২০২৪ সাল জুড়ে সংবাদ শিরোনামে থেকেছে অভিষেক-ঐশ্বর্যর ডিভোর্স চর্চা। বচ্চন পরিবারের সঙ্গে রাই সুন্দরীর দূরত্ব নজর এড়ায়নি কারুর। তবে ডিভোর্স নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন দুজনেই। কিন্তু নতুন বছরের শুরুতেই খুশির জোয়ারে ভাসছেন রাই সুন্দরীর ভক্তরা। কারণ শনিবার ভোরে মুম্বই এয়ারপোর্টে একফ্রেমে পাওয়া গেল অভিষেক-ঐশ্বর্যকে। আরও পড়ুন-ধনশ্রীর সাথে ৪ বছরের বিয়ে ভাঙছে যুজি চাহালের? ইনস্টায় সব ছবি ডিলিট, আনফলো পরস্পরকে!
অভিষেকের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ উঠেছে, চর্চা জলসায় আর বচ্চন পরিবারের সঙ্গে থাকেন না তাঁদের বহুরানি। এমনকী মেয়ে আরাধ্যা বচ্চনের জন্য জন্মদিনের পোস্ট থেকেও অভিষেককে বাদ দিয়েছিলেন ঐশ্বর্য। তবে আরাধ্যার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিষেক-অমিতাভ। এবার মেয়ে-বউকে নিয়েই বিদেশে বর্ষবরণ সারলেন অভিষেক। এয়ারপোর্টে তিনজনকে একসঙ্গে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছে অ্যাশ-অভির ভক্তরা।
এদিন সকালে নববর্ষের ছুটি কাটিয়ে বাড়ি ফেরার সময় সোশ্যাল মিডিয়ায় বচ্চন দম্পতির ভিডিও ভাইরাল হয়। অভিষেক প্রথমে এয়ারপোর্টের গেট দিয়ে বেরিয়ে আসেন, পিছনে ঐশ্বর্য ও আরাধ্যা। পাপারাজ্জিদের নববর্ষের শুভেচ্ছা জানানোর সময় তিনজনেই হাসিমুখে গাড়িতে উঠলেন। এয়ারপোর্টের একটি ভিডিয়োয় দেখা গেল আরাধ্যা বচ্চন রীতিমতো লম্ফজম্প করছেন। গেটের বাইরে এসে মায়ের হাত জাপটে ধরেন আরাধ্যা। খানিকবাদে বডিগার্ডের সঙ্গে টক্কর এড়াতেই লাফিয়ে উঠেন ঐশ্বর্যর ১৩ বছরের মেয়ে। এরপর দেখা যায়, বউ মেয়ের জন্য গাড়ির দরজা খুলে দেন অভিষেক।
নীচের মন্তব্য বিভাগে, অনেক নেটিজেন দাবি করছেন যে আরাধ্যা আনন্দের চোটেই লাফাচ্ছে, কারণ দীর্ঘদিন পর বাবা-মার সঙ্গে একটি সুখী পরিবারের মতো ছুটি কাটাতে গিয়েছিল সে, সেই ঘোর এখনও কাটেনি। উদাহরণস্বরূপ, একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বলেছেন, ‘সে খুশিতে লাফাচ্ছে, কারণ তার বাবা-মা ফের এক হয়েছে’, অন্য এক ভক্ত উচ্ছ্বসিত হয়ে বলেছেন, ‘আরাধ্যা এখনও বাচ্চা, দেখো সে খুশিতে কেমন লাফিয়ে উঠছে’।
এদিন সাদা প্যান্ট আর ঘন নীল ফুলস্লিভস টি-শার্টে পাওয়া গেল আরাধ্যাকে, কালো জিনস আর কালো রঙা ফুলস্লিভস টি-শার্টে একদম ক্যাজুয়াল লুকেই এয়ারপোর্টে পাওয়া গেল নীল নয়নাকে। আসমানি রঙের হুডি ছিল অভিষেকের পরনে।
কাজের ফ্রন্টে, অভিষেককে শেষবার সুজিত সরকারের ছবি আই ওয়ান্ট টু টক (২০২৪)-এ। যা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপরে মুক্তি পাবে অভিষেকের হাউসফুল ৫ রয়েছে। এদিকে, ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন রাই সুন্দরীর পরবর্তী প্রোজেক্টের জন্য। পোন্নিয়িন সেলভান: ২ (২০২৩) এর পরে এখনও নতুন কাজের ঘোষণা দেননি আরাধ্যার মা।