জি বাংলায় আসতে চলেছে আরও একটি নতুন ধারাবাহিক। নভেম্বরেই সম্ভবত এসে যাবে প্রোমো। আপাতত খবর বলেছে বন্ধ হতে চলেছে পিলু। সেই জায়গায় যাবে মিঠাই। আর মিঠাই-এর জায়গায় আসবে ‘নিম ফুলের মধু’। এখন প্রশ্ন, নতুন ধারাবাহিক যেটা আসার কথা চলছে তাতে কার কপাল পুড়বে?
জি বাংলার নতুন ধারাবাহিকের মুখ হতে চলেছেন ‘আয় তবে সহচরী’র টিপু ওরফে ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। বিগত বছর পাঁচেক ধরে স্টার জলসার সঙ্গেই কাজ করছিলেন। কেরিয়ার শুরু করেছিলেন ‘কে আপন কে পর’ ধারাবাহিক দিয়ে। তবে এবার ভাগ্য বদলাতে বদলাচ্ছেন চ্যানেল। সোজা চলে এলেন জলসার সবচেয়ে বড় প্রতিদ্বন্দীর কাছে। তবে নায়িকা হিসেবে কে থাকবে তা নিয়ে এখনও কথাবার্তা চলছে।
নতুন ধারবাহিকে ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীলকে। তাঁর কথায়, ‘সব অভিনেতাই চায় নতুন নতুন ধরনের চরিত্রে কাজ করতে। অনেক বছর ধরে একই চ্যানেলর সঙ্গে যুক্ত। আগের দুটো কাজেই আমাকে দর্শকরা দেখেছেন রোম্যান্টিক চরিত্রে। তবে এবারের চরিত্রটা সম্পূর্ণ আলাদা। দর্শকরা একদম আলাদা লুকেও আমাকে দেখতে পারবেন। আর এই কারণেই আমার চ্যানেল বদলের সিদ্ধান্ত।’
আপাতত খবর বলছে নভেম্বরের গোড়ায় হবে প্রোমো শ্যুট। আর নভেম্বরের শেষেই সব ঠিকঠাক চললে প্রোমো দর্শকরা দেখতে পারবেন মাসের শেষে। এখন প্রশ্ন কার কপাল পুড়বে তাহলে? যে তিনটে নাম সামনে আসছে তা হল ‘লালকুঠি’, ‘বোধিসত্বের বোধবুদ্ধি’ আর ‘এই পথ যদি না শেষ হয়’। এরমধ্যে টিআরপি রেটিং সবচেয়ে কম বোধিসত্বেরই!