বাংলা নিউজ > বায়োস্কোপ > Trial By Fire Trailer: ফিরছে ১৯৯৭ সালে উপহার সিনেমার ভয়াবহ স্মৃতি, মুক্তি পেল অভয়ের নতুন ছবির ট্রেলার

Trial By Fire Trailer: ফিরছে ১৯৯৭ সালে উপহার সিনেমার ভয়াবহ স্মৃতি, মুক্তি পেল অভয়ের নতুন ছবির ট্রেলার

মুক্তি পেল অভয়ের নতুন ছবির ট্রেলার

Trial By Fire Trailer: মুক্তি পেল ‘ট্রায়াল বাই ফায়ার’-এর ট্রেলার। মুখ্য ভূমিকায় দেখা যাবে অভয় দেওল এবং রাজশ্রী দেশপাণ্ডেকে। ১৯৯৭ সালের উপহার সিনেমা হলে যে দুর্ঘটনা ঘটেছিল তার উপর ভিত্তি করে এই ছবিটি নির্মাণ করা হয়েছে।

এবার সিনেমার পর্দায় উঠে আসবে ১৯৯৭ সালের সেই ভয়ঙ্কর দুর্ঘটনার কথা। উপহার সিনেমা হলে যে দুর্ঘটনা ঘটেছিল সেই বছর সেটাই ধরা পড়বে ‘ট্রায়াল বাই ফায়ার’ ছবিতে। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভয় দেওল, রাজশ্রী দেশপাণ্ডেকে। আগামী ১৩ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ছবিটি। তার আগে প্রকাশ্যে এল এই ছবির ট্রেলার। অভয় দেওল নিজে সেই ট্রেলার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি।

উপহার সিনেমা অগ্নিকাণ্ডে ৫৯ জন প্রাণ হারিয়েছিলেন, আহত হয়েছিলেন প্রায় ১০০ জন। সেই ভয়ঙ্কর স্মৃতি আরও একবার ফিরছে এই ছবির হাত ধরে। ছবির শুরুতে দেখা যাবে এক মা তাঁর সন্তানকে চুমুকে বিদায় জানাচ্ছে। তাঁর সন্তান সিনেমা দেখতে যাচ্ছে। এরপরই সিনেমা হলের সেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের দৃশ্য ধরা পড়ে ট্রেলারে। এরপর দেখা যাবে সন্তান হারানোর পর তাদের ন্যায় বিচা দেওয়ার জন্য মা বাবার এক অসম কঠিন লড়াইয়ের গল্প। এখানে সেই হতভাগ্য বাবা মায়ের চরিত্রে অভিনয় করবেন অভয় দেওল এবং রাজশ্রী দেশপাণ্ডে।

এই ট্রেলারে না আছে কোনও সাসপেন্স, না আছে কোনও কিছুর আতিশয্য। খুব সাধারণ, ধীরভাবে যেটা বলতে চাওয়া হয়েছে সেটাই উঠে এসেছে ট্রেলারে। ঠিক যেমনটা আমরা মেঘনা গুলজারের ‘তলোয়ার’ ছবির ক্ষেত্রে দেখেছিলাম।

উপহার সিনেমা অগ্নিকাণ্ডের পর যে পরিবারগুলি তাঁদের প্রিয়জনকে হারিয়েছিল তাঁদের লড়াই এখানে উঠে আসবে। কীভাবে ন্যায় বিচার পাওয়ার জন্য তাঁরা লড়াই চালিয়েছিলেন সেটাই এই ছবিতে দেখা যাবে। ছবিটি নীলম এবং শেখর কৃষ্ণমূর্তির বই ‘ট্রায়াল বাই ফায়ার: দ্য ট্র্যাজিক টেল অব দ্য উপহার ফায়ার ট্র্যাজেডি’র উপর ভিত্তি করে বানানো হয়েছে।

অভয় এই ছবির ট্রেলার শেয়ার করেন এবং ইনস্টাগ্রামে লেখেন, 'ট্রেলার এসে গিয়েছে, ১৩ জুন ১৯৯৭ শতাধিক পরিবারের জীবন পাল্টে দিয়েছিল। ট্রায়াল বাই ফায়ার সেই সব বাবা মায়েদের গল্প তুলে ধরবে যাঁরা ন্যায় বিচার পাওয়ার আশায় লড়াই করেছিলেন। বিশেষ করে নীলম এবং শেখর কৃষ্ণমূর্তির লড়াইয়ের কথা ধরা পড়বে এখানে। আগামী ১৩ জানুয়ারি থেকে ছবিটি নেটফ্লিক্সে দেখা যাবে।'

এই ছবিটির পরিচালনা করেছেন প্রশান্ত নায়ার। এন্ডেমোল শাইন ইন্ডিয়া এবং হাউজ অব টকিজ এই ছবিটির প্রযোজনা করেছে। অভয় দেওল, রাজশ্রী দেশপাণ্ডে ছাড়াও এই ছবিতে দেখা যাবে অনুপম খের, রত্না পাঠক শাহ, শিল্পা শুক্লা, আশিষ বিদ্যার্থী, প্রমুখকে।

এই ছবির বিষয়ে একটি সাংবাদিক সম্মেলনে পরিচালক প্রশান্ত নায়ার বলেছিলেন, ' ন্যায় বিচার পাওয়ার জন্য যে লড়াই করার মানসিকতা, যে দৃঢ়তা লাগে সেটা নীলম এবং শেখর কৃষ্ণমূর্তি দেখিয়েছেন নিজেদের জীবন। ওঁরা উদাহরণ।' তিনি আরও বলেন, ' ওঁদের সঙ্গে যা হয়েছে, ওঁরা যা করতে বাধ্য হয়েছেন তারপর সেটা সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো। আমরা নেটফ্লিক্সের কাছে কৃতজ্ঞ এই গল্পটা সকলের কাছে পৌঁছে দিতে সাহায্য করার জন্য।'

বন্ধ করুন