বাংলা নিউজ > বায়োস্কোপ > পরীমনিকে হায়নাদের থেকে বাঁচান, হাসিনার কাছে আবেদন লেখক, সাংবাদিক আব্দুল গফ্‌ফরের

পরীমনিকে হায়নাদের থেকে বাঁচান, হাসিনার কাছে আবেদন লেখক, সাংবাদিক আব্দুল গফ্‌ফরের

পরীমনি এবং শেখ হাসিনা

পরিমনির হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করলেন বছর ৮৬-এর ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’-র গীতিকার।

বেআইনি মাদক দ্রব্য-সহ একাধিক অভিযোগে গ্রেফতার বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। চার দিনের রিমান্ডে নায়িকা। দেশজুড়ে পরীমনির জীবনযাত্রা নিয়ে চলছে জোর চর্চা। এই পরিস্থিতিতে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা তথা প্রখ্যাত লেখক, সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গফ্‌ফর চৌধুরী পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী পরীমনির।

অভিযুক্ত অভিনেত্রীর হয়ে বছর ৮৬-র এই লেখক-সাংবাদিক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছেন। পরীমনির সঙ্গে যা করা হচ্ছে, তাকে সংশ্লিষ্টদের ক্ষমতার অপব্যবহার বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যেহেতু নারীর ক্ষমতায়ন শুরু হয়েছে, সেজন্যই তাঁর প্রতি এই আবেদন রেখেছেন তিনি।

বাংলাদেশের গণমাধ্যমে পাঠানো আবেদনে তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই আবেদন আমার একার নয়। দেশে প্রশাসন, একটি বিত্তশালী গোষ্ঠী এবং একটি মিডিয়া গোষ্ঠী মিলে একটি ২৮ বছরের তরুণীকে সম্পূর্ণ ধ্বংস করার যে ষড়যন্ত্র চালাচ্ছে, সে সম্পর্কে সচেতন নাগরিক সমাজের আবেদন। পরীমনিকে গ্রেফতার করার জন্য দু’-চার জন র‍্যাব কিংবা পুলিশের সদস্য গেলেই হত, সেখানে যে যুদ্ধযাত্রা করা হয়েছিল, তাতে মনে হয়েছিল কোন‌ও ভয়ঙ্কর ডাকাতকে গ্রেফতারের জন্য এই যুদ্ধযাত্রা'। 

পাশাপাশি অভিযোগ পত্রে তিনি আরও লেখেন, গ্রেফতারের পর থেকেই পরীমনির বিরুদ্ধে একটার পর একটা অপপ্রচার ছড়ানো হচ্ছে। বোঝাই যায়, কোন‌ও একটি মহল থেকে উদ্দেশ্যমূলকভাবে এই অপপ্রচার করা হচ্ছে। অর্থাৎ বিচারের আগেই বিচার। চয়নিকা চৌধুরীর মতো একজন বিখ্যাত নাট্যকারকে অহেতুক রাস্তা থেকে ধরে নিয়ে তাঁর চরিত্রে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে। এগুলো ক্ষমতার বাড়াবাড়ি। এগুলো চলতে দিলে দেশের নাগরিক স্বাধীনতা বিপন্ন হবে বলে লিখেছেন তিনি।

তিনি আরও লেখেন, ‘বোট ক্লাবের ঘটনার পরে আসামিরা যে সহজেই জামিন পেলেন, তার রহস্য কী? এই শক্তিশালী মহলটি প্রশাসনের একাংশকে বশ করে যে এই ঘটনাগুলো সাজিয়েছে, তা বুঝতে কি কষ্ট হওয়ার কথা? তারপর মিডিয়ার প্রচার। এই প্রচারগুলো যে সত্য নয়, তা সিটি ব্যাঙ্কের এমডি মাসরুর আরেফিনের বিবৃতিতে জানা গিয়েছে। সাড়ে তিন কোটি টাকার গাড়ি নিয়ে পরীমনির বিরুদ্ধে যে প্রচার চালানো হয়েছে, আরেফিন সাহেবের বিবৃতিতে তা সত্য নয় প্রমাণিত হয়েছে। পরীমনি চলচ্চিত্রের নায়িকা। তাঁর নানা পুরুষের সঙ্গেই নানাবিধ সম্পর্ক থাকতে পারে। সেটা কি একটা অপরাধ?’

গ্রেফতারের সময় পরীমনি (ছবি সংগৃহীত)
গ্রেফতারের সময় পরীমনি (ছবি সংগৃহীত)

তিনি বলেন, ‘আমার সবিনয় জিজ্ঞাসা, আদালতে বিচার হওয়ার আগে দেশের চলচ্চিত্র জগতের সম্ভাবনাময় এক তরুণীর জীবন যে ভাবে ধ্বংস করে দেওয়া হল, তার দায়িত্ব কে নেবে? আদালতের বিচারে পরীমণি যদি দোষী সাব্যস্ত হন এবং শাস্তি পান, তাতে কারও আপত্তি থাকার কথা নয়। কিন্তু এক জন তরুণীকে যে ভাবে আটক করে হেনস্থা করা হচ্ছে এবং তাঁর বিরুদ্ধে অপ্রমাণিত অপপ্রচার চালানো হচ্ছে, তা শুধু নারীসমাজের অপমান নয়, মানবতার অপমান। আমাদের নাগরিক স্বাধীনতার ওপর এটি একটি ভয়ঙ্কর থাবা।’

আব্দুল গফ্ফর চৌধুরী তাঁর আবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে লিখেছেন, ‘শেখ হাসিনার শাসনামলেই বাংলাদেশে নারীদের ক্ষমতায়ন শুরু হয়েছে। আর সেই কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সবিনয় আবেদন, তিনি যেন পরীমনির ব্যাপারে হস্তক্ষেপ করেন। বিচারের হাত থেকে তাকে রক্ষা করতে বলছি না। বরং হায়েনা গোষ্ঠীর হাত থেকে তাকে বাঁচানোর জন্য অনুরোধ করছি। আজ পরীমনির সঙ্গে যা হচ্ছে তা যে দেশের অন্য আরেকজন নাগরিকের ক্ষেত্রে করা হবে না, তার নিশ্চয়তা কী?’

৮৬-র এই লেখক-সাংবাদিকের আবেদন, 'আমি দেশের সচেতন বুদ্ধিজীবী শ্রেণির কাছে আবেদন করি, তাঁরা পরীমণির উপর এই হেনস্থার তীব্র প্রতিবাদ করুন। দয়া করে চুপ করে থাকবেন না। পরীমণির উপর অত্যাচারের প্রতিবাদ করুন। সংবাদমাধ্যমের কাছে অনুরোধ, তারা যেন অত্যাচারিতের পক্ষে দাঁড়ায়। অত্যাচারী গোষ্ঠীর পক্ষে না যায়।’

মাদক নিয়ন্ত্রক আইনের অধীনে আপাতত পুলিশের জালে বাংলাদেশের চর্চিত অভিনেত্রী পরীমনি। অভিনেত্রীর গ্রেফতারির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সরব বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। পরীমনির সমর্থনে একের পর এক পোস্ট করলেন তসলিমা নাসরিন। পরীমনির প্রতি সহানুভূতিশীল লেখা লিখেছেন কয়েক দিন আগে। এবার প্রখ্যাত লেখক, সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গফ্‌ফর চৌধুরীর মন্তব্য ইতিমধ্যে ঝড় তুলেছে বিভিন্ন মহলে।

 

 

বায়োস্কোপ খবর

Latest News

প্রবল তাপপ্রবাহ চলবে বাংলায়! সোম থেকে বৃষ্টি নামবে, কবে কোন কোন জেলায় ঝড় উঠবে? ফিলিপিন্সে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি ১৮ মাসের মেয়েকে খুন করে কবর দিলেন বাবা-মা! তদন্তে উঠে এল বিস্ফোরক তথ্য লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুর্শিদাবাদের দুই ওসিকে সাসপেন্ড করল কমিশন, বড় শাস্তি! পাঠানো হল হেডকোয়ার্টারে বিশ্বের ষষ্ঠ মহাসাগর তৈরি হতে পারে! স্থান খুঁজে পেয়ে দাবি বিজ্ঞানীদের এক গ্রাসে ৩৩ সূর্যকে গিলে খাবে! মহাকাশে বিরাট ব্ল্যাক হোল! জানেন এর নাম কি? Akshay Tritiya 2024 date time: অক্ষয় তৃতীয়া কবে পড়ছে? রইল তারিখ, তিথি এক লিটার পেট্রোলের দাম ২৯৩.৯৪ টাকা, চাপে পাকিস্তানের মানুষ কংগ্রেসের প্রচারে অবিকল শাহরুখের মতো দেখতে ইনি কে? চটল BJP

Latest IPL News

লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুম্বইয়ে থাকার সময়ে MI-এর টিম হোটেলে থাকেন না রোহিত! জানেন কেন এমন করেন হিটম্যান IPL 2024: MI ক্যাম্পে ফাটল? ক্যাপ্টেন হার্দিকের সমালোচনায় দলের তারকা অল-রাউন্ডার পন্তকে ঘিরে DC-র খেলোয়াড়দের বাচ্চারা, ফিরল পেইনের বেবি সিটার স্লেজিংয়ের স্মৃতি 'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন পরের আইপিএলেও খেলবেন ধোনি? রায়নার উত্তর নিয়ে জল্পনা - ভিডিয়ো IPL 2024: LSG vs CSK ম্যাচের আগে ধোনির প্রসঙ্গে অতীতের কোন কথা বললেন রাহুল? মুম্বইয়ের সংসারে অবশেষে মিলে সুর মেরা তুমহারা, রোহিতের আলিঙ্গন হার্দিককে ছেলে অন্ত প্রাণ বাবা!ছেলেকে উদ্দেশ্য করেই সোশ্যাল মিডিয়াতে বার্তা শিখর ধাওয়ানের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.