বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘লাল সিং চাড্ডা’ আর ‘পিকে’-র মধ্যে একটা বড় মিল আছে, নিজের মুখে মেনে নিলেন আমির

‘লাল সিং চাড্ডা’ আর ‘পিকে’-র মধ্যে একটা বড় মিল আছে, নিজের মুখে মেনে নিলেন আমির

লাল সিং আর পিকে-র মধ্যে দর্শকদের সামঞ্জস্য খুঁজে বের করা নিয়ে যা জানালেন আমির। 

Aamir Khan On Laal Singh Chaddha: আমির নিজের মুখেই জানালেন লাল সিং আর পিকে-র মধ্যে একটা মিল আছে। সঙ্গে দর্শকদের কাছে আবেদন করলেন তাঁরা যেন নতুন ছবিখানা হলে গিয়ে দেখেন।

গত কয়েকদিন ধরেই চর্চায় আছেন আমির খান। ১১ অগস্ট মুক্তি পাবে অভিনেতার পরের ছবি ‘লাল সিং চাড্ডা’। আসন্ন এই ছবি নিয়ে নানা ধরনের কথা উঠছে। একাংশ তো সিনেমা বয়কট করার ডাক দিয়ে ফেলেছে। আরেকাংশ আবার দাবি তুলেছেন পিকে-র সঙ্গে মিল রয়েছে লাল সিং চাড্ডার। দর্শক মনে ওঠা এই দ্বন্দ্বের জবাব দিতে দেখা গেল আমির খানকে। 

আমির নিজের মুখেই জানালেন লাল সিং আর পিকে-র মধ্যে একটা মিল আছে। সঙ্গে দর্শকদের কাছে আবেদন করলেন তাঁরা যেন নতুন ছবিখানা হলে গিয়ে দেখেন। 

মে মাসেই ‘লাল সিং চাড্ডা’র ট্রেলার দেখে নিজেদের হতাশা প্রকাশ করেছিলেন সোশ্যালে। সেই সময় তাঁদের বলতে শোনা গিয়েছিল, লাল সিং চাড্ডাতেও পিকে-র মতো চোখ গোল গোল করে এক্সেপ্রেশন দিয়েছেন আমির। এমনকী তাঁদের দাবি ছিল থ্রি ইডিয়ট আর ধুম ৩-তেও একই মুখোভঙ্গি ছিল আমির খানের। আরও পড়ুন: যশের নায়িকার সঙ্গে চুপিচুপি প্রেম করছেন টেলিভিশনের এই খলনায়ক? জেনে নিন কারা এরা

এই প্রসঙ্গেই পিঙ্ক ভিলাকে দেওয়া সাক্ষাৎকারে আমির বলেন, ‘আমার মনে হয় আপনারা আগে গিয়ে ছবিখানা দেখুন তারপর ঠিক করুন। তবে আপনাদের বলব লাল সিং আর পিকে-র চরিত্রটার মধ্যে একটা মিল আছে আর তা হল সারল্য। লাল যেমন সরল, তেমনই পিকে-ও ছিল। এই দুটো চরিত্রের সবচেয়ে বড় গুণ কিন্তু এটাই। আমি জানি আপনারা যখন লাল সিং কে দেখবেন, তখন ব্যাপারটা ধরতে পারবেন। তবে কখনই লাল সিং-কে দেখে আপনাদের পি-কে লাগবে না।’ আরও পড়ুন: ‘এরকম করলে তো…’, লাল সিং চাড্ডা বয়কট করার ডাক নিয়ে যা বললেন করিনা

২০১৪ সালে আমির খানের সুপারহিট ছবি ছিল পিকে। তিনি অভিনয় করেছিলেন একজন এলিয়েনের চরিত্রে, যে বাইরের গ্রহ থেকে পৃথিবীতে এসেছিল। ছবিতে ছিলেন অনুষ্কা শর্মা, সুশান্ত সিং রাজপুত। পিকে পরিচালনা করেছিলেন রাজকুমার হিরানি। 

লাল সিং চাড্ডা বয়কট করার ডাক নিয়ে আমির জানিয়েছেন, ‘অনেকেই মনে মনে বিশ্বাস করে আমি ভারতবর্ষকে ভালোবাসি না। এটা সত্যি নয়। বরং ভুল, মিথ্যে। দুর্ভাগ্যজনক কিছু মানুষ মনে মনে এমন ভাবে। দয়া করে আমার ছবি বয়কট করবেন না। দয়া করে দেখুন ছবিখানা।’

 

বন্ধ করুন