সম্প্রতি আমির খান তাঁর নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সাথে সম্পর্কের কথা স্বীকার করেছেন। দুজনে প্রায় ২৫ বছর ধরে একে অপরকে চেনেন। কিন্তু মাঝে যোগাযোগ ছিন্ন হয়ে গিয়েছিল। পরে বহু বছর পরে যখন তাঁদের আবার দেখা হয়, তখন তা প্রেমে পরিণত হয়। আমির জানিয়েছেন যে, তাঁরা গত ১৮ মাস ধরে একসঙ্গে রয়েছেন।
আরও পড়ুন: সেলিম খানের পা ছুঁয়ে প্রণাম করলেন রণবীর কাপুর, নেটপাড়ার প্রশ্ন, ‘সলমনের রাগ কি ভাঙবে?’
আরও পড়ুন: ছবি পোস্ট করে সুজানকে শুভেচ্ছা হৃতিকের, ‘ডিভোর্স দিলেন কেন?’ প্রশ্ন ভক্তদের
আমিরের প্রেমের গুঞ্জনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে অভিনেতার দুই প্রাক্তন স্ত্রী রীনা দত্ত এবং কিরণ রাওয়ের সাথে গৌরীকেও দেখা যাচ্ছে। ভিডিয়োটি ইরফান পাঠানের বিবাহবার্ষিকীর ভিডিয়ো, যেখানে আমিরের নতুন প্রেমিকাকেও দেখা গেছে।
গত ফেব্রুয়ারী মাসে ইরফান ক্রিকেট এবং বিনোদন জগতের ঘনিষ্ঠ বন্ধুদের সাথে বিবাহবার্ষিকী পালন করেছিল নিজের বাসভবনে। এই অনুষ্ঠানে আমির খান তাঁর প্রাক্তন স্ত্রীদের সাথে উপস্থিত ছিলেন। ইরফান কেক কাটার অনুষ্ঠানের একটি ভিডিয়ো শেয়ার করেছেন, যেখানে আমির খানের পিছনে দাঁড়িয়ে থাকা মহিলাকে গৌরী বলে মনে করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীদের মতে, এই ভিডিয়োয় বেগুনি পোশাকে দাঁড়িয়ে থাকা মহিলাটি গৌরী।
আরও পড়ুন: কাকা দেব মুখোপাধ্যায়ের মৃত্যু, শোকাহত কাজলকে দীর্ঘ আলিঙ্গন, সান্ত্বনা দিলেন জয়া
আরও পড়ুন: বেস্ট ফ্রেন্ড অয়নের পাশে, দেব মুখোপাধ্যায়ের শেষযাত্রায় কাঁধ দিলেন রণবীর কাপুর
উল্লেখ্য, বেঙ্গালুরুর বাসিন্দা গৌরী এবং আমির গত ১৮ মাস ধরে একসাথে আছেন। তবে, গৌরী অভিনেতার মাত্র দুটি ছবি দেখেছেন। তাঁর মতে, তিনি বহু বছর আগে ‘দিল চাহতা হ্যায়’ এবং ‘লাগান’ দেখেছিলেন। তিনি অভিনেতাকে কোনও সুপারস্টার হিসেবে নয়, বরং সাধারণ মানুষ হিসেবে চেনেন। অন্যদিকে, দুটি বিবাহ ব্যর্থ হওয়ার পর আমির খান এখন গৌরীর সাথে জীবন কাটাতে চান। অভিনেতার বাড়ির সকলে গৌরীকে মেনে নিয়েছেন।