বলিউড তারকা আমির খান, বৃহস্পতিবার সন্ধায় মুম্বইয়ের এক হোটেলে, প্রি বার্থ ডে মিট অ্যান্ড গ্রিট রেখেছিলেন মিডিয়ারজন্য। আর সেখানেই, সকলেরসঙ্গে প্রেমিকা গৌরী স্প্রেটকে মিডিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে সকলকে স্তম্ভিত করে দিয়েছিলেন। স্বভাবতই এখন চর্চায় আমিরের এই প্রেমিকা। এখন, সোশ্যাল মিডিয়ায় গৌরীর একটি নতুন ছবি ভাইরাল।
গৌরী স্প্র্যাট সম্পর্ক
শনিবার ইনস্টাগ্রামে গৌরীর একটি নতুন ছবি প্রকাশ্যে এলে নিমেষে তা ভাইরাল হয়। ছবিতে দেখা যাচ্ছে, কালো লেগিংসের সঙ্গে ল্যাভেন্ডার কুর্তা পরেছেন গৌরী। তার হাসি মুখ ছবিটিকে আরও সুন্দর করেছে।
আরও পড়ুন: ‘কারও গল্পে তুই ভিলেন…’! যিশুর জন্মদিনে পাশে নেই নীলাঞ্জনা, অভিনেতা ভাইকে খোলা চিঠি দিদি রাইয়ের
গৌরীর নতুন ছবি দেখে উচ্ছ্বসিত আমির খানের ভক্তরা।একজন লিখেছেন, ‘ওকে খুব সুন্দর লাগছে’। আরেকজন লিখেছেন, ‘সাধারণ কুর্তিতেও খুব কিউট। এতে অবাক হওয়ার কিছু নেই যে, আমির তাঁর প্রেমে পড়েছেন।’
আমির ও গৌরীর সম্পর্ক
গৌরীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করে আমির জানান যে, দেড় বছরেরও বেশি সময় ধরে তাঁরা একসঙ্গে রয়েছেন। শুক্রবার ৬০ বছরে পা দেওয়ার একদিন আগে, এই সুপারস্টার একটি অনানুষ্ঠানিক মিট অ্যান্ড গ্রিট ইভেন্টে তার সঙ্গীকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
তিনি বলেছিলেন, ‘আমরা সম্পর্কে আছি। একে-অপরকে নিয়ে আমরা এতটাই নিরাপদ যে, বুঝতে পেরেছিলাম আমরা এবার নিজেদের সন্তানদের বলতে পারব। আর এটাই ভালো, আমাকেও আর কিছু লোকাতে হবে না। আমারমনে হয়েছিল, আপনাদের সকলের সঙ্গে ওর দেখা করানোর এর চেয়ে ভালো সময় আর হতে পারে না। গতকাল ওর সঙ্গে শাহরুখ ও সলমনেরও পরিচয় করিয়েছি।’
অভিনেতা রিনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে এর আগে দু'বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অনুষ্ঠানে বিয়ের পরিকল্পনা নিয়েও কথা বলেন তিনি। তিনি বলেন, 'দেখুন, আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। আমি দু'বার বিয়ে করেছি। তবে এই ৬০ বছর বয়সে এসে মনে হয় বিয়ে করাটা ঠিক হবে না। তবে দেখা যাক।
গৌরী বেঙ্গালুরুর বাসিন্দা। বেঙ্গালুরুতে একটি সেলুনের মালিক রীতা স্প্রেটের মেয়ে গৌরী প্রায় সারা জীবন সেই শহরেই থেকেছেন। তার লিঙ্কডইন প্রোফাইল বলছে, বর্তমানে তিনি মুম্বইয়ে একটি বিব্লান্ট সেলুন চালাচ্ছেন। সঙ্গে আমিরের প্রযোজনা সংস্থাতেও কাজ করছে। গৌরী ও আমির একে-অপরকে চেনেন প্রায় ২৫ বছর ধরে।