বাংলা নিউজ > বায়োস্কোপ > Serial Update: আয় তবে সহচরী-র ‘টিপু’ ইন্দ্রনীলের নতুন সিরিয়াল আসছে জি বাংলায়, এবার কোনটা বন্ধ হবে?

Serial Update: আয় তবে সহচরী-র ‘টিপু’ ইন্দ্রনীলের নতুন সিরিয়াল আসছে জি বাংলায়, এবার কোনটা বন্ধ হবে?

স্টার জলসা ছেড়ে জি বাংলায়, নতুন ধারাবাহিকে ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে টিপু ওরফে ইন্দ্রনীল চট্টোপাধ্যায়কে। 

স্টার জলসা ছাড়লেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। জি বাংলায় আসছে তাঁর নতুন ধারাবাহিক। এক ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করবেন তিনি। 

জি বাংলায় আসতে চলেছে আরও একটি নতুন ধারাবাহিক। নভেম্বরেই সম্ভবত এসে যাবে প্রোমো। আপাতত খবর বলেছে বন্ধ হতে চলেছে পিলু। সেই জায়গায় যাবে মিঠাই। আর মিঠাই-এর জায়গায় আসবে ‘নিম ফুলের মধু’। এখন প্রশ্ন, নতুন ধারাবাহিক যেটা আসার কথা চলছে তাতে কার কপাল পুড়বে? 

জি বাংলার নতুন ধারাবাহিকের মুখ হতে চলেছেন ‘আয় তবে সহচরী’র টিপু ওরফে ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। বিগত বছর পাঁচেক ধরে স্টার জলসার সঙ্গেই কাজ করছিলেন। কেরিয়ার শুরু করেছিলেন ‘কে আপন কে পর’ ধারাবাহিক দিয়ে। তবে এবার ভাগ্য বদলাতে বদলাচ্ছেন চ্যানেল। সোজা চলে এলেন জলসার সবচেয়ে বড় প্রতিদ্বন্দীর কাছে। তবে নায়িকা হিসেবে কে থাকবে তা নিয়ে এখনও কথাবার্তা চলছে। 

নতুন ধারবাহিকে ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীলকে। তাঁর কথায়, ‘সব অভিনেতাই চায় নতুন নতুন ধরনের চরিত্রে কাজ করতে। অনেক বছর ধরে একই চ্যানেলর সঙ্গে যুক্ত। আগের দুটো কাজেই আমাকে দর্শকরা দেখেছেন রোম্যান্টিক চরিত্রে। তবে এবারের চরিত্রটা সম্পূর্ণ আলাদা। দর্শকরা একদম আলাদা লুকেও আমাকে দেখতে পারবেন। আর এই কারণেই আমার চ্যানেল বদলের সিদ্ধান্ত।’

আপাতত খবর বলছে নভেম্বরের গোড়ায় হবে প্রোমো শ্যুট। আর নভেম্বরের শেষেই সব ঠিকঠাক চললে প্রোমো দর্শকরা দেখতে পারবেন মাসের শেষে। এখন প্রশ্ন কার কপাল পুড়বে তাহলে? যে তিনটে নাম সামনে আসছে তা হল ‘লালকুঠি’, ‘বোধিসত্বের বোধবুদ্ধি’ আর ‘এই পথ যদি না শেষ হয়’। এরমধ্যে টিআরপি রেটিং সবচেয়ে কম বোধিসত্বেরই!

 

বায়োস্কোপ খবর

Latest News

'ওরা বিচার চায় না, চেয়ার চায়', বললেন মমতা, ডাক্তারদের একতা ভাঙতেও মরিয়া রাজ্য? মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তাদের বৈঠক বাতিল, তথাগত লিখলেন,‘মেরুদণ্ড সোজাই..' সর্বকালের সেরা ভারতীয় দলে জায়গা হল না দুই ১০ হাজারির! গম্ভীরকেও বাদ দিলেন চাওলা 'পুরোটাই পূর্বপরিকল্পিত', বিতর্কেও পরিচালকের ঢাল হয়ে দাঁড়িয়ে অরিন্দম সঙ্গী! ২০২১ সালে হারিয়েছিলেন বড় ছেলেকে, এবার না ফেরার দেশে ইয়েচুরি ‘উই ট্রায়েড আওয়ার বেস্ট,আশা করি জনগণ আমায় ক্ষমা করবেন’, বার্তা দিদির ঐন্দ্রিলার 'অত্যাচারে' নাজেহাল অঙ্কুশ! আফসোস করে কেন লিখলেন, ‘গিনিপিগ হতে…’ শুধু সলমন-রশ্মিকাই নন, 'সিকান্দার'-এ থাকছেন কাজলও! শুরু করলেন শ্যুটিং পিছিয়ে পড়েও কাস্টমসের বিরুদ্ধে দাদাগিরি ইস্টবেঙ্গলের, জয় পেল মহামেডানও ফ্যানদের ব্যবহারে ক্ষুব্ধ হয়েছিলেন এই তারকারা, কোনও রকমে সামলেছিলেন নিজেদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.