টিভি ধারাবাহিক ‘ভাবিজি ঘর পার হ্যায়’ -এ বিভূতি নারায়ণ মিশ্রার চরিত্রে অভিনয় করা জনপ্রিয় অভিনেতা আসিফ শেখের ভক্তরা সম্প্রতি বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন, কারণ দেরাদুনে শ্যুটিং চলাকালীন তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েছিলেন। জানা গেছে, একটি ফাইট সিকোয়েন্স শ্যুট করার সময় এই ঘটনা ঘটে। তবে তিনি এখন অনেকটাই সুস্থ। নিজেই দিলেন নিজের সুস্থতার আপডেট।
ফ্রি প্রেস জার্নালের একটি রিপোর্ট অনুযায়ী আসিফ শেখ বলেছেন, তিনি এখন অনেকটা সুস্থ। তাঁকে হুইলচেয়ারে করে মুম্বই নিয়ে আসা হয়েছে এবং সম্পূর্ণ বেড রেস্টের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। এক সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরেই তিনি আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে পারবেন বলে আত্মবিশ্বাসী তিনি।
আরও পড়ুন: 'স্রোতে গা ভাসিয়ে ঘটনাটা ঘটিয়ে ফেলেছি...', যৌন বিতর্কে পুলিশের কাছে ক্ষমা চাইলেন সময়
আরও পড়ুন: ছবি মুক্তির আগেই বিক্রি! কে কিনল অজয়ের ‘রেইড ২’-এর স্বত্ব?
আসিফ শেখ ভারতের প্রথম দৈনিক সোপ ওপেরা ‘হাম লোগ’-এর মাধ্যমে অভিনয় জীবন শুরু করেছিলেন, এই শোয়ে আসিফ প্রিন্স অজয় সিংহের চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও তিনি ‘ইয়েস বস’ -এর মতো ধারাবাহিকেও অসাধারণ অভিনয় করেছিলেন, যা ১৯৯৯ থেকে ২০০৯ পর্যন্ত টিভি জগতে প্রশংসা কুড়িয়েছিল। আসিফ বড়পর্দায় প্রথম কাজ করেছিলেন ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘রামা ও রামা’ ছবিতে, যেখানে তিনি রাজ বব্বর ও কিমি কটকার সঙ্গে অভিনয় করেছিলেন।
আরও পড়ুন: ফের সুজয়ের সঙ্গে জুটি বাঁধছেন বিদ্যার, তাহলে কী আসছে ‘কাহানি থ্রি’?
আরও পড়ুন: ‘দ্যা ডিপ্লোম্যাট’ ছবির প্রশংসায় পঞ্চমুখ বিজেপি, কী বলছে শাসক দল?
বড় পর্দায় আসিফ ভাইজানের সঙ্গে কাজ করেছিলেন অনেক সিনেমায়। ‘করণ অর্জুন’, ‘এক ফুল তিন কাঁটা’, ‘হাসিনা মান যায়েগি’, ‘দিল নে জিসে আপনা কহা’, ‘শাদি করকে ফঁস গয়া ইয়ার’, ‘ভারত’ এবং ‘কিসি কা ভাই কিসি কি জান’ -এর মতো ছবিতে কাজ করেছেন তিনি। আসিফের বর্তমান বয়স ৬০ বছর এবং বর্তমানে তিনি কাজ করছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’ ধারাবাহিকে।