বাংলা নিউজ > বায়োস্কোপ > 'লাল সিং চাড্ডা'-র শ্যুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন আমির খান

'লাল সিং চাড্ডা'-র শ্যুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন আমির খান

' লাল সিং চাড্ডা ' ছবির শ্যুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন আমির খান। ছবি সৌজন্যে - হিন্দুস্তান টাইমস

সোশ্যাল মিডিয়ায় আমির খানের একটি ভিডিও পোস্ট করেছে এই তারকার ফ্যান ক্লাব।ওই ভিডিওতে আমিরকে বলতে শোনা যাচ্ছে, ' লাল সিং চাড্ডা ' ছবির শ্যুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে নানান কথা।

চলতি বছরেই বড়পর্দায় ' লাল সিং চাড্ডা ' নিজেই হাজির হচ্ছেনআমির খান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেতার ফ্যান ক্লাব থেকে একটি ভিডিও পোস্ট করাহয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এই ছবির শ্যুটিংয়ের অভিজ্ঞতা স্ত্রী কিরণ রাওকে পাশে বসিয়ে শেয়ার করছেন বলিউডের ' মিঃ পারফেকশনিস্ট '। প্রসঙ্গত, টম হ্যাঙ্কস অভিনীত অস্কারপ্রাপ্ত ছবি ' ফরেস্ট গাম্প ' এর হিন্দি রিমেক 'লাল সিং চাড্ডা'। এ ছবিতে টম হ্যাঙ্কসের চরিত্রেই দেখা যাবে আমিরকে।আমিরের বিপরীতে নায়িকার ভূমিকায়   রয়েছেন করিনা কাপুর। ছবির শ্যুটিং প্রসঙ্গে আমির জানান,' ফরেস্ট গাম্প ছবিতে প্রথমেই দেখা যায় একটি পালক। হাওয়ায় ভেসে চলা সেই পালক হাওয়ার গতিপথ অনুযায়ীই নিজের জায়গা পরিবর্তন করতে থাকে।কখনও সেই পালকটি গিয়ে পড়ে পথচলতি কোনও মানুষের কাঁধে তো পরবর্তী সময় থাকে চলন্ত গাড়ির ছাদে।' এই পালকের উদাহরণ টেনে মজার ছলে আমির জানান ' লাল সিং চাড্ডা '-র শ্যুটিং চলাকালীন তাঁর ও পরিচালক অদ্বৈ তচন্দনের অবস্থা খানিকটা ওই পালকের মতোই হয়েছিল।শ্যুটিং চলাকালীন একের পর এক ঘটা বিভিন্ন বাধা বিঘ্নকে হাওয়ার  সঙ্গে তুলনা করেন এই বলি-তারকা। বলেন, সেই ঘটনার ধাক্কায় ওই পালকের মতো আমরাও আমাদের গতিপথ পাল্টাচ্ছিলাম।আমিরের কথায়,' শেষপর্যন্ত কোথায় গিয়ে যে থামবো সেটাই বুঝতে পারছিলাম না আমরা। ' 

এখানেই না থেমে আমির আরও জানান যে শ্যুটিং চলাকালীন সময়ে ছবির নায়িকা করিনা কাপুর ' রিয়েল লাইফ '-এ সন্তানসম্ভাব্না হয়ে পড়েন।এ প্রসঙ্গে মজা করে আমিরবলেন, ' একে করোনার কারণে গোটা বিশ্বের পাল্টে যাওয়ার সঙ্গে স্বাভাবিকভাবেই বদলে গেছিল আমাদের ছবি তৈরির সমস্ত পরিকল্পনা। এরপর ফের একবার শ্যুটিং শুরু করলেও করোনার ব্যাপারে সতর্ক থাকতে হচ্ছিল সবসময়।এরপর আবার ' নতুন হাওয়া ' হিসেবে জানা গেল করিনার এই খবর। বাইরের সবাই যেখানে শুধুমাত্র করোনার বিরুদ্ধে লড়াইয়ে হিমশিম খাচ্ছে,আমরা তখন  করোনা আর করিনা এই দু'জনকেই সামলাতে হিমশিম খাচ্ছি !'

বক্তব্য শেষে আমির জানান সবকিছুঠিকঠাক থাকলে চলতি বছরের ক্রিসমাসের সময় বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।

বন্ধ করুন