৬০ বছরের জন্মদিনে চর্চার কেন্দ্রবিন্দুতে আমির খান। দু্ই ডিভোর্সের পর ফের প্রেমে পড়েছেন অভিনেতা। জন্মদিনের ঠিক একদিন আগেই প্রেমিকা গৌরী স্প্র্যাট সামনে এনেছেন আমির। আর এমন খবর জেনেই চমকে গিয়েছেন আমির অনুরাগীরাও। গৌরী স্প্র্যাটকে নিয়েও অনেকেই এখন বেশ কৌতুহলী। উঠে আসছে নানান তথ্য।
কে এই গৌরী?
জানা যাচ্ছে, গৌরী বেঙ্গালুরুর বাসিন্দা, বেঙ্গালুরুতে একটি খ্যাতনামা সেলুনের মালিক রীতা স্প্রেটের মেয়ে গৌরী। প্রায় সারা জীবন ওই শহরেই থেকেছেন তিনি। গৌরীর লিঙ্কডইন প্রোফাইল থেকে জানা যায়, ২০০৪ সালে লন্ডনের ইউনিভার্সিটি অব আর্টস থেকে এফডিএ স্টাইলিং অ্যান্ড ফটোগ্রাফি নামে একটি ফ্যাশন কোর্স করেন তিনি। তার লিঙ্কডইন প্রোফাইল বলছে, বর্তমানে তিনি মুম্বাইয়ে একটি BBlunt সেলুন চালাচ্ছেন।
বৃহস্পতিবার পাপারাৎজির সঙ্গে আলাপচারিতায় গৌরী স্বীকার করেন, তিনি এখন আমিরের প্রোডাকশন হাউসে কাজ করছেন। গৌরীর ৬য় বছরের একটি সন্তান রয়েছে। জানান, তিনি আমিরকে ২৫ বছর ধরে চেনেন। ১৮ মাস আগে ডেটিং শুরু করেন তাঁরা। যদিও এতদিন এই প্রেমের খবর কাউকে কিচ্ছুটি টের পেতে দেননি আমির কিংবা গৌরী।
তবে কীভাবে বিষয়টি মিডিয়ার চোখের আড়ালে রাখলেন সুপারস্টার? সেবিষয়টিও নিজেই খোলসা করেছেন আমির।
নিজেদের 'কমিটেড' আখ্যা দিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে মজা করে আমির লেখেন, 'দেখা কুছ ভি পতা নেহি চলনে দিয়া ম্যায়নে তুম লোগো কো (দেখুন, আমি আপনাকে এই বিষয়ে বাতাস পেতে দিইনি)। তবে গুঞ্জন ছিল এবং এমনকি আমিরের ইন্ডাস্ট্রির বাইরের কারও সঙ্গে ডেটিং করছেন। তবে ১৮ মাস ধরে ভারতের অন্যতম বড় ফিল্মি তারকা কারও সঙ্গে ডেট করেছেন, সে খবর প্রায় কেউই জানতেন না।
আমির খান জানান, ‘ও বেঙ্গালুরুতে থাকে, বা কিছুদিন আগে পর্যন্ত সেখানেই ছিল। সুতরাং, আমি ওঁর সঙ্গে দেখা করতে ওখানে যেতাম। ওখানে মিডিয়ার স্ক্রুটিনি সেখানে কম। তাই আমরা সকলের চোখের আড়ালে থেকেছি। তবে আমির খান জানিয়েছেন, তিনি গৌরীকে ইতিমধ্যেই নিজের পরিবার ও ছেলেমেয়েদের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন। সকলেই এই সম্পর্কে খুশি বলেও জানিয়েছেন। সেসময় অবশ্য মুম্বই এসেছিলেন গৌরী। এবিষয়ে অভিনেতা মজা করে বলেন, ’মেরে ঘর পে ফোকাস থোড়া কাম হ্যায়। ইসলিয়ে আপ লোগ মিস কর দেতে হো (মিডিয়ার ফোকাস আমার বাড়ির দিকে ততটাও নয়। তাই আপনারা বিষয়টা খবর পাননি)।
এদিকে বলাই বহুল্য বিষয়টি ফাঁস হওয়ার পর ইতিমধ্যেই গুগল ট্রেন্ডস করছে ‘আমির খান ও গৌরী স্প্র্যাট’নামটি।
তবে এখন প্রশ্ন, ৬০ বছর বয়সে এসে কি গৌরীকে বিয়ে করবেন আমির খান?
অভিনেতা জানান, 'দেখুন, আমরা পুরোপুরি কমিটেড। আমি দু'বার বিয়ে করেছি। তবে আব ৬০ বছরে এসে ফের বিয়ে করাটা ঠিক দেখাবে না। তবে দেখা যাক…। প্রসঙ্গত, এর আগে রীনা দত্ত, ও কিরণ রাও-কে বিয়ে করেছিলেন আমির, তবে তাঁদর সঙ্গে বিচ্ছেদের হওয়ার পরও সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। অভিনেতা জানান, তাদের দুজনের ২৫ বছর আগেই দেখা হয়েছিল তবে যোগাযোগ হারিয়ে যায়। এবং ২ বছর আগে যোগাযোগ হয় তাঁদের।