এই তো কয়েকদিন আগে পরিণীতির জন্য মুম্বই উড়ে এসেছিলেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা। লাঞ্জ থেকে ডিনার, সবই একসঙ্গে সেরেছিলেন। এবার রাঘবের টানে দিল্লি পৌঁছলেন পরিণীতি। দিল্লি বিমানবন্দরে দেখা গেল তাঁদের দুজনকে। বোঝা গেল পরিণীতিকে নিতেই সেখানে পৌঁছেছিলেন রাঘব। হবু বর তথা আপ নেতার গাড়িতে উঠে বিমানবন্দর থেকে বের হয়ে গেলেন পরিণীতি। খুব সম্ভবত রাঘবের দিল্লির বাড়িতেই তিনি গিয়ে উঠেছেন।
এদিন দিল্লি বিমানবন্দরে পরিণীতিকে দেখা যায় ব্ল্যাক টি-শার্ট, লম্বা ব্ল্যাক জ্যাকেট ও জিন্সে। আর রাঘব পরেছিলেন ফর্মাল শার্ট ও প্যান্ট। এদিকে পরিণীতি কিংবা রাঘব, তাঁদের প্রেমের কথা মুখে না বললেও তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্টে একপ্রকার সেটা স্পষ্ট করেছেন। পরিণীতির পোস্ট থেকে জানা যাচ্ছে, তিনি দিল্লি ঘুরেছেন, পুরনো দিল্লির একটি ক্যাফে থেকে মোমো খেয়েছেন, শহর ঘুরে দেখেছেন।
আরও পড়ুন-বাগদানও হয়ে গিয়েছে, বিয়ের অপেক্ষায় পরিণীতি-রাঘব! রাজনীতিবিদের টুইটে ফাঁস তথ্য…
আরও পড়ুন-রেডরোডের ধর্না মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে সোহম, নুসরতরা, কিন্তু মিমি গেলেন কোথায়?
এদিকে আপ নেতা রাঘব চাড্ডাও একটি সমাবেশে ছবি ইনস্টাস্টোরিতে পোস্ট করলে, পরিণীতিকে সেটা লাইক করতে দেখা যায়।
এদিকে পরিণীতি-রাঘবের সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পরই তাঁদের কাছে একের পর এক শুভেচ্ছা বার্তা আসছে। এমন গুঞ্জনও শোনা যাচ্ছে ইতিমধ্যেই তাঁরা নাকি বাগদানও সেরে ফেলেছেন। এবার শুধু দুই পরিবারের বিয়ের দিন ঠিক হওয়ার অপেক্ষা। তবে যে যাই প্রশ্ন করুন না কেন, পরিণীতি এবং রাঘব দুজনেই বিয়ে নিয়ে একেবারে চুপ। এই তো কয়েকদিন আগে সংসদে ঢোকার মুখে প্রশ্নের মুখে পড়তে হয় রাঘব চাড্ডাকে। রাঘব চাড্ডা লজ্জায় লাল হয়ে বলেন, ‘পরিণীতি নয়, রাজনীতি নিয়ে প্রশ্ন করুন…’। তবে চুপ থাকলেও উপায় নেই। সম্প্রতি রাঘবের সহকর্মী, আরও এক আপ সাংসদ, সঞ্জীব অরোরা তাঁদের সম্পর্ক নিয়ে টুইটারে আশীর্বাদ জানিয়ে পোস্ট করে বসেন। আর তাতেই জল্পনার অবসান হয়। রাজনীতিবিদ সঞ্জীব অরোরা লেখেন, ‘রাঘব ও পরিণীতিকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই।প্রেম ও আনন্দে ভরে উঠুক পরিণীতি ও রাঘবের এই বন্ধন।’
এরপরই আর জল্পনার কিছুই বাকি থাকে না। সঞ্জীব অরোরাই একপ্রকার বলিউড-রাজনৈতিক জগতের এই জুটির সম্পর্কে সিলমোহর দিয়ে দেন।