বাংলা নিউজ > বায়োস্কোপ > Aayush Sharma-Salman Khan: সলমনের বোন বলেই অর্পিতাকে বিয়ে! আর এখন টাকা ওড়াচ্ছেন? জবাব দিলেন আয়ুষ শর্মা

Aayush Sharma-Salman Khan: সলমনের বোন বলেই অর্পিতাকে বিয়ে! আর এখন টাকা ওড়াচ্ছেন? জবাব দিলেন আয়ুষ শর্মা

সলমনের সঙ্গে অর্পিতা ও আয়ুষ

'অভিনেতা হওয়ার জন্যই নাকি সলমনের বোনকে বিয়ে করেছেন!' ‘বিদেশে ছুটি কাটিয়ে সলমনের টাকা ওড়াচ্ছেন’, নিন্দুকদের এমনই কটাক্ষ শুনতে হয়েছেন আয়ুষ শর্মাকে। সম্প্রতি ট্রোলিং নিয়েই এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন আয়ুষ।

বলিউডের 'ভাইজান' তিনি। আর সেই সলমন খানেরই সবথেকে কাছের, আদরের বোন অর্পিতা খানকে বিয়ে করেন আয়ুষ শর্মা। আর অর্পিতাকে বিয়ের ঠিক পরপরই অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করেন আয়ুষ। ভগ্নীপতিকে বলিউডে লঞ্চ করেছিলেন সলমন নিজেই। যদিও আয়ুষের কোনও সিনেমাই প্রায় চলেনি। তবে কেরিয়ার যাই হোক, অর্পিতাকে বিয়ে করে দাম্পত্য জীবন নেহাত মন্দ কাটছে না আয়ুষের। যদিও আবার সলমনের বোনকে বিয়ে করার জন্য কিছু কম ট্রোলিংয়ের মুখে পড়তে হয়নি আয়ুষ শর্মাকে। সম্প্রতি সে সব নিয়েই মুখ খুলেছেন তিনি।

'অভিনেতা হওয়ার জন্যই নাকি সলমনের বোনকে বিয়ে করেছেন!' ‘বিদেশে ছুটি কাটিয়ে সলমনের টাকা ওড়াচ্ছেন’, নিন্দুকদের এমনই কটাক্ষ শুনতে হয়েছেন আয়ুষ শর্মাকে। সম্প্রতি ট্রোলিং নিয়েই এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন আয়ুষ।

আরও পড়ুন-কাছের মানুষ দাদুকে হারিয়ে মন খারাপ আলিয়ার, দেখা করতে গেলেন শাহরুখ পুত্র আরিয়ান

<p>অর্পিতা-আয়ুষ ও তাঁদের দুই সন্তান</p>

অর্পিতা-আয়ুষ ও তাঁদের দুই সন্তান

অর্পিতাকে বিয়ে প্রসঙ্গে আয়ুষ শর্মা বলেন, ‘অর্পিতা ভীষণই শক্তমনের, আত্মবিশ্বাসী মহিলা। ওকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া দারুণ বিষয়। ও কে তা ও সবসময়ই স্বীকার করে। তবে প্রথম প্রথম টাকার জন্য অর্পিতাকে বিয়ে করেছি, সলমনের বোন বলে বিয়ে করেছি, এসব কথা শুনতে খুব খারাপ লাগত। তখন এই কথাগুলো আমায় খুব কষ্ট দিয়েছে, তবে এখন আর এশব নিয়ে ভাবি না। আসল সত্যি হল আমি অর্পিতাকে ভালোবেসেই বিয়ে করেছি, সেটা ও জানে, আমিও জানি, আর আমাদের পরিবারের লোকজনও জানেন। তাহলে বাইরে লোকজনের এত মাথাব্যাথা কীসের!’

<p>আয়ুষ-অর্পিতার সঙ্গে সলমন</p>

আয়ুষ-অর্পিতার সঙ্গে সলমন

'সলমন খানের টাকাতেই চলেন, অর্পিতাকে বিয়ে করার পর সল্লু তাঁকে রোলস রয়েজের মতো বহুমূল্য় গাড়ি দিয়েছেন।' তাঁকে প্রথমপ্রথম এসব কথাও শুনতে হয়েছে বলে জানান আয়ুষ। তাঁর কথায়, আমি তো এখনও খুঁজছি, কোথায় গেল সেই গাড়ি!

প্রসঙ্গত অর্পিতা খান শর্মা হলেন সলমন খানের বাবা সেলিম খান ও তাঁর দ্বিতীয় স্ত্রী হেলেনের দত্তক কন্যা। পরিবারের সকলের ছোট হওয়ার কারণেই সে সবথেকে আদরের। বিশেষত তিনি সলমনের প্রিয় বোন বলেই জানা যায়। বেশকিছুদিন ডেট করার পর ২০১৪ সালের ১৮ নভেম্বর অর্পিতা খান শর্মাকে বিয়ে করেন আয়ুষ। তাঁরা ছোট্ট দুই ছেলেমেয়ে আহিল শর্মা ও আয়াত শর্মার বাবা মা।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন