বাংলা নিউজ > বায়োস্কোপ > 'মানসিক ভাবে প্রস্তুত যখন হব', ভক্তদের খারাপ খবর দিলেন আমির

'মানসিক ভাবে প্রস্তুত যখন হব', ভক্তদের খারাপ খবর দিলেন আমির

ভক্তদের খারাপ খবর দিলেন আমির

Aamir Khan: লুক বদলে ফেলেছেন আমির খান। জানালেন আজকাল তিনি না করছেন শেভ, না কাটছেন চুল। কিন্তু কেন এমন বেশ বদল করলেন তিনি?

আমির খানকে সম্প্রতি পঞ্জাবি ছবি ‘ক্যারি অন জাট্টা’র ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে দেখা গেল। এই ছবিতে গিপ্পি গ্রেওয়াল, সোনম বাজওয়া , কবিতা কৌশিক, গুরপ্রীত গুগ্গি, প্রমুখকে দেখা যাবে। এই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে গিয়ে অভিনেতা একাধিক বিষয়ে কথা বলেন, সেখানে তিনি নিজের নতুন লুক নিয়েও কথা বলেন। ভক্তরা তাঁর থেকে আকুল হয়ে জানতে চান তিনি কি আবার পর্দায় ফিরছেন? এই লুক চেঞ্জ কি সেটার জন্যই? কী জবাব দিলেন অভিনেতা?

এই আমির খান বলেন, 'লুক বদল করিনি। এসব কিছু না। আমি এখন খালি শেভ করছি না। চুলও কাটছি না।'

এই অনুষ্ঠানে অভিনেতা তবে লুকসের পাশাপাশি জিজ্ঞেস করা হয় যে তিনি কেন ‘লাল সিং চাড্ডা’ ছবিটির পর আর কোনও নতুন ছবির কথা ঘোষণা করেননি? উত্তরে অভিনেতা বলেন এই মুহূর্তে তাঁর পরিবারের সঙ্গেই সময় কাটাতে ভালো লাগছে। প্রসঙ্গত গত বছর লাল সিং চাড্ডা ছবিটি মুক্তি পেয়েছিল। তাঁর সঙ্গে সেই ছবিতে করিনা কাপুর খানকে দেখা গিয়েছিল। এরপর যদিও তাঁকে শেষবার কাজল অভিনীত ছবি ‘সালাম ভেঙ্কি’ ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যায়।

অভিনেতাকে তাঁর কেরিয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আজ আমাদের উচিত কেবল মাত্র ক্যারি অন জাট্টা ছবি নিয়ে কথা বলা। কিন্তু আপনারা যেহেতু সবাই ভীষণ কিউরিয়াস হয়ে আছেন সেহেতু উত্তরটা দিয়েই দিই। আমি এখনও কোনও ছবি করার সিদ্ধান্ত নিইনি। আমি এখন খালি আমার পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। আমার এটা ভালো লাগছে, কারণ আমি এটা এখন করতে চাইছি। আমি আবার যখন ইমোশনালি কোনও ছবির জন্য তৈরি হবো আবার তখন নিশ্চয় কোনও ছবিতে কাজ করব।'

বন্ধ করুন