বাংলা নিউজ > বায়োস্কোপ > Sushmita Sen: 'সন্তানদের জন্য আমি সবকিছু করতে তৈরি', বলছেন সুস্মিতা! শত্রুদের বিরুদ্ধে গর্জে বড় পদক্ষেপ 'আরিয়া'র

Sushmita Sen: 'সন্তানদের জন্য আমি সবকিছু করতে তৈরি', বলছেন সুস্মিতা! শত্রুদের বিরুদ্ধে গর্জে বড় পদক্ষেপ 'আরিয়া'র

'আরিয়া' সুস্মিতা

‘এই বাঘিনী আহত হতে পারে, তবে এর থাবা আগের থেকেও ক্ষিপ্র’। এই সংলাপের মতোই আরিয়াকে সিজন থ্রিতে আরও বেশি পরাক্রমশালী ও অকুতোভয় হিসাবে দেখা যাবে। অর্থাৎ শেষবারের মতো আরও একবার নিজের নখ, দাঁত বের করে গর্জে উঠতে চলেছেন 'আরিয়া' সুস্মিতা। প্রকাশ্যে এল ‘আরিয়া থ্রি’র ট্রেলার।

'মেরি কাহানি কা হর পন্না খুন সে লিখা থা, পর সোচা নেহি থা উসকা অন্ত মেরেহি খুন সে হোগা'। এই কথা বলা মাত্রই নিজের মাথায় বন্দুক রেখে গুলি চালিয়ে বসেন সুস্মিতা সেন। থুড়ি সুস্মিতা নন, ইনি 'আরিয়া'। 

‘আরিয়া: অন্তিম বার’-ট্রেলার

হ্য়াঁ, আরও একবার ‘আরিয়া’ রূপে ফিরছেন সুস্মিতা সেন। ফিরছে ওয়েব সিরিজ আরিয়া সিজন-৩। সামনে এসেছে তারই ট্রেলার। যেখানে আরও একবার দুঃসাহসিক রূপে ধরা দিলেন সুস্মিতা। ট্রেলারে আরিয়াকে অস্ত্র সরবরাহ ও পরিবহন ব্যবসায় নামতে দেখা যায়। ট্রেলারে তাঁকে বলতে শোনা যায়, ‘নিজের সন্তানদের সুরক্ষার জন্য আমি যে কোনও কিছু করতে তৈরি’।

 এদিকে নিজের ব্যবসায় নেমে ইলা অরুণ সহ ভয়ঙ্কর শত্রুদের মুখোমুখি হন সুস্মিতা। ইলা মৃদু হাসি হেসে সুস্মিতাকে সতর্ক করে দিয়ে বলেন, ‘সরবরাহের কাজ ছেড়ে দাও আরিয়া, কারণ আমি এখনও শিকার করা ছাড়িনি…।’ তবে আরিয়াও ছাড়ার পাত্রী নন। এরপর কাজ শুরুর পরই একের পর এক বাধা, গুলি চলে, রক্তপাত হয়, খুন হতে থাকে। এরপর শত্রুপক্ষের কারণে নিজের সন্তানরাই সুস্মিতাকে ভুল বোঝে। তাদের ভুল বোঝানো হয়। সন্তানদের সঙ্গে, কাছের মানুষদের সঙ্গে 'আরিয়া' সুস্মিতার দূরত্ব তৈরি হয়। তাঁরই ছেলে 'আরিয়া'কে বলে বসেন, ‘বাবার জায়গায় যদি তুমি মরতে ভালো হত…’। ভেঙে পড়েন 'আরিয়া'। তবে আরিয়া পিছু হটেননি। ফের শত্রুদের বিরুদ্ধে শেষবারের মতো গর্জে ওঠেন তিনি। আবারও শুরু হয় একের পর এক খুন, তবে ট্রেলারের শেষের গুলিটা সুস্মিতার উপরই চলল। তবে কি 'আরিয়া'র জীবনের এখানেই শেষ? এমনই প্রশ্ন ছেড়ে রেখে শেষ হয় ট্রেলারটি।

আরিয়া ৩-এর প্রযোজনা ও সহ-পরিচালনা করেছেন রাম মাধবানি। এছাড়াও রয়েছেন সিকন্দর খের, ইন্দ্রনীল সেনগুপ্ত, বিকাশ কুমার, মায়া সারাও, গীতাঞ্জলি কুলকার্নি, শ্বেতা পাসরিচা, বীরেন বাজিরানি, প্রত্যক্ষ পানওয়ার, আরুষি বাজাজ, ভূপেন্দ্র যাদওয়াত এবং বিশ্বজিৎ প্রধান সহ অন্যান্যরা।

'আরিয়া থ্রি' নিয়ে সুস্মিতা

আরিয়া-৩ নিয়ে বলতে গিয়ে সুস্মিতা বলেন, ‘এর শুরুটা হয়েছিল তখন, যখন আরিয়ার পরিবারকে ভেঙে টুকরো করে দেওয়া হয়। বহু বাধা, সমস্যা সত্ত্বেও আরিয়া ব্যবসায় নির্ভীক শেরনি (বাঘিনী) হয়ে উঠেছিলেন। তবে এখন এটা শুধুই খেলা নয়, এর সঙ্গে ন্যায়বিচারের বিষয়টিও জুড়ে যায়। আরিয়া সারিনের ভাগ্যে যাই থাকুক না কেন সে নির্ভীক। পর্দার জন্য আরিয়া হয়ে ওঠা আমাকে এমন সময়ে শক্তি জুগিয়েছিল যখন আমি নিজেকে নিজেই তুল ধরতে পারছিলাম না। আরিয়া আমায় নিজেকে অভিনেতা হিসাবে খুঁজে পেতে এবং আমার জীবনকে সংবেদনশীলতার সুরে বেঁধেছিল। আর এখন এই আরিয়া নিজের পরিবারের জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। এই অনুভূতিটা আমার ব্যক্তিগত অনুভূতির চেয়েও অনেক বেশি। আরিয়ার টিম এখন আমার পর্দার বাইরেও পরিবারের মতো, ভবিষ্যতেও থাকবে।’

 ‘এই বাঘিনী আহত হতে পারে, তবে এর থাবা আগের থেকেও ক্ষিপ্র’। এই সংলাপের মতোই আরিয়াকে সিজন থ্রিতে আরও বেশি পরাক্রমশালী ও অকুতোভয় হিসাবে দেখা যাবে। অর্থাৎ শেষবারের মতো আরও একবার নিজের নখ, দাঁত বের করে গর্জে উঠতে চলেছেন 'আরিয়া' সুস্মিতা। ৯ ফেব্রুয়ারি ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে 'আরিয়া থ্রি'।

 

বায়োস্কোপ খবর

Latest News

এবার ফের বিদেশে অনুষ্ঠিত হতে পারে IPL নিলাম, কবে-কোথায়? মিলল গুরুত্বপূর্ণ আপডেট ধনু-মকর-কুম্ভ-মীন রাশির আজকের দিনটি কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিক রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল আরও দুর্বল হবে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি হবে? পরদিন সতর্কতা জারি ৫ জেলায় 'মমতার বৈঠকে খুব সুন্দরভাবে হয়েছিল, আজ...’, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি উঠছে? ‘মৃত্যু সিওর হয়ে গিয়েছিল’, বীরভূমে বন্যা দেখতে গিয়ে নদীতে পড়লেন ২ সাংসদ, ১ MLA আন্দোলনের নামে রাস্তায় বসে মদ খাচ্ছে মেয়েরা! TMC মন্ত্রীর কটাক্ষ,জবাব অপরাজিতার ১৪৪ বল বাকি থাকতে SA-কে হারিয়ে ইতিহাস আফগানিস্তানের! একমাত্র ভারতই অপরাজেয় থাকল নেই সরফরাজ-জুরেল! ওপেনার যশস্বী!নজরে প্রথম টেস্টে ভারত-বাংলাদেশের সম্ভাব্য একাদশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.