বলিউডের ইতিহাসে যে তারকাদের অবদান সব থেকে বেশি তাদের মধ্যে রয়েছেন শাহরুখ খান, সলমন খান এবং আমির খান। এই তারকারা ইন্ডাস্ট্রি থেকে সরে গেলে মুখ থুবড়ে পড়বে ভারতীয় সিনেমা, এমনটাই মনে করা হয়। কিন্তু এই মতামত একেবারেই সম্মতি জানাতে নারাজ আমির।
বলিউডের শেষ তারকা প্রসঙ্গে আমির খান ইনস্ট্যান্ট বলিউডকে বলেন, ‘আমরাই শেষ তারকা, এমন কোনও কথা নেই। বর্তমান বা ভবিষ্যৎ প্রজন্ম যারা আছেন, তাঁরাও আগামী দিনে বড় তারকা হয়ে উঠবেন। আমাদের পরে অনেকে আসবেন, যারা নিজেদের প্রতিষ্ঠিত করবেন বলিউডে।’
আরও পড়ুন: সম্পত্তির নিরিখে হারিয়ে দিয়েছেন রণবীর-রজনীকান্তকে,কে ভারতের এই ধনী কমেডিয়ান?
আরও পড়ুন: 'ওই একটি দৃশ্যে তুমি...', দঙ্গল সিনেমায় আমিরের কোন ভুল চোখে পড়েছিল অমিতাভের?
আমির বলেন, ‘একটা সময় আসবে, আমাদের কথা মনেও থাকবে না কারোর। হয়ত এখন কথাটা হাস্যকর মনে হচ্ছে, কিন্তু এমনটাই হবে। আমাদের আগের প্রজন্মের সঙ্গেও তাই হয়েছে। এই ভাবেই চলবে সবকিছু। এটাই পৃথিবীর রীতি। সময় এই ভাবেই এগিয়ে যায়।’
শাহরুখ এবং সলমনের সঙ্গে কাজ করার প্রসঙ্গে আমির বলেন, ‘একটা প্রজেক্ট নিয়ে কথাবার্তা তো চলছে। আগামী দিনের সিনেমা হিট হবে না ফ্লপ তা জানি না কিন্তু আমাদের একসঙ্গে পর্দায় দেখে যে ভীষণ খুশি হবেন দর্শকরা, এটুকু গ্যারান্টির সঙ্গে বলতে পারি।’
আরও পড়ুন: ‘আমি আমার মুখ নিয়ে…’, প্লাস্টিক সার্জারির গুজব নিয়ে এবার মুখ খুললেন অবনীত
আরও পড়ুন: প্রথমে চাননি আসতে, অবশেষে ‘খতরো কে খিলাড়ি’ কাঁপাতে আসছেন এই ‘বিগ বস’ প্রতিযোগী
প্রসঙ্গত, বর্তমানে আমির ‘সিতারে জামিন পার’ সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত। খুব শীঘ্রই এই সিনেমাটি মুক্তি পাবে। ‘লাল সিং চাড্ডা’ সিনেমার ব্যর্থতার পর এই সিনেমাটি নিয়ে ভীষণ আশাবাদী আমির। অন্যদিকে ব্যক্তিগত জীবনে নতুন গার্লফ্রেন্ডের আগমন হওয়ায় এখন বেশ ফুরফুরে মেজাজে থাকেন আমির।
অন্যদিকে, সলমন তাঁর আসন্ন ছবি 'সিকান্দার' মুক্তির অপেক্ষায় রয়েছেন। এই অ্যাকশন ড্রামায় অভিনয় করেছেন রশ্মিকা মান্দান্না, কাজল আগরওয়াল, প্রতীক বাব্বর, শর্মন জোশী এবং সত্যরাজ। সিনেমাটি আগামী ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। শাহরুখ ব্যস্ত আইপিএল নিয়ে।