রিয়া চক্রবর্তীকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আমির খান অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে তাঁর পরিবার কীভাবে প্রতিক্রিয়া জানায় সে সম্পর্কে কথা বলেছেন। আমির খান জানান, তিনি তাঁর সর্বশেষ ছবি 'লাল সিং চাড্ডা' তাঁর পরিবারের উদ্দেশে উৎসর্গ করেছেন। পাশাপাশি তিনি জানান যে, তাঁর পরিবার যখন তাঁর অভিনয় থেকে বিরত থাকার সিদ্ধান্ত প্রথমবার শোনেন, তখন তাঁরা হতবাক হয়ে যান, এবং তাঁকে অভিনয় ছেড়ে না যাওয়ার জন্য বোঝানোর চেষ্টা করেন।
রিয়া চক্রবর্তীর পডকাস্ট 'চ্যাপ্টার ২'-এ আমির এ প্রসঙ্গে বলেন, 'তিন বছর আগে যখন আমি ওঁদের বলেছিলাম যে আমি ছবিতে অভিনয় করা ছেড়ে দিচ্ছি, তখন তাঁদের প্রতিক্রিয়া ছিল, 'তুমি কীভাবে ছবিতে অভিনয় করা ছাড়তে পারো? তুমি গত ৩০ বছর ধরে পাগলের মতো কাজ করেছো, এই বিনোদন জগতের সঙ্গে তুমি ওতোপ্রতো ভাবে জড়িয়ে রয়েছ। তুমি এই মুহূর্তে আবেগপ্রবণ হয়ে হয়তো এটা বলছ, কিন্তু তুমি এটা করতে পারবে না।' আমি তাঁদের কথায় শুধু মাথা নেড়ে বলে ছিলাম ঠিক আছে। তারপর আমি আমার টিমকে ডাকলাম, মানে আমার প্রযোজনা টিম… সেখানে কিরণও (করণ রাও) ছিলেন। আমি বলেছিলাম যে আমার এই কোম্পানির আর প্রয়োজন নেই, কারণ আমি আর ছবি বানাতে চাইছি না। কিন্তু আপনারা সবাই একই পেশায় আছেন এবং ছবি করতে চান, তাই আমি চাই আপনারা আমার থেকে কোম্পানির শর্ত নিয়ে, নিজেদের মতো করে ছবি বানান।'
আরও পড়ুন: 'শাহরুখ খান আমার বেঞ্চমার্ক…' অভিনেতাকে কীসের মাপকাঠি বানালেন উরফি জাভেদ?
আমির জানান যে, তাঁরা সবাই তাঁর সিদ্ধান্তে বেশ হতবাক, বিরক্ত এবং বিভ্রান্ত বোধ করেন। আমির বলেন, 'এই সব শুনে কিরণ আমাকে বলেছিলেন, 'তুমি আমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছ?' আমি বললাম, 'না আমি ছবি করা ছাড়ছি কেবল, এবং এখন আমি তোমাদের সকলের সঙ্গে আরও বেশি করে সময় কাটাব। কিরণ বলেন, 'না, তুমি এই মুহূর্তে বুঝতে পারছ না। তুমি যদি ছবি করা ছেড়ে দাও, তবে তুমি তোমার জীবন এবং পৃথিবীকে ছেড়ে দিচ্ছ জানবে। আর আমরাও তোমার সেই পৃথিবীর অংশ, তাই তুমি আমাদেরও ছেড়ে চলে যাচ্ছ।' এই সব বলতে বলতে কিরণ কেঁদে ফেলেছিলেন। আমি তাঁকে বলি এটা হবে না, তুমি ভুল ভাবছো। কিন্তু এখন বুঝতে পারি যে, কিরণ সঠিক ছিলেন, যা আমি তখন বুঝতে পারিনি, তা কিরণ বুঝে ছিলেন।'
আরও পড়ুন: দেশি লুকে ভাইয়ের বিয়েতে হাজির প্রিয়াঙ্কা! নিক নয়, সঙ্গে কোন প্রিয়জন এলেন?
কাজের সূত্রে, আমিরকে শেষ দেখা গিয়েছিল 'লাল সিং চাড্ডা' ছবিতে। এই ছবিটি বক্স অফিসে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি। তিনি সম্প্রতি কিরণ পরিচালিত দ্বিতীয় ছবি 'লাপাতা লেডিস'-এর প্রযোজনা করেছেন, যা মুক্তির পর সমালোচকদের প্রশংসা পেয়েছে। আমির বর্তমানে 'সিতারে জমিন পার'-এ কাজ করছেন। এই গল্পে ডাউন'স সিনড্রোমের বিষয়টি ফুটে উঠবে।