বাংলা নিউজ > বায়োস্কোপ > Aamir Khan-Divya Bharti: দিব্যার সঙ্গে চরম দুর্ব্যবহার! তাঁকে সরিয়ে ছবিতে জুহিকে নিয়েছিলেন আমির

Aamir Khan-Divya Bharti: দিব্যার সঙ্গে চরম দুর্ব্যবহার! তাঁকে সরিয়ে ছবিতে জুহিকে নিয়েছিলেন আমির

অভিযোগ, দিব্যাকে সরিয়ে ‘ডর’ ছবিতে জুহিকে নিয়েছিলেন আমির।

১৯৯৩ সালে 'ডর' ছবিতে সানি দেওলের বিপরীতে বেছে নেওয়া হয়েছিল দিব্যাকে। সেই ছবিতে অভিনয় করছিলেন আমিরও। কিন্তু নায়িকাকে তাঁর মনে ধরেনি। অভিযোগ, আমিরের পরামর্শেই ছবি থেকে বাদ পড়েন দিব্যা।

এক ঝলকেই তাঁর প্রেমে পড়েছিল আসমুদ্রহিমাচল। বলিউডের সফলতম নায়িকার শিরোপা উঠেছিল তাঁর মাথায়। এ হেন দিব্যা ভারতীয় সঙ্গে কাজ করতে মুখিয়ে থাকতেন সকলেই। কিন্তু জানেন কি, তাঁকেই একটি ছবি থেকে বাদ দিয়ে দিয়েছিলেন আমির খান?

দিব্যার সঙ্গে আমিরের সম্পর্ক ভালো ছিল না শুরু থেকেই। ১৯৯২ সালে একটি অনুষ্ঠানে অভিনেত্রীর সঙ্গে মঞ্চ ভাগ করে নিতে নারাজ ছিলেন মিস্টার পারফেকশনিস্ট। দিব্যাকে সঙ্গ দিয়েছিলেন সলমন খান।

আমিরের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন দিব্যা। বলেছিলেন, 'আমির মনে করেন, উনি সিনিয়র। আমরা জুনিয়র। আমরা কোনও ভুল করলেই তাই বাদ পড়ে যাব । আমাকে সেই অনুষ্ঠানের এক উদ্যোক্তা বলেন, আমি ভেবেছিলেন, আমি ওঁকে এড়িয়ে চলছি। তাই চলে গিয়েছিলেন। আমি ওঁকে এড়িয়ে চললেই বা কী আসে যায়? আমি ওঁকে সব সময় 'স্যর' বলে সম্বোধন করতাম। ওঁর আচরণে খুব দু:খ পেয়েছিলাম। বাথরুমে বসে ঘণ্টার পর ঘণ্টা কেঁদেছিলাম।'

১৯৯৩ সালে 'ডর' ছবিতে সানি দেওলের বিপরীতে নেওয়া হয়েছিল দিব্যাকে। সেই ছবিতে অভিনয় করছিলেন আমিরও। কিন্তু নায়িকাকে তাঁর মনে ধরেনি। অভিযোগ, আমিরের পরামর্শেই ছবি থেকে বাদ পড়েন দিব্যা। অতীতে এক সাক্ষাৎকারে অভিনেত্রীর মা মিতা ভারতী বলেছিলেন, 'অনেকেই ভাবেন, যশ চোপড়ার সঙ্গে সমস্যার জন্য 'ডর' দিব্যার হাতছাড়া হয়েছিল। বিষয়টি তা নয়। সানি যখন ছবিটি সই করেছিলেন, দিব্যাকে তখন তাঁর বিপরীতে চেয়েছিলেন। কিন্তু আমির চেয়েছিলেন জুহিকে।'

দিব্যাকে নিয়েই 'ডর' তৈরির ঘোষণা করা হয়। এর পর বিদেশে যান অভিনেত্রী। তিনি ফিরতে ফিরতে ছবি চলে যায় জুহির হাতে। পরে অবশ্য আমিরও সেই ছবিতে কাজ করেননি। তাঁর পরিবর্তে নেওয়া হয় শাহরুখ খানকে। দিব্যার মা বলেন, 'সেই সময় যশ চোপড়ার সঙ্গে পরম্পরা ছবিতে কাজ করছিল। তখনই ও দিব্যাকে সরিয়ে জুহিকে জায়গা করে দিয়েছে।'

বন্ধ করুন