আমির খান সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত হওয়া রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিয়েছিলেন। সেখানে তাঁকে সম্মান জানানো হয়। সেখানেই তাঁকে বলতে শোনা যায় যে বলিউডের ৩ খানকে কি আদৌ দর্শকরা কোনও ছবিতে দেখতে পাবেন কী পাবেন না। দর্শকদের আশ্বাস দিয়ে কী বললেন মিস্টার পারফেকশনিস্ট?
আরও পড়ুন: কনসার্টের মাঝে হুমড়ি খেয়ে মুখ থুবড়ে পড়তে পড়তে বাঁচলেন এপি ধিলোঁ! নিমেষে ভাইরাল ভিডিয়ো
বলিউডের ৩ খানকে এক ছবিতে দেখা যাওয়া নিয়ে কী বললেন আমির?
আমির খান এদিন আলাপচারিতায় জানান বলিউডের ৩ খান একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন। তাঁরা সেই ছবিতে কাজ করার জন্য ভাবনা চিন্তা করেছেন, কথাও বলেছেন। তিনি এও জানান যে আজ নয়, বরং ছয় মাস আগেই তিনি শাহরুখ এবং সলমনকে তাঁর এই ভাবনার কথা জানিয়েছেন যে তাঁরা তিনজন যদি একসঙ্গে একটা ছবিতে কাজ করতে পারেন সেটা তাহলে দারুন হবে।
আমিরের কথায়, 'প্রায় ছয় মাস আগে আমি, শাহরুখ এবং সলমন একসঙ্গে বসেছিলাম। তখন আমরা এই বিষয় নিয়ে কথা বলেছি। আমিই সেই মানুষটা যে এই আইডিয়া দিয়েছি এবং ওদের দুজনকে মানে শাহরুখ এবং সলমনকে বলেছি যে আমরা যদি একসঙ্গে কাজ না করতে পারি তিনজন মিলে তাহলে সেটা খুবই দুঃখজনক হবে।'
তিনি এদিন আরও জানান, 'ওরা দুজনও সম্মতি জানিয়েছেন। ওরাও বলেছেন আমাদের একসঙ্গে ছবি করা উচিত। আমাদের ৩ জন মিলে। আশা করব সেটা জলদিই হবে। তবে সেটার জন্য সঠিক গল্প চাই। তাই আমরা এখন সঠিক স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করে আছি। মুখিয়ে আছি বলা ভালো একসঙ্গে কাজ করার জন্য।'
প্রসঙ্গত আমির খানকে শেষবার দর্শকরা ফরেস্ট গাম্প ছবিটির রিমেক লাল সিং চাড্ডা ছবিতে দেখেছিলেন। কিন্তু বক্স অফিসে ছবিটি সেভাবে না চলায় তিনি আপাতত ক্যামেরার সামনে থেকে দূরে আছেন। যদিও আগামীতে তাঁকে সিতারে জমিন পর ছবিতে দেখা যাবে। জেনেলিয়া ডিসুজা থাকবেন সেই ছবিতে।