বাংলা নিউজ > বায়োস্কোপ > Aamir Khan: অভিনেতা না হলে সেক্স থেরাপিস্ট হতেন আমির! বললেন 'সঙ্গিনীকে খালি বলব কাছে এসো, বাকিটা...'

Aamir Khan: অভিনেতা না হলে সেক্স থেরাপিস্ট হতেন আমির! বললেন 'সঙ্গিনীকে খালি বলব কাছে এসো, বাকিটা...'

অভিনেতা না হলে সেক্স থেরাপিস্ট হতেন আমির!

Aamir Khan: আমির খান একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি অভিনেতা না হলে সেক্স থেরাপিস্ট হতেন। আর কী জানিয়েছিলেন সেখানে?

আমির খান ২০১৬ সালের কফি উইথ করণ সিজন ৫ এর এপিসোড ৭ এ এসেছিলেন অতিথি হয়ে। সেখানেই করণের এই জনপ্রিয় চ্যাট শোতে তিনি জানিয়ে ছিলেন যে তিনি সেক্স থেরাপিস্ট হতেন যদি না অভিনেতা হতেন। সেই পর্বে তাঁর সঙ্গে দঙ্গল খ্যাত অভিনেত্রী তথা সেই ছবিতে অভিনেতার ২ মেয়ে সানিয়া মালহোত্রা এবং ফতিমা সানা শেখ ছিলেন।

আরও পড়ুন: 'গত এক বছর ধরে শিখছি...' নিয়মিত গানের তালিম নিচ্ছেন আমির খান! এবার কি তবে প্লেব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করবেন?

কফি উইথ করণ সিজন ৫ এ কী জানিয়েছিলেন আমির?

সেই শোয়ের সেই পর্বের র‌্যাপিড ফায়ার রাউন্ডে করণ জোহর আমির খানকে জিজ্ঞেস করেন, 'যদি অভিনেতাদের গোপন জীবন থাকত তাহলে সেক্স থেরাপিস্ট কে হতেন?' এই প্রশ্ন শুনেই আমির চটজলদি উত্তর দেন 'আমি।' তারপর সেই কথাকে ব্যাখ্যা করে বলেন, 'এটা আমার হিডেন ট্যালেন্ট। তোমরা কেউ জানো না আমার এই গোপন ট্যালেন্টের কথা।'

তখন করণ তাঁকে জিজ্ঞেস করেন যে কোনও মেয়ে যদি আমিরের কাছে ঘেঁষে তাহলে তিনি কী করবেন? উত্তরে মিস্টার পারফেকশনিস্ট জানান 'আমি তাকে খালি কাছে আসতে বলব। বাকিটা যা করার আমিই করব।'

গান শিখছেন আমির খান?

জুহুতে এদিন একটি গান লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খান। সেখানে এসেছিলেন সেলিম সুলেমান। ৩১ তারিখের এই অনুষ্ঠানে এই দুই সঙ্গীত পরিচালকের উদ্দেশ্যে তিনি জানান তিনিও বর্তমানে গান শিখছেন। হলেন, 'তোমরা হয়তো জানতে খুশি হবে। আমি গান গাওয়া শিখছি।' এদিন আমির আরও বলেন, 'আমি আনুষ্ঠানিক ভাবে তালিম নিচ্ছি গানের। আমার একজন গুরু আছেন, উনিই আমায় গান শেখাচ্ছেন। গত এক বছর ধরে আমি গান শিখছি।' এই বিষয়ে বলে রাখা ভালো, মেয়ে আইরার বিয়ের সময়ও প্রাক্তন কিরণ রাওয়ের সঙ্গে গান গাইতে দেখা গিয়েছিল আমির খানকে।

আরও পড়ুন: বলিউডে কামব্যাকের আগেই বিপদে ফাওয়াদ! ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হল তাঁর এবং সনমের শো বরজাখ, কিন্তু কেন?

আরও পড়ুন: 'রামের থেকে রাবণ ভালো'! বিতর্ক উসকে কেন এমন বললেন এসএস রাজামৌলি?

আমির খানের আগামী কাজ

আমির খানকে শেষবার লাল সিং চাড্ডা ছবিতে দেখা গিয়েছিল। বক্স অফিসে ছবিটি মুখ থুবড়ে পড়ার পর লাইট ক্যামেরা অ্যাকশন থেকে নিজেকে আপাতত সরিয়ে রেখেছেন আমির খান। তবে তাঁকে আগামীতে সিতারে জমিন পর ছবিতে দেখা যাবে। এছাড়া তাঁর প্রযোজনায় আসছে লাহোর ১৯৪৭। রাজকুমার সন্তোষী ছবিটির পরিচালনা করবেন। অভিনয়ে থাকবেন প্রীতি জিন্টা, শাবানা আজমি, করণ দেওল, সানি দেওল, প্রমুখ।

বায়োস্কোপ খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল ভ্যাপসা গরমের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কোন কোন জেলায়? কোনগুলি শুষ্ক থাকবে? ২৩১ রান ও ৫ উইকেট- ‘১৯ নভেম্বরের জুটি’-র তাণ্ডবে ৪৪ ওভারেই ৩১৬ তুলে জিতল অজিরা! Tata Steel World 25K Kolkata: ডিসেম্বরই শহরে বসছে আন্তর্জাতিক ম্যারাথন ইতালির হয়ে খেলেন ১৬ ম্যাচ, তাতেই ১৯৯০ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা, প্রয়াত তোতো রান-আউটই করে দিচ্ছিলেন! পন্তের কাছে ক্ষমা চাইলেন যশস্বী, পরে ডোবাচ্ছিলেন ঋষভ RG কর দুর্নীতিতে কীভাবে ‘গরিবের ডাক্তার’-র ডাক্তারের নাম জড়াল? হতবাক স্থানীয়রা নম্বরে গরমিল, রিভিউ পিটিশন করতে পারে SSC, উচ্চপ্রাথমিকে নিয়োগে ফের জটিলতা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.