত?' ফাঁকা ঘরে ডেকে জানতে চান পরিচালক, এবার মুখ খুললেন অনন্যা চট্টোপাধ্যায়
আরও পড়ুন: ‘ও এমন কাণ্ড ঘটাতে পারে….’, সইফের হামলাকারীর সঙ্গে একই হোটেলে কাজ,কী বলছে রোহমত?
‘আন্দাজ আপনা আপনা’ সিনেমার একটি দৃশ্যে সলমন খান ও আমির খান বাইকে চেপে গান গাইতে গাইতে যেতে দেখা গিয়েছিল। এত বছর পর আরও একবার বিগ বসের মঞ্চে সেই দৃশ্যই আরও একবার দেখলেন দর্শকরা। তাঁদের বক্তব্য দুই অভিনেতার বয়সটাই শুধু বেড়েছে, ‘আন্দাজ’ কিন্তু এখনও একই।
প্রসঙ্গত লাভিয়াপ্পা জুনেদ কিংবা খুশি কারোরই প্রথম ছবি নয়। এর আগে দ্যা আর্চিস সিনেমায় অভিনয় করেছিলেন খুশি। যদিও খুশি ছাড়াও সেই সিনেমায় অভিনয় করেন আরও দুই তারকা সন্তান, অগস্ত্য নন্দা এবং সুহানা খান। তবে খুশির অভিনয় নিয়ে সবথেকে বেশি প্রশংসা হয়েছিল। অন্যদিকে জুনায়েদ বহুদিন ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত। 'মহারাজা' ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করেন তিনি।
Loveyapa সিনেমার জন্য প্রায় তিন মাস প্রস্তুতি নিতে হয়েছিল এই ২ তারকাকে। ছবির জন্। জুনেদ দিল্লিতে তিন মাস ছিলেন, শুধুমাত্র দিল্লির লাইফ স্টাইল বোঝার জন্য, অন্যদিকে খুশি শাস্ত্রীয় নৃত্যের বিশেষ প্রশিক্ষণ নেন। এই সিনেমায় একটি গানে শাস্ত্রীয় নৃত্যে দেখা যাবে শ্রীদেবী কন্য়াকে।
আরও পড়ুন: একহাতে ত্রিশূল, অপর হাতে ডমরু, 'মহাদেব'-এর বেশে সামনে এলেন 'কান্নাপ্পা' অক্ষয়
আরও পড়ুন: যেন রূপকথা! শ্বেতা-রুবেলের বিয়ের মাঝেই চুপিসাড়ে বিদেশিনির গলায় মালা টেলি নায়কের
সিনেমাটি পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন। এজিএস এন্টারটেইনমেন্টের সহযোগিতায় ফ্যান্টম স্টুডিয়ো প্রযোজিত এই সিনেমায় খুশি এবং জুনেদ ছাড়াও অভিনয় করবেন আশুতোষ রানা। ছবির গল্পে দুই প্রেমিক-প্রেমিকা যাঁরা আগামীদিনে বিয়ে করতে চলেছেন, এমন দুই চরিত্রের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে সিনেমাটি। তবে বিয়ে করার আগে নিজেদের ফোন পাল্টাপাল্টি করেন তাঁরা। তারপরই ঘটে যত কাণ্ড। বাকিটা ছবি মুক্তি পেলেই জানা যাবে।