অভিনয় থেকে প্রযোজনা সবেতেই একটু অন্য রকম আমির খান। তাঁর কাজ মানেই নতুনত্বের ছোঁয়া, অন্যরকম স্বাদ। তিনি একাধারে যেমন একজন গুণী অভিনেতা, অন্যদিকে একজন দক্ষ প্রযোজকও। তবে তিনি চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন অভিনয়কে সঙ্গী করেই। তারপর যত সময় এগিয়েছে তিনি ধীরে ধীরে হয়ে উঠেছেন মিস্টার পারফেকশনিস্ট। শুরু করেছেন নিজের প্রযোজনা সংস্থা 'আমির খান প্রোডাকশন'। নিজস্ব স্টুডিও তৈরি কাজও শুরু করেছেন। বর্তমানে শোনা যাচ্ছে তাঁর প্রযোজনা সংস্থা থেকে নতুন ৩ টি কাজ আসতে চলেছে।
১৯৯৯ সালে আমির খান প্রোডাকশনস (একেপি)-এর প্রথম কাজ 'লগন' মুক্তি পায়। তারপর একে একে 'তারে জমিন পর', 'ডেলি বেলি', 'সিক্রেট সুপারস্টার', 'জানে তু... ইয়া জানে না'-সহ আরও নানা ছবি মুক্তি পায় তাঁর প্রোডাকশনস হাউসের হাত ধরে। আর সবচেয়ে বড় কথা হল, তাঁর এই ছবিগুলি চলচ্চিত্র সমালোচকদের কাছেও বেশ প্রশংসিত হয়। তাছাড়াও তাঁর প্রযোজনা সংস্থার নতুন ছবি কিরণ রাও পরিচালিত 'লাপাতা লেডিস'ও বর্তমানে চর্চায়। সব মিলিয়ে তাঁর প্রোডাকশনস হাউস থেকে মুক্তি প্রাপ্ত ছবিগুলি দর্শকদের মন ছুঁয়ে যায় বার সমালোচকদের কাছেও বেশ প্রশংসা পায়।
আরও পড়ুন: 'বিয়ে যতই সুখের হোক, অন্য মহিলার প্রয়োজন, পরকীয়া নিয়ে বলেই ফেললেন অর্জুন রামপাল
আর এবার শোনা যাচ্ছে আবার নতুন সব কাজ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবে আমির খানের প্রযোজনা সংস্থা। মিড-ডে-এর রিপোর্ট অনুসারে, আগামী ১৮ মাসের মধ্যে বড় পর্দায় আমির খান প্রোডাকশন জুনায়েদ, রাজকুমার সন্তোষী ('লাহোর ১৯৪৭'-এ সানি দেওলের সঙ্গে কাজ করেছিলেন), 'বীর দাস'-এর হ্যাপি প্যাটেলকে নিয়ে ফিরছে।
আরও পড়ুন: 'আমার জন্য কাজ করবে…' করণের সঙ্গে দ্বন্দের পর নিখিলের দিকে ভরসার হাত বাড়ান সলমন
গত কয়েক বছর ধরে, আমির খান তাঁর প্রোডাকশন হাউসকে একটি স্টুডিওতে রূপান্তরিত করার জন্য কাজ করে চলেছেন। কয়েক মাস আগে, অভিনেতা তথা চলচ্চিত্র নির্মাতা অপর্ণা পুরোহিত, ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অরিজিনালসের প্রাক্তন প্রধান, 'অ্যামাজন প্রাইম ভিডিয়ো' আমির খান প্রোডাকশনকে তার নতুন যাত্রায় নেতৃত্ব দিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল।
আমির খান এবং তাঁর প্রযোজনা দল এই বিষয়্র উপর দিনরাত কাজ করে যাচ্ছেন। পাশাপাশি তাঁরা নিয়ে আসছেন ৩টি নতুন কাজ। এই কাজগুলি একসঙ্গে চলছে। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত পর পর এগুলি আসতে পারে। পাশাপাশি খবর এই নতুন কাজগুলির মধ্যে একটিতে সম্ভবত আমির খানকেও দেখাতে পারে। তাছাড়াও আরও জনপ্রিয় দু'জন অভিনেতা থাকছেন বলে শোন গিয়েছে।
'সিতারে জমিন পার' বর্তমানে পোস্ট প্রোডাকশন পর্যায়ে রয়েছে। আরএস প্রসন্ন পরিচালিত, এই ছবি ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।