বুধবার সকালে প্রাক্তন স্ত্রী রিনা দত্তর বাড়িতে ছুটলেন বলিউড অভিনেতা আমির খান ও তার মা জিনাত হুসেন। মুম্বইয়ে রিনার বাড়ির বাইরে শোকস্তব্ধ আমিরের ছবি পাপারাৎজিদের ক্য়ামেরায় বন্দি হয়েছে। রিনার সঙ্গে বিয়ে ভেঙেছে দু-দশক আগে। তবে প্রাক্তন স্ত্রীর সঙ্গে বন্ধুত্ব আজও অটুট আমিরের। কঠিন সময়ে রিনার হাত শক্ত করে ধরলেন আমির। এদিন পিতৃহারা হন রিনা দত্ত।
বুধবার সকালেই প্রয়াত হয়েছেন আমিরের প্রাক্তন স্ত্রী রিনা দত্তের বাবা। সেই খবর কানে পৌঁছানো মাত্রই রিনার বাড়ি হাজির আমির খান। ভিডিয়োতে দেখা যায়, রিনার বাড়ি থেকে বেরিয়ে আসছেন আমির। বুকে হাত রেখে ছবি শিকারিদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন আমির। শুধু আমির নন, তাঁর মাও প্রাক্তন বেয়াইয়ের প্রয়াণের খবর পেয়ে পৌঁছেছিলেন রিনার কাছে।
আমিরের পাশের বাড়ির মেয়ে রিনা। ভালোবেসে ১৯ বছরের রিনাকে বিয়ে করেছিলেন বছর ২১-এর ঝকঝকে যুবক আমির। তাঁদের প্রেম কাহিনি কোনও ফিল্মের গল্পের চেয়ে কম রোমাঞ্চক নয়। পাশের বাড়ির মেয়ে রিনার সৌন্দর্যে ছেলেবেলা থেকেই বুঁদ ছিলেন আমির। ১৯৮৬ সালে বিয়ে হয়েছিল রিনা-আমিরের। ২০০২ সালে ১৬ বছর দীর্ঘ দাম্পত্যে ইতি টানেন দুজনে। তাঁদের দুই সন্তান ইরা খান ও জুনেইদ খান।
রিনার সঙ্গে বিচ্ছেদের মাস কয়েক পরে কিরণ রাও-কে বিয়ে করেন আমির। সেই বিয়ের বাঁধনও এখন অতীত। কিরণ ও আমিরের এক পুত্র আজাদ। সারোগেসির মাধ্যমে মা হয়েছিলেন কিরণ।
আমির-রিনার মেয়ে ইরা খানের বিয়ের আসরে এক ছাদের তলায় পাওয়া গিয়েছিল গোটা পরিবারকে। ইরার দুই মা (কিরণ, রিনা) যাবতীয় অনুষ্ঠানের গুরু দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছিলেন। কিরণ ও রিনার মধ্যেও বন্ধুত্ব চোখে পড়ার মতো।
আরও পড়ুন-গলি ক্রিকেটে বরকে হারানোর চ্যালেঞ্জ অনুষ্কার! বউয়ের বানানো নিয়মের গেরোয় নাস্তানাবুদ বিরাট
বছরের শুরুতে জুমের সঙ্গে রিনাকে নিয়ে কথা বলেছিলেন কিরণ। তিনি বলেন, ‘রিনা কখনো সংসার ছেড়ে যায়নি। আমির এবং রিনার যখন বিবাহবিচ্ছেদ হয়েছিল তখনও এটি অনেকটা একই রকম ছিল। রিনার পরিবার রিনার প্রতি অত্যন্ত রক্ষণশীল ছিল এবং যখন আমি বিয়ে করি, রিনা তখনও (আমদের) পরিবারের একটি অংশ ছিল এবং আমরা সত্যিই ভাল বন্ধু হয়ে উঠেছিলাম কারণ সে একজন দুর্দান্ত মানুষ। আমি তাকে ভীষণ ভালোবাসি, সে আমার প্রিয় বন্ধু’।
চলতি বছরের শুরুর দিকে 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-তে কথা বলতে গিয়ে নিজের জীবনের বেশ কিছু ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন আমির। জানিয়ছিলেন, প্রসব যন্ত্রণায় কাতরানোর সময় রিনা একবার চড় মেরেছিলেন আমিরকে।
আমিরের ছবি
আমিরকে শেষ দেখা গিয়েছিল লাল সিং চাড্ডা ছবিতে, যা বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। আগামীতে তাঁকে দেখা যাবে সিতারে জমিন পর ছবিতে। রাজকুমার সন্তোষী পরিচালিত 'লাহোর ১৯৪৭' প্রযোজনা করবেন আমির। এই ছবিতে অভিনয় করছেন সানি দেওল ও প্রীতি জিন্টা।