প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গুজরাটে স্ট্যাচু অফ ইউনিটির সামনে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইতে দেখা গিয়েছিল আমির খানকে। কিন্তু কেন তিনি মুম্বই থেকে গুজরাটে গেলেন প্রজাতন্ত্র দিবস পালন করতে? শুধুই কি প্রজাতন্ত্র দিবস পালন, নাকি অন্য কোনও কারণ ছিল গুজরাটে যাওয়ার?
২০২৫ সালের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গুজরাটে উপস্থিত ছিলেন আমির খান। প্রজাতন্ত্র দিবস নিয়ে কথা বলতে বলতে আমির গুজরাটের সঙ্গে তাঁর স্মৃতি বিজড়িত কিছু কথাও তুলে ধরেন সংবাদমাধ্যমের সামনে। জানাতে ভোলেন না, আগামী সিনেমা অর্থাৎ সতারে জামিন পার সিনেমার ক্লাইম্যাক্স শ্যুট গুজরাটের ভাদোদরায়।
আরও পড়ুন: প্রিয়াঙ্কার বলিউড সফরকে সম্মান আমূলের, বিজ্ঞাপন দেখে কী বললেন ‘দেশি গার্ল’?
আরও পড়ুন: মন্নত নয়, এটাই ছিল মুম্বইয়ে শাহরুখের প্রথম বাড়ি! সেখানেই শুরু পুনঃনির্মাণের কাজ
১৬ বছর পর ফের দর্শিল সাফারির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন আমির খান। ছোট্ট ঈশানের যে গল্প দেখে রীতিমতো মুগ্ধ হয়েছিল গোটা বিশ্ব, সেই গল্পের দ্বিতীয় পর্ব অর্থাৎ তরুণ ঈশানের গল্প আসতে চলেছে চলতি বছরের বড়দিনে। সিনেমার একটি বিশেষ দৃশ্য শ্যুট করা হয়েছে গুজরাটে।
গুজরাটে শ্যুটিং নিয়ে কথা বলতে গিয়ে আমির খান বলেন, যখন আমি খুব ছোট ছিলাম তখন বাবার সঙ্গে এসেছিলাম গুজরাটে। বাবার অনেক ছবির শ্যুটিং হত এখানে। এত বছর পর যখন এখানে আসলাম তখন কত কিছুই না মনে পড়ে যাচ্ছে। তবে অনেক কিছু পরিবর্তন হয়েছে এখানে। রাস্তাঘাট, বাড়িঘর সবকিছুই পাল্টে গেছে। যখন আমি প্রথম এখানে আসি তখন আমার বয়স ছিল ১২। প্রতিবছর যেন অল্প অল্প করে পাল্টে যাচ্ছে শহরটা।
আরও পড়ুন: ওশো রজনীশ হয়ে ধরা দেবেন মিঠুন! মহাগুরু বলছেন, ‘লোকে বলে আমায় ওঁর মতো দেখতে…’
আরও পড়ুন: হাড্ডাহাড্ডি লড়াই জগদ্ধাত্রী-কোন গোপনের! এই সপ্তাহে সবাইকে ছাপিয়ে TRP টপার হল পরিণীতা নাকি ফুলকি?
সিনেমার প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমির বলেন, এই বছরের শেষে অর্থাৎ বড়দিনে সিনেমাটি মুক্তি পাবে। আশা করি সিনেমার গল্প আপনাদের ভীষণ ভালো লাগবে। তবে আগের গল্পটা যেমন সকলকে কাঁদিয়েছিল, এই গল্পটা সকলকে হাসাবে। আবেগপ্রবণ গল্প নিয়ে তৈরি নয় সিতারে জামিন পার।
প্রসঙ্গত, আমির খান এবং দর্শিল সাফারি ছাড়া এই সিনেমায় অভিনয় করছেন জেনালিয়া ডিসুজা, শাহিদ কাপুর, টাইগার শ্রফ, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, রাহুল কোহলি, আরবাজ খান, সোনালী কুলকার্নি এবং বিশেষ ভূমিকা অভিনয় করবেন নিখত খান(আমির খানের দিদি)।