বলিউড অভিনেতা আমির খান বর্তমানে তাঁর প্রেম নিয়ে রয়েছেন খবরে। জন্মদিনের আগের রাতে, বান্ধবী গৌরী স্প্রেটের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন আমির। তারপর থেকেই চর্চা যেন আর থামার নামই নিচ্ছে না।
গৌরী আর আমিরের প্রেম-চর্চায় যে প্রশ্নটা কমন, তা হল কী দেখে সুপারস্টারের প্রেমে পড়লেন গৌরী। নিজেই অবশ্য এই জবাব দিয়েছিলেন তিনি। আমির খানের প্রাক-জন্মদিনের মিটে গৌরী স্প্র্যাট সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘আমি এমন একজনকে চেয়েছিলাম যিনি দয়ালু, ভদ্র এবং যত্নশীল।’
এতে অবশ্য আমির মস্করা করে বলেন, ‘আর এত কিছুর পরেও তুমি আমাকে পেয়েছ’! জানা যায়, বিগত ২৫ বছর ধরে গৌরী ও আমির চেনেন একেঅপরকে। তবে মাঝে অনেকটা সময় ছিলেন না সংস্পর্শে। এরপর মাত্র দুই বছর আগে, তারা পুনরায় সংযুক্ত হন এবং প্রেমে পড়েন একে-অপরের।
গৌরীকে বেছে নেওয়ার কারণ হিসেবে আমির জানিয়েছিলেন, ‘আমি এমন কাউকে খুঁজছিলাম যার সঙ্গে আমি শান্ত থাকতে পারি, যিনি আমাকে শান্তি দিতে পারেন। আর তিনি হলেন গৌরী। তিনি আমাকে সুপারস্টার হিসেবে দেখেন না।’ গৌরী, যার ইন্ডাস্ট্রির সঙ্গে খুব একটা যোগাযোগ নেই এদিন জানিয়েছিলেন, ‘আমিরের বেশিরভাগ সিনেমাই আমি দেখিনি।’ গৌরী আরও জানান যে, কয়েক বছর আগে তিনি 'দিল চাহতা হ্যায়' এবং 'লগান' দেখেছিলেন। তবে আমিরের আক্ষেপ, তাঁর বান্ধবীএখনও দেখেননি ‘তারে জমিন পর’।
গৌরী বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেছেন এবং বেড়ে উঠেছেন গৌরী আরও জানান যে, কয়েক বছর আগে তিনি 'দিল চাহতা হ্যায়' এবং 'লগান' দেখেছিলেন। চলচ্চিত্র থেকে গৌরীর দূরত্ব তাদের সম্পর্ককে টিকিয়ে রেখেছে কিনা জানতে চাইলে আমির বলেন, "তিনি আমাকে সুপারস্টার হিসাবে দেখেন না, তিনি আমাকে একজন অংশীদার হিসাবে দেখেন। আমির অবশ্য চেয়েছিলেন 'তারে জামিন পার' দেখুক।
কে এই গৌরী?
জানা যাচ্ছে, গৌরী বেঙ্গালুরুর বাসিন্দা, বেঙ্গালুরুতে একটি খ্যাতনামা সেলুনের মালিক রীতা স্প্রেটের মেয়ে গৌরী। প্রায় সারা জীবন ওই শহরেই থেকেছেন তিনি। গৌরীর লিঙ্কডইন প্রোফাইল থেকে জানা যায়, ২০০৪ সালে লন্ডনের ইউনিভার্সিটি অব আর্টস থেকে এফডিএ স্টাইলিং অ্যান্ড ফটোগ্রাফি নামে একটি ফ্যাশন কোর্স করেন তিনি। তার লিঙ্কডইন প্রোফাইল বলছে, বর্তমানে তিনি মুম্বাইয়ে একটি BBlunt সেলুন চালাচ্ছেন।
তবে গৌরীকে বিয়ে করা নিয়ে আমিরের জবাব ছিল, 'দেখুন, আমরা পুরোপুরি কমিটেড। আমি দু'বার বিয়ে করেছি। তবে আব ৬০ বছরে এসে ফের বিয়ে করাটা ঠিক দেখাবে না। তবে দেখা যাক…।' প্রসঙ্গত, এর আগে রীনা দত্ত, ও কিরণ রাও-কে বিয়ে করেছিলেন আমির, তবে তাঁদর সঙ্গে বিচ্ছেদের হওয়ার পরও সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। অভিনেতা জানান, তাদের দুজনের ২৫ বছর আগেই দেখা হয়েছিল তবে যোগাযোগ হারিয়ে যায়। এবং ২ বছর আগে যোগাযোগ হয় তাঁদের।