বাংলা নিউজ > বায়োস্কোপ > Aaradhya Bachchan: ‘নেচে নেচে হাঁটছে আরাধ্যা!’, এবারেও মেয়ের হাত শক্ত করে ধরলেন ঐশ্বর্য, চালু ট্রোল

Aaradhya Bachchan: ‘নেচে নেচে হাঁটছে আরাধ্যা!’, এবারেও মেয়ের হাত শক্ত করে ধরলেন ঐশ্বর্য, চালু ট্রোল

কেন সবসময় মা ঐশ্বর্য-র হাত ধরে থাকে, ট্রোলের মুখে আরাধ্যা। 

দিনকয়েক আগেই মে আরাধ্যাকে নিয়ে ভুয়ো খবর বন্ধ করতে আদালতে গিয়েছে বচ্চন পরিবার। রবিবার ঐশ্বর্য আর আরাধ্যার দেখা মিলল এয়ারপোর্টে। ফের একবার অমিতাভের নাতনিকে নিয়ে ট্রোলে মজল সোশ্যাল মিডিয়া। 

বচ্চন পরিবারের সবচেয়ে খুদে সদস্য আরাধ্যা। বয়স সবে ১১। তবে নিয়মিত ট্রোলের শিকার হতে হয় এই খুদেকে। সোশ্যাল মিডিয়ায় ঐশ্বর্য রাই বচ্চন আর অভিষেক বচ্চনের মেয়ের ভিডিয়ো আসা মানেই যেন ট্রোলারদের ভুলভাল মন্তব্য করার কাজ চালু। দিনকয়েক আগে তো আদালতেও গিয়েছেন বচ্চনরা ঐশ্বর্যর নামে ছড়ানো ফেক নিউজ বন্ধ করতে। তবে ট্রোলারদের মুখ তাতেও বন্ধ হল না।

রবিবার রাতে ইনস্টাগ্রামে এক পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হল ঐশ্বর্য (Aishwarya Rai) ও আরাধ্যার (Aaradhya Bachchan) একটি ভিডিয়ো। যেখানে মা-মেয়েকে বেরিয়ে আসতে দেখা গেল মুম্বই এয়ারপোর্ট থেকে। বরাবরের মতো এবারেও মেয়ের হাতটা শক্ত করে ধরে রেখেছিলেন নায়িকা। আর তাতেই ফের কটাক্ষ (Social Media Trolling) শুরু করে দিল নেটপাড়া।

এক মহিলা কমেন্টে লিখলেন, ‘আর কেউ যেন কখনও মা হয় না। এত নেকামোর কী কারণ বুঝি না। দেখলেই অসহ্য লাগে।’ জনৈকের মন্তব্য, ‘বাচ্চাটাকে দেখলেই আমার কেমন যেন মনে হয় ওর মধ্যে আত্মবিশ্বাসের অভাব আছে। যা স্টার কিডডের মধ্যে সাধারণত হয় না। আমার মনে হয় এভাবে ঐশ্বর্য সবসময় ওকে আগলে রাখার ফলে এমনটাই হয়েছে। কেমন নেচে নেচে হাঁটছে!’ তৃতীয় জনের কটাক্ষ ভরা মন্তব্য, ‘এই অরাধ্যা কি একা হাঁটতেও পারে না! যখনই দেখবে ঐশ্বর্য যেন হাত ধরে ধরে হাঁটাচ্ছে। ছোটি বচ্চি হ্যায় কেয়া!’

তবে নেটপাড়ার একাংশ কিন্তু আরাধ্যার হয়েই কথা বললেন। তাঁদের মত, ‘এই এখানেই যারা কটাক্ষ করছেন তাঁরা ঐশ্বর্য হাত না ধরলে আবার কমেন্ট করত কেমন মা নিজের বাচ্চাকে একটু ধরে না। নেয় কেন এরা বাচ্চা। আসলে সেলেব্রিটিরা যাই করে তাতেই মানুষের সমস্যা।’

প্রসঙ্গত, মাসখানেক আগে এক ইউটিউব জার্নাল আরাধ্যার স্বাস্থ্য নিয়ে এক ভুয়ো প্রতিবেদন পেশ করে। যা নিয়ে মামলা করেছিল বচ্চন পরিবারের দিল্লি হাইকোর্টে। রায়ে ওই এই চ্যানেলে আপাতত কোনও ভিডিয়ো আপলোড করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, Google-এর কাছে নির্দেশ পাঠানো হয়েছে, কারা এই চ্যানেলের নেপথ্যে রয়েছে, তাদের নাম প্রকাশ করার জন্য। সঙ্গে আরাধ্যাকে নিয়ে এই জাতীয় আর কী কী কুরুচিকর এবং ভুয়ো কথা ছড়ানো হয়েছে, তা খতিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেগুলি দ্রুত YouTube থেকে সরানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বায়োস্কোপ খবর

Latest News

CAA-র জন্য যোগ্যতা সার্টিফিকেট কীভাবে পাবেন? রিপোর্টে সামনে এল গুরুত্বপূর্ণ তথ্য ‌দিলীপের বিরুদ্ধে দায়ের হল এফআইআর, মুখ্যমন্ত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণের জের তৃণমূলের মৃতপ্রায় দশা, বললেন লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী ইঁদুর মারা চলবে না, শব্দ তরঙ্গের মাধ্যমে তাড়ানোর ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা IPL 2024: RCB-র সেরা রেকর্ড ভেঙে চুরমার, SRH-কে কি বলে শুভেচ্ছা দিল কোহলির দল ‘মির্জা’র হয়ে গলা ফাটাবেন দেব-জিৎ! অঙ্কুশের ছবির ট্রেলার লঞ্চে থাকছেন আর কারা? ভারতের মুকুটে নয়া পালক, প্রথম উড়ানে সফল 'মেড ইন ইন্ডিয়া' মার্ক ১এ যুদ্ধবিমান অঞ্জলি চক্র এবং সুফি মালিক কারা? বিয়ের আগেই কেন বিচ্ছেদ হল তাঁদের ED তার কাজ করছে, আমি আমার কাজ করছি, হাজিরা এড়িয়ে হুঙ্কার মহুয়ার লোকসভার আগে মহাজোটে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.